ভালোবেসেই বিয়ে করেছিলেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়কে। কিন্তু বেশ কিছু বছর আগে থেকেই তাঁরা আলাদা। না, ডিভোর্স হয়নি, তবে যে যাঁর মতো আলাদা থাকেন। কিন্তু আলাদা থাকলেও কি আর মন থেকে মুছে ফেলা যায় একটা মানুষকে? হয়তো না। আর সেই জন্যই তথাগতকে কখনই সেই অর্থে ভুলতে পারেননি দেবলীনা দত্ত। হয়তো বা ভুলতে চাননি। নানা সময়, তাঁর নানা সাক্ষাৎকারে উঠে এসেছে স্বামীর কথা। ভ্যালেন্টাইন্স ডে তথা সরস্বতী পুজোর দিন প্রেম এবং সম্পর্ক নিয়ে কী জানালেন তিনি?
প্রেম নিয়ে দেবলীনার মত
তথাগত মুখোপাধ্যায়কে ভালোবাসার জন্য তাঁকে তাঁর প্রয়োজন নয় বলেই জানিয়েছেন অভিনেত্রী। টিভি৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'আমি তথাগতকে ভালোবাসি, আর ওকে ভালোবাসার জন্য আমার ওকেই প্রয়োজন সেটা নয়।' তবে সম্পর্কে আঘাত পেলে তিনি সেটা থেকে চট করে মুভ অন করে যেতে পারেন না বলেই জানিয়েছেন। এমনকি তাঁকে নিয়মিত মনোচিকিৎসকের সাহায্য নিতে হয় বলে জানান দেবলীনা। এছাড়া শোনেন রবি ঠাকুরের গান, পড়েন স্পিরিচুয়াল গুরু ওশোর বই।
সরস্বতী পুজোর প্রেম নিয়ে কী জানালেন দেবলীনা?
সরস্বতী মানেই দেবলীনার কাছে আরও পাঁচজন বাঙালির মতোই ভ্যালেন্টাইন্স ডে। অভিনেত্রীর কথায়, 'স্কুলে পড়াকালীন সরস্বতী পুজোটাই ছিল আমার ভ্যালেন্টাইন্স ডে। হাইস্কুলের সব ছেলেমেয়েরা দারুণ সাজগোজ করে আসত। হাইস্কুল রোম্যান্সের পিক এজ যাকে বলে আর কী! বাড়ি থেকেও অনেকে ছাড় পেত। বড়দের চোখ এড়িয়ে সকলে এই পুজোটা উপভোগ করত।' তবে এখন ভালোবাসার সংজ্ঞা পাল্টেছে বলেই মনে করেন দেবলীনা। বললেন, 'এখন সবকিছুই শরীর সর্বস্ব হয়ে গিয়েছে। রোম্যান্সের পবিত্রতা বা সাফল্য হারিয়ে যাচ্ছে। এটার মূল কারণ মোবাইল ফোন।'
আরও পড়ুন: ভরাডুবি হয়েছিল কুরবানের, এবার মির্জা মুক্তির আগেই কিডনি বেচতে চাইলেন অঙ্কুশ! কেন?
আরও পড়ুন: ফের গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ, এবার কি সত্যিই রাজনীতিকে বিদায় জানাচ্ছেন মিমি?
প্রথম প্রেম নিয়ে কী বললেন দেবলীনা?
ক্লাস টেনে পড়াকালীন প্রথমবার প্রেমে পড়েন অভিনেত্রী, তাও তাঁর দাদুর টিউশনে। বাড়ি থেকে সকলে মেনে নিলেও সেই সম্পর্ক টেকেনি। অতীতের দিকে ফিরে তাকিয়ে এই বিশেষ দিনে দেবলীনা বললেন, 'মানুষটা আমার অতীত হলেও প্রেমটা আমি ভুলিনি। মানুষ হারিয়ে যায়, ফিকে হয়। সময় নয়। ওটাই মনে থেকে।'