বাংলা নিউজ > বায়োস্কোপ > Amitabh Bachchan: 'কিছুপরে ৩ জুনের ভোর...' বিয়ের ৫০ বছর পার! মধ্যরাতেই বিশেষ পোস্ট অমিতাভের

Amitabh Bachchan: 'কিছুপরে ৩ জুনের ভোর...' বিয়ের ৫০ বছর পার! মধ্যরাতেই বিশেষ পোস্ট অমিতাভের

মধ্যরাতেই বিশেষ পোস্ট অমিতাভের

Amitabh Bachchan: বিয়ের ৫০ বছরের উদযাপন। জয়া বচ্চন এবং অমিতাভের আজ ৫০ তম বিবাহবার্ষিকী। আর সেই উপলক্ষ্যে বিগ বি একটি ছোট পোস্ট লিখলেন তাঁর ব্লগে।

অমিতাভ বচ্চন হামেশাই তাঁর ব্লগে নানা বিষয়ে পোস্ট লিখে থাকেন। নিজের মতামত ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। আজকের এই বিশেষ দিনটিও তার ব্যতিক্রম হল না। অমিতাভ বচ্চন শুক্রবার রাতে তাঁর এবং তাঁর সহধর্মিণী জয়া বচ্চনের ৫০ তম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে একটি ছোট্ট লেখা পোস্ট করেছিলেন।

বিগ বি এদিন তাঁর এবং জয়ার বিয়ের ৫০ তম জন্মদিন উপলক্ষ্যে নিজের মনের কথা লেখেন তাঁর ব্লগ পোস্টে। এই বর্ষীয়ান অভিনেতা তাঁর ব্লগে লেখেন, 'আর কিছুপরেই ৩ জুনের ভোর হবে। আর ৫০ বছর হিসেবে এই বছরটা ধরা হবে। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। সকলে আমার ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানবেন।' এই পোস্টে তিনি একটি প্রণামের ইমোজিও পোস্ট করেন।

<p>অমিতাভের পোস্ট</p>

অমিতাভের পোস্ট

তবে কেবল অমিতাভ বচ্চন একা নন, শ্বেতা বচ্চনও বাবা মায়ের বিবাহবার্ষিকী উপলক্ষ্যে একটি পোস্ট করেন। বাবা মাকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'হ্যাপি ৫০ বাবা মা। তোমরা এখন থেকে গোল্ডেন হলে।' এই পোস্টের সঙ্গে তিনি জানান বলিউডের শাহেনশাহ এবং তাঁর সহধর্মিণীর এই দীর্ঘ বিবাহ জীবনের নেপথ্যে আছে কোন কারণ। তাঁর কথা অনুযায়ী, ' আমি একবার মাকে জিজ্ঞেস করেছিলাম, এতদিন বিয়ে টিকিয়ে রাখার গোপন রহস্য কী? উত্তরে মা বলেছিল ভালোবাসা। আর বাবা? তাঁর উত্তর ছিল বউ যা বলে তাই ঠিক। এটাই বিয়ে টিকিয়ে রাখার মূল মন্ত্র।'

শ্বেতা এদিন যে ছবিটা শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে একে অন্যের চোখে ডুবে রয়েছেন অমিতাভ এবং জয়া। জয়ার পরনে একটি শাড়ি। আর অমিতাভ সেই পুরনো দিনের স্টাইলে ঢলা প্যান্ট এবং প্রিন্টেড শার্ট পরে আছেন। এই সাদা কালো ছবিতে তাঁদের কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

শ্বেতার এই পোস্টে লেখেন, 'ওঁরা কী সুন্দর তাই না?' শ্বেতার মেয়ে, বিগ বির নাতনি, নব্যা নভেলি নন্দাও মায়ের পোস্টে কমেন্ট করেন এদিন।

বর্তমানে অমিতাভ বচ্চন কোর্টরুম ড্রামা সেকশন ৮৪ এর শুটিংয়ে ব্যস্ত। এই ছবিটির পরিচালনা করছেন রিভু দাশগুপ্ত। এছাড়া তাঁকে নাগ অশ্বিনের ছবি প্রজেক্ট কে'তেও দেখা যাবে। তাঁর সঙ্গে সেখানে দীপিকা পাড়ুকোন, প্রভাসকে দেখা যাবে। জয়া বচ্চনকে অন্যদিকে দেখা যাবে করণ জোহরের রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিতে। সেখানে তাঁর সঙ্গে আলিয়া ভাট, রণবীর সিং, ধর্মেন্দ্র এবং শাবানা আজমিকে দেখা যাবে।

বায়োস্কোপ খবর

Latest News

'এই প্রথমবারের জন্য...', টেক্কার টিজার আসার আগেই বড় আপডেট দিলেন সৃজিত! দেবের ছব আগামিকাল কি একটা ভালো দিন হবে? ১৩ সেপ্টেম্বরের লাকি রাশি কী কী? জানুন রাশিফল ‘সবার প্রতি আমার…’ পিআর বিতর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অপারশক্তি ‘ মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি, পদ চাইনা, ’, নবান্ন থেকে বার্তা মমতার স্নান পোশাক পরে বালিতে বসে রুক্মিণী! টেক্কার টিজার আসার আগে লিখলেন... 'ইটস টাইম ফর কলকাতা, সেরো ওঠো কলকাতা...', শাকিরার সুরে গান লিখলেন শ্রুতি বাংলা থেকেই রাজ্যসভায়, বুদ্ধের পর চলে গেলেন ইয়েচুরি, শূন্যতা বঙ্গ সিপিএমে জুনিয়র ডাক্তারকে হাতপাখা করছেন বৃদ্ধ, বলছেন, 'পাশে আছি, আন্দোলন চালিয়ে যাও' সেরা ছাত্র থেকে ছাত্রনেতা! বারবার রাজনীতির 'প্রথা' ভেঙেছেন ইয়েচুরি জেমির সতীর্থকে দলে নিয়ে ISL-এ চমক মহামেডানের, উচ্ছ্বসিত সমর্থকরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.