বিগ বস ১৭ -এ অংশ নিয়েছিলেন দুজনেই। আর এই রিয়েলিটি শোতে এই বাস্তবের জুটির অশান্তি পৌঁছেছিল চরমে। রোজ রোজ তাঁদের অশান্তি, ঝগড়া লেগেই থাকত, হয়েছে হাতাহাতি। কথা উঠেছে ডিভোর্সের। অনেকেই ভেবেছিলেন বুঝি তাঁদের এই সম্পর্কটা আর টিকল না। কিন্তু না, বিগ বস শেষ হতেই দর্শক এবং অনুরাগীদের সেই ভুল ভাঙলেন খোদ অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈন। ভ্যালেন্টাইন্স ডের আগে একে অন্যকে নিয়ে কুইজ জানালেন তাঁরা?
ভ্যালেন্টাইন্স ডেতে সম্পর্ক নিয়ে অকপট অঙ্কিতা এবং ভিকি
অঙ্কিতা ভিকি জৈনকে কী বলে ডাকেন জানেন? ভিকু, বিকা বা ছোটু। কখনও সখনও গোলা, পিল্লু বা দুদু বলেও ডাকেন। অন্যদিকে তাঁর বর তাঁকে আদর করে ডাকে মাঙ্কু বলে। ২০২১ সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এদিন তাঁরা HT City -কে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজেদের সম্পর্কের কথা জানিয়ে বলেন কী কী?
আরও পড়ুন: 'খালি ভালো নয়, আমি সেরা চুমু খাই', দর্শকদের ভুল শুধরে বুক ফুলিয়ে দাবি ইমরানের
আরও পড়ুন: ভ্যালেন্টাইন্স ডেতে সৃজিতের উপহার ভালোবাসার গান, মোনালির কণ্ঠে 'সাইয়া বেইমান' যেন মন খারাপির সুর
নিজেদের সম্পর্ক এবং ঝগড়া নিয়ে এদিন অঙ্কিতা বলেন, ‘যাঁরা আদর্শ জুটি হন তাঁদের ঝগড়া হয় না? নাকি যাঁদের ঝগড়া হয় না তাঁরাই আদর্শ? বিগ বসে আমাদের খেলার জন্য ঝগড়া হলেও বাস্তবে আমরা একেবারেই তেমন নই। আমার ওর সঙ্গে ঝগড়া করতে ভালো লাগে না।’
অন্যদিকে ভিকি তাঁদের সম্পর্ক নিয়ে বলেন, 'আমাদের দেখা হয় এবং প্রেমে পড়ি। অনেকেই প্রথম থেকে আমাদের নিয়ে অনেক কিছু বলেছেন। কিন্তু ভালোবাসার প্রধান গুণ কী জানেন? সব কিছু ভালো করে দেয়। আর সবিয়া সেটা দেখতেও পায়। যাঁরা ঝগড়া করেন তাঁরাও একে অন্যকে ভালোবাসেন। আমরা আমাদের ভালোবাসার জন্য লড়াই করেছি। মানুষ কী ভাবল তাতে কিছু আসে যায় না। আমরা জানি আমাদের সম্পর্ক কেমন।' উত্তরে অঙ্কিতা বলেন, 'মানুষ বসেই থাকে পাবলিক ফিগারদের জীবন নিয়ে সমালোচনা করার জন্য। ওরা আমাদের সম্পর্ক নিয়ে এমন অনেক কিছু বলেছে যা ভুল, বাজে, আমাদের খারাপ লেগেছে সেগুলো। খুবই কষ্ট পেয়েছে। আমরা আমাদের মতো করে ভালো আছি, নিজেদের জীবন কাটাচ্ছি। কেউ কখন চায় আলাদা হতে? আমাদের ভালোবাসা আছে এবং থাকবে। কিন্তু কোথায় কী বলতে হয় সেটা আমাদের শিখতে হবে এবং বুঝে বলতে হবে।'
আরও পড়ুন: হলুদ পঞ্জাবি পরে স্ত্রীকে পাশে নিয়ে বাগদেবীর আরাধনা সৌরভের, শুভেচ্ছা বার্তায় কী জানালেন?
আরও পড়ুন: আজকালকার ভালোবাসার ধরন দেবলীনার অপছন্দের? বললেন, 'সবটাই শরীর সর্বস্ব, রোম্যান্সের সারল্য...'
অঙ্কিতা একই সঙ্গে জানান তাঁরা প্রিয় বন্ধু। তবে আবার টম অ্যান্ড জেরির মতো খুনসুটি করেন। তাঁর মতে ভালোবাসা, সম্পর্কে ঝগড়া, ঝামেলা তো হবেই। নইলে সম্পর্কটা তো ম্যাড়ম্যাড়ে হয়ে যাবে! এইবারের এই বিশেষ দিনে অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডেতে তাঁদের উদ্দেশ্য একটাই, একে অন্যের সঙ্গে সময় কাটানো।