তেলেঙ্গানার নালগোন্ডায় পথ দুর্ঘটনার কবলে 'পুষ্পা: দ্যা রুল' ছবির টিম। বুধবার এই দুর্ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে, পাশের রাজ্য অন্ধ্রপ্রদেশ থেকে বাসে হায়দরাবাদে ফিরছিল 'পুষ্পা: দ্যা রুল' ছবির টিম। আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্প ২’ শুটিং শিডিউল ছিল অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায়, সেখানেই গিয়েছিলেন তাঁরা। ফেরার পথে হায়দ্রাবাদ-বিজয়াওয়াড়া হাইওয়ের নরকেটপল্লীর কাছে অপর একটি বাসকে ধাক্কা মারে ‘পুষ্পা’ টিমের বাস।
এই দুর্ঘটনায় 'পুষ্পা: দ্যা রুল' টিমের দু'জন শিল্পী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। তবে গুরুতর জখম কেউ হননি বলেই খবর। দুর্ঘটনার পরই জখম শিল্পীদের স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। তবে নির্মাতাদের তরফে এখনও এই দুর্ঘটনার বিষয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি। আর ওই বাসে আল্লু অর্জুন ছিলেন না বলেই খবর। তবে দুর্ঘটনার যে ছবি সামনে এসেছে তাতে শিল্পীদের বাসটিকে দুমড়ে মুচড়ে যেতে দেখা গিয়েছে।
আরও পড়ুন-‘ঠান্ডা বরফ জলে ডুবে আংটি খুঁজে আনা মোটেও সহজ ছিল না’, স্মৃতিমেদুর কুণাল কাপুর

দুর্ঘটনার কবলে 'পুষ্পা: দ্যা রুল' টিমের বাস

দুর্ঘটনার কবলে 'পুষ্পা: দ্যা রুল' ছবির টিমের বাস
২০২১-এ করোনা আবহে মুক্তি পেয়েছিল আল্লু অর্জুনের 'পুষ্পা: দ্যা রাইজ' ছবিটি। ছবিটি সুপার হিট হয়। সকলের মুখে মুখে 'পুষ্পা' আল্লু অর্জুনের প্রশংসা ঘুরে ফেরে। প্রায় ৩৫০কোটি টাকারও বেশি ব্যবসা করে এই ছবি। আর তারপর থেকেই সকলে ছবির দ্বিতীয় পার্ট 'পুষ্পা: দ্যা রুল' মুক্তির অপেক্ষায় রয়েছেন।
গত বছরই 'পুষ্পা: দ্যা রুল'-এর শ্যুটিং শুরু করেছিলেন পরিচালক সুকুমার। তরপর 'পুষ্পা' আল্লু অর্জুনের ফার্স্টলুক দেখে সকলেই চমকে গিয়েছিলেন। অভিনেতার জন্মদিনে মুক্তি পেয়েছিল তাঁর সেই লুক। আর তারপর থেকে সকলেই তাই এটির মুক্তি অপেক্ষায় দিন গুনছেন। যদিও ছবিটি ঠিক কবে মুক্তি পাবে তা নিয়ে বিশদে কোনও তথ্য জানাননি নির্মাতারা। আগামী বছর (২০২৪) গ্রীষ্মকালে 'পুষ্পা: দ্যা রুল' ছবিটি মুক্তি পেলেও পেতে পারে বলে খবর।