বাংলা নিউজ > বায়োস্কোপ > Animal Ticket Price: বিতর্কের মাঝে হুড়মুড়িয়ে কমানো হল টিকিটের দাম, মাত্র ১০০ টাকাতেই এখন দেখুন অ্যানিম্যাল!

Animal Ticket Price: বিতর্কের মাঝে হুড়মুড়িয়ে কমানো হল টিকিটের দাম, মাত্র ১০০ টাকাতেই এখন দেখুন অ্যানিম্যাল!

মাত্র ১০০ টাকাতেই এখন দেখুন অ্যানিম্যাল!

Animal Ticket Price: এক ধাক্কায় বিপুল সস্তা অ্যানিম্যাল ছবির টিকিটের দাম! এখন মাত্র ১০০ টাকাতেই কেনা যাবে ছবির টিকিট!

বক্স অফিসে এক মাসের পরও গর্জে চলেছে অ্যানিম্যাল। শত বিতর্ক, বিরূপ মন্তব্য, নতুন ছবির রিলিজ কিছুই থামাতে পারেনি সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত ছবির আয়কে। এদিকে দেখতে দেখতে রেকর্ড ভেঙে ভারতীয় বক্স অফিসে ৫৫০ কোটি টপকে গিয়েছে এই ছবি। আর তারপরই দুর্দান্ত ঘোষণা করা হল ছবির নির্মাতাদের তরফে। এখন মাত্র ১০০ টাকাতেই কেনা যাবে অ্যানিম্যাল ছবির টিকিট।

১০০ টাকায় অ্যানিম্যাল ছবির টিকিট!

এদিন অ্যানিম্যাল ছবির যে পেজ আছে এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে ঘোষণা করে লেখা হয় 'আপনার পছন্দের ব্লকবাস্টার দেখুন এখন মাত্র ১০০ টাকায়।' তারপরই অ্যানিম্যাল ছবির একটি পোস্টার দিয়ে সেখানেও এই একই তথ্য দেওয়া হয়। যদিও এখানে যে কিছু শর্তাবলী আরোপিত আছে সেটা বলাই বাহুল্য।

আরও পড়ুন: ‘শোলের লেখক জাভেদ আখতারকে ভুয়ো বলছ!’ অ্যানিম্যাল পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার উপর ক্ষুব্ধ নেটপাড়া

আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলে দীপনের গানে মুগ্ধ শ্রেয়া-বিশাল, চমকে গিয়ে সঞ্জয় কেন বললেন, 'সাইজেই খালি ছোট'

এক ব্যক্তি নিজেও এই তথ্য ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। তিনি অ্যানিম্যাল ছবি যে এখন মাত্র ১০০ টাকায় দেখা যাবে সেই কথা ঘোষণা করে লেখেন, 'প্রায় সব জায়গাতেই অ্যানিম্যাল ছবির টিকিটের দাম কমিয়ে ১১২ টাকা করে দেওয়া হয়েছে। যাঁরা এই ছবি এখনও দেখেননি তাঁদের হলে নিয়ে আসার জন্য ছবির নির্মাতাদের এটা দারুণ সিদ্ধান্ত।'

প্রসঙ্গত কিছুদিন আগেই ধুমধাম করে অ্যানিম্যাল ছবিটির সাকসেস পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে বসেছিল চাঁদের হাট। বর্তমানে এই ছবিটি শাহরুখ খানের জওয়ান ছবিটির ঠিক পরেই রয়েছে আয়ের নিরিখে। এটা বর্তমানে বলিউডের সর্বকালের দ্বিতীয় সব থেকে বেশি ব্যবসা করা ছবি। পাঠান ছবির রেকর্ড ভেঙে এটি এখন দুই নম্বর স্থানে আছে।

অ্যানিম্যাল বক্স অফিস

সোমবার এই ছবিটি বক্স অফিসে মাত্র ৩৫ লাখ টাকা আয় করেছে। এখন প্রায় শেষের পথে এই ছবির ব্যবসা। তাই সেটাকে ঘুরে দাঁড় করানোর জন্য যে এই টিকিটের দাম কমানো ছবির নির্মাতাদের শেষ চেষ্টা বলা যায়। সোমবারের এই ৩৫ লাখ টাকা আয়ের পর অ্যানিম্যাল ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৫৫০.৮৫ কোটি টাকায়।

আরও পড়ুন: আকাশে ওড়ার জন্য প্রস্তুত হৃতিক-দীপিকা, ফাইটারের নতুন গান ‘হীর আসমানি’তে রয়েছে দেশাত্মবোধের ছোঁয়া

অ্যানিম্যাল প্রসঙ্গে

প্রসঙ্গত অ্যানিম্যাল ছবিটি ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে বড় পর্দায়। তারপর এই ছবিটি একাধিক বিতর্ক উসকে দিয়েছে। তবুও সেসব কিছুকেই ছাপিয়ে গিয়েছে ছবিটির ব্যবসা। এখানে রণবীর কাপুর ছাড়াও আছেন ববি দেওল, রশ্মিকা মন্দানা, অনিল কাপুর, তৃপ্তি দিমরি, প্রমুখ।

বায়োস্কোপ খবর

Latest News

চন্দ্রগ্রহণের পরে পরেই রাহুর সংযোগ! মেষ থেকে মীনের জীবনে কেমন প্রভাব পড়বে লক্ষ্য টেস্টে ফেরা, চোট সারিয়ে দলীপ ট্রফির ৩য় রাউন্ডের লড়াইয়ে সূর্যকুমার যাদব CJI চন্দ্রচূড়ের বাসভবনে গণেশ পুজোয় যাওয় নিয়ে বিতর্ক, অবশেষে মুখ খুললেন মোদী খোদ রাতের হ্যাংওভার কাটাতে সকালে খেতে হবে পেট ভরে জল! এবার প্রমাণিত গবেষণায় এড শিরানকে ঝুঁকে করেন নমস্কার! সেই অরিজিৎই বিরক্ত হল, যখন শ্রোতা মঞ্চে রাখল… ওমরের সঙ্গে জোট বেঁধে কাশ্মীরে লড়ছে কংগ্রেস, তবে ৩৭০ ধারা নিয়ে 'নীরব' হাত শিবির পুলিশ কমিশনার বদলের কয়েক ঘণ্টার মধ্যে কলকাতায় পুলিশকর্মীকে ঘিরে ধরে মার সম্পদের দেবতা শুক্র সরে গিয়েছেন, সকলের জীবন এধার ওধার পুরো! ‘অমানুষিক কাজের চাপে মৃত্যু EY-র ২৬ বছরের তরুণীর’, শেষকৃত্যে এল না অফিসের একজনও! জুনিয়র ডাক্তারদের খলিস্তানি জঙ্গি ভিন্দ্রানওয়ালের সাথে তুলনা,বিস্ফোরক TMC সাংসদ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.