কথাতেই আছে পুলিশ ছুঁলে আঠেরো ঘা। দিন দুই আগে বাইকে চড়ার ফোটো সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন অমিতাভ বচ্চন। কিন্তু সেখানে দেখা যায় হেলমেট নেই তাঁর মাথায়। এমনকী চালকের মাথাও খালি। নিজের পোস্টে অমিতাভ লিখেছিলেন মুম্বইয়ের ট্রাফিক থেকে বাঁচতেই তিনি নাকি গাড়ি ছেড়ে বাইকে উঠে পড়েন। নেটিজেনদের একাংশ যখন হেলমেট ছাড়া বাইক চড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকে, তখন তাতে হস্তক্ষেপ করে স্বয়ং মুম্বই পুলিশ। টুইটারে জানান, সেই ভিজ্যুয়াল ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে ট্রাফিক কন্ট্রোলে।
বিতর্ক বাড়তে এবার নড়েচড়ে বসলেন বিগ বি। ৪৮ ঘণ্টায় নিজের কথা পুরোপুরি বদলে ফেললেন। বর্ষীয়ান অভিনেতা তাঁর ব্লগে দাবি করলেন, বাইক চড়া নিয়ে পোস্টের পুরোটাই নাকি ছিল মজা।
বিগ বি লিখলেন, 'ফোটো দেখে কেউ আমার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন। তবে সব থেকে বেশি চর্চা হল হেলমেট না থাকা নিয়ে। দিনটা ছিল রবিবার। আসল ব্যাপার হল এটা মুম্বইয়ের রাস্তায় শ্যুটের ছবি। বালার্ড এস্টেটের একটি রাস্তায় শ্যুটের জন্য পারমিশন আগেই নেওয়া ছিল। রবিবার বাছা হয়েছিল কারণ অফিস ছুটি থাকবে আর জ্যাম কম হবে। রাস্তাটা মাত্র ৩০-৪০ মিটারের। আমার চারপাশে ক্র। আমি যেই পোশাকটি পরে আছি সেটাও সিনেমার। আমি শুধুমাত্র বোকা বানোনর জন্য পোস্টটি করেছিলাম।
তবে আমি সময় নিয়ে সমস্যা হলে এরকমটা হয়তো করতাম। এর আগে অক্ষয় কুমার নিজের নিরাপত্তারক্ষীর বাইকে চড়ে এভাবেই শ্যুটে গেছে। তবে হেলমেট পরে, সব ধরনের প্রোটেকশন নিয়ে। কেউ চিনতেই পারেনি। সবাই হেলমেট পরুন। ট্রাফিক গাইডের সমস্ত নিয়ম মেনে চলুন।'
সবশেষে অমিতাভ যোগ করেন, ‘আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে নিয়ে উদ্বেগ, যত্ন এবং ভালবাসা দেখানোর জন্য। আর আমার প্র্যাঙ্কে ট্রোল করার জন্য়ও। যখনই বুঝতে পেরেছি পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে লিখতে বসে গেছি। এখন আবার কাজ করতে যাচ্ছি। দুঃখিত মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করার জন্য আর ট্রাফিক নিয়ম ভঙ্গের ভুল ধারণা দেওয়ার জন্য। আপনাদের অনেক ভালোবাসি।’
এদিকে রবিবার হেলমেট ছাড়া বাইকে চড়েন অনুষ্কা শর্মাও। সেই ভিডিয়োও ভাইরাল হয় চারদিকে। দেখা যায় অনুষ্কা শর্মারতাঁর দেহরক্ষীর বাইকে চড়ে কাজে যাচ্ছেন। সাদা চেক শার্ট, চোখে রোদ চশমা, হাতে ব্যাগ নিয়ে বাইকে চাপলেও মাথায় হেলমেট পরেননি। না তিনি, না তাঁর দেহরক্ষী। অনুষ্কাকে তো চিনতে পেরে তাঁর পিছুও নিয়েছিলেন আলোচকিত্রীরা। তবে বিরাট-পত্নীর তরফে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)