বিগ বস হাউজে আসার পর থেকে মোটেই ভালো যাচ্ছে না অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈনের সম্পর্কটা। তাঁদের বৈবাহিক জীবনে একাধিক অশান্তি, ঝামেলা মাথাচাড়া দিয়ে উঠেছে। তাঁদের এই হাউজে মাঝে মধ্যেই নানা ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তেও দেখা যাচ্ছে। বর্তমানে এই ভিডিয়ো ভাইরাল হয়েছে এই শোয়ের যেখানে অঙ্কিতা রীতিমত আফসোস করছেন ভিকিকে বিয়ে করে। একই সঙ্গে বরের সঙ্গে মান্নারা চোপড়ার ঘনিষ্ঠতা নিয়েও কথা বলেছেন তিনি।
ভিকিকে বিয়ে করে ভুল করেছেন অঙ্কিতা?
এদিন এই ভাইরাল ভিডিয়োতে দেখা যায় অঙ্কিতা ক্ষিপ্ত ভাবে ভিকিকে বলছেন, 'মান্নারা আচমকাই তোমার জীবনে চলে এল তাই না? তুমি ওকে পছন্দ করো? কথা বলতে ভালো লাগে তাই না? তাহলে যাও তাই করো।' কিন্তু বউ যতই চেঁচাক না কেন, ভিকি স্পষ্ট ভাবে জানিয়ে দেন তিনি অকারণ এসব করছেন। এবং একই সঙ্গে তাঁকে তাঁর বন্ধুদের থেকে দূরে করার দেওয়ার জন্যও দায়ী করেন।
আরও পড়ুন: ‘শোলের লেখক জাভেদ আখতারকে ভুয়ো বলছ!’ অ্যানিম্যাল পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার উপর ক্ষুব্ধ নেটপাড়া
আরও পড়ুন: বইমেলার আগেই বিষাদের ছোঁয়া! আর প্রকাশিত হবে না জয় গোস্বামীর কবিতা, ৫০ বছর পূর্তিতে ঘোষণা কবির
এরপর রান্নাঘরে অঙ্কিতা রীতিমত ভিকিকে ধাক্কা মারার হুমকি দেন। ভিকি তখন অভিনেত্রীকে খোঁচা দিয়ে বলেন, 'এই জন্যই শিক্ষা জরুরি।' বরের খোঁচা খেয়ে আরও রেগে গিয়ে অঙ্কিতা বলেন, 'যাও না যাও, নিজের জন্য একটা শিক্ষিত মহিলা খুঁজে নাও।' তারপরই তিনি আকার ইঙ্গিতে বলেন যে তিনি ভিকিকে বিয়ে করে ভুল করেছেন। তাঁর এক সিদ্ধান্তটা ভুল ছিল।
এরপর স্ত্রীকে আর কিছু না বলে অঙ্কিতকে মাঝে রেখে খোঁচা মেরে ভিকি বলেন, 'কোন সিদ্ধান্তটা জীবনে ঠিকঠাক নিয়েছ?' ভিকির এই কথায় কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যান অঙ্কিতা। পরে তাঁকে কাঁদতে কাঁদতে বলতে শোনা যায়, 'আমার সব শেষ হয়ে গেল।' অন্য দিকে ভিকি রাগ দেখিয়ে বলেন, 'আমি বিয়ে করেছি, তোর গোলাম নই যে সব শুনব।'
ফলে বিগ বস হাউজ যে জমে উঠেছে সেটা বলাই যায়। কখনও ভিকি মান্নারার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন, কখনও আবার সানা রাইজের সঙ্গে। আর সবটা নিয়ে বারবার সংঘাত বাঁধছে অঙ্কিতা এবং ভিকির। অভিনেত্রীর ভক্তরাও বেশ ক্ষুব্ধ গোটা বিষয়টা নিয়ে।