‘রকি অউর রানি কাহানি’র পর ফের একবার করণ জোহরের সঙ্গে জুটি বাঁধছেন আলিয়া ভাট। যদিও এই ছবির পরিচালনা করণ নিজে করছেন না, ছবির পরিচালক ভাসান বালা। ছবির নাম ‘জিগরা’। প্রযোজনা করছে করণের ধর্মা প্রোডাকশন। মঙ্গলবার করণ নিজেই ছবির ফার্স্টলুক টিজার পোস্ট করেছেন।
‘জিগরা’ টিজার ভিডিয়োর শুরুটা হয় জিকে চেস্টারটনের একটি উদ্ধৃতি দিয়ে। যেখানে লেখা ‘সাহসের প্যারাডক্স হল যে এটিকে ধরে রাখার জন্য একজনকে অবশ্যই জীবনের প্রতি একটু উদাসীন হতে হবে’। এরপরেই আলিয়াকে পিঠে ব্যাগ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রাস্তাটা দেখে মনে হয়, সেটা জাপানের রাস্তা। ভয়েস ওভারে আলিয়াকে বলতে শোনা যায়, ‘দেখ, দেখ আমায়, তুই আমার দেওয়া রাখি পরিস না! তুই আমার নিরাপত্তায় রয়েছিস, আমি তোর কোনও ক্ষতি হতে দেব না। কোনওদিনও না ’। খুব সম্ভবত নিজের ছোট ভাইয়ের উদ্দেশ্যেই একথাগুলি বলেছেন আলিয়া।
টিজার ভিডিয়োটি পোস্ট করে করণ লিখেছেন, ‘আমার #জিগ্রা, আলিয়া ভাটের প্রত্যাবর্তন। অটুট ভালোবাসা আর অদম্য সাহসের গল্প বলবে ভাসান বালা পরিচালিত এই ছবি।’
আরও পড়ুন-'প্রথম দেখাতেই শার্টের বোতাম খুলতে বলি, শাহরুখ অবাক হয়ে বলে এটা কে রে!' অকপট করণ
আরও পড়ুন-ইনিই সেই শাহরুখের ব্লকবাস্টার ছবির নায়িকা! চিনতে গিয়ে হোঁচট খেল নেটপাড়া…
আরও পড়ুন-অভিনয় ছেড়ে পাকাপাকিভাবে রাজনীতিতেই নতুন কেরিয়ার গড়ার কথা ভাবছেন কঙ্গনা?
প্রসঙ্গত পরিচালক ভাসান বালা বরাবরই স্বতন্ত্র, অন্যধারার গল্প বলার জন্য পরিচিত। ‘জিগরা’ তেমনই কোনও গল্প হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই ছবিতে আলিয়ার ভূমিকাও বেশ চ্যালেঞ্জিং বলেই জানা যাচ্ছে। গত জুলাই মাসেই পরিচালক ভাসান বালার সঙ্গে আলিয়া কাজ করছেন বলে শোনা গিয়েছিল। ২০২৪-এর ২৭ সেপ্টেম্বর সিনেমাহলে মুক্তি পাচ্ছে ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় আলিয়ার নতুন ছবি। ছবির টিজার ভিডিয়োটি শেয়ার করেছেন আলিয়া নিজেও।
এদিকে কেরিয়ারের দিক থেকে সম্প্রতি হলিউডেও পা রেখেছেন আলিয়া। মুক্তি পেয়েছেন আলিয়ার প্রথম হলিউড ফিল্ম ‘হার্ট অফ স্টোন’।