অবেশেষে প্রতীক্ষার অবসান। তিন দশকে যা পারেনি বলিউড, তা করে দেখালো দক্ষিণী ইন্ডাস্ট্রি। ৩২ বছর পর রুপোলি পর্দায় স্ক্রিন শেয়ার করবেন ‘বলিউডের শাহেনশা’ অমিতভ বচ্চন এবং ‘থালাইভা’ রজনীকান্ত। জল্পনা সত্যি করে পরিচালক টিজে জ্ঞানভেলের আসন্ন ছবির হাত ধরে সিনেপ্রেমীদের দীর্ঘ অপেক্ষা ঘুচল। মঙ্গলবার লাইকা প্রোডাকশনের তরফে ঘোষণা করা হয় রজনীকান্তের আসন্ন ছবি (Thalaivar 170)-এর কাস্টিং, সেখানে সবচেয়ে বড় চমক হিসাবে থাকল বিগ বি-র নাম।
প্রযোজনা সংস্থা সোশ্যাল মিডিয়া পোস্টে জানায়, ‘ভারতীয় সিনেমার শাহেনশাকে স্বাগতম। ‘থালাইভার ১৭০-এ’ থাকছেন অমিতাভ বচ্চন। প্রতিভায় ভরপুর অমিতাভ বচ্চন আমাদের টিমে যোগ দেওয়ায় আমরা নতুন উচ্চতায় পৌঁছালাম’।
‘হাম’ ছবিতেই শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল দুই মেগাস্টারকে। দীর্ঘ তিন দশকে একসঙ্গে কাজ না করলেও তাঁদের বন্ধুত্ব ছিল অটুট। রজনীকান্তের কাজের প্রশংসায় হামেশাই পঞ্চমুখ অমিতাভ। এমনকি রোবট ছবির সাংবাদিক বৈঠকেও সামিল হয়েছিলেন বিগ বি। এই ছবিতে রজনীকান্তের নায়িকা ছিলেন বচ্চন-বধূ ঐশ্বর্য রাই বচ্চন। ‘অন্ধা কানুন’ (১৯৮৩), ‘গ্রেফতার’ (১৯৮৫) এবং ‘হাম' (১৯৯১) ছবিতে এর আগে একসঙ্গে কাজ করেছেন দুজনে।
এখনও ঠিক হয়নি ‘জয় ভীম’ পরিচালক টিজে জ্ঞানভেলের নতুন ছবির নাম। রজনীকান্তের কেরিয়ারের ১৭০তম ছবি এটি। সেইসূত্রেই আপতত ছবির ওয়ার্কিং টাইটেল ‘থালাইভার ১৭০’। ৭২ বছর বয়সী রজনীকান্ত তিরুবনন্তপুরম উড়ে যাওয়ার আগে চেন্নাই এয়ারপোর্টে সাংবাদিকদের জানান, ‘আমি কেরিয়ারের ১৭০তম ছবিটি পরিচালক জ্ঞানভেল এবং লাইকা প্রোডাকশনের সঙ্গে করছি, এটা পুরোদস্তুর বিনোদনমূলক একটা ছবি। তবে এর মধ্যে জরুরি সামাজিক বার্তাও থাকবে’।
এই তামিল ছবির সঙ্গীতের দায়িত্বভার সামলাবেন ‘জওয়ান’-এর কম্পোজার অনিরুদ্ধ রবিচন্দর। এই ছবিতে অমিতাভ-রজনীকান্ত ছাড়াও দেখা মিলবে রানা দগ্গুবতি, ফাহাদ ফাসিলের মতো নামী তারকাদের। সঙ্গে থাকছেন, মঞ্জু ওয়ারিয়ার, ঋত্বিকা সিং।
বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে রজনীকান্তের শেষ রিলিজ ‘জেলর’। তামান্না-রজনী ‘কাভালা’ গানে নেচেছে গোটা দেশ। এই ছবির সাফল্যে বেজায় উত্তেজিত রজনীকান্ত। ৭২ বছর বয়সেও দাপটের সঙ্গে নায়কের ভূমিকায় অভিনয় করে চলেছেন তিনি। সত্যি! এটা বোধহয় শুধু থালাইভার পক্ষেই সম্ভব।
বক্স অফিসে গত বছর সাড়া ফেলেছিল অমিতাভের ‘ব্রহ্মাস্ত্র’। তবে এই ছবির প্রচার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন বিগ বি। করণের সঙ্গে তাঁর মনোমালিন্যের গুঞ্জনও ইতিউতি শোনা গিয়েছে। তাঁর পরবর্তী দুই রিলিজ গুডবাই এবং উঁচাই দাগ কাটতে ব্যর্থ হয়। আগামিতে তাঁকে দেখা যাবে ‘গণপথ’ এবং ‘কালকি ২৮৯৮’ ছবিতে।