বাংলা নিউজ > বায়োস্কোপ > Ankita-Sushant: ‘কারও জন্য বিদ্বেষ রাখে না ও’, অঙ্কিতার সঙ্গে কথা হয় সুশান্তের বাবার, জানালেন মা

Ankita-Sushant: ‘কারও জন্য বিদ্বেষ রাখে না ও’, অঙ্কিতার সঙ্গে কথা হয় সুশান্তের বাবার, জানালেন মা

Ankita Lokhande was in a relationship with the late Sushant Singh Rajput until 2016.

মেয়ের মুখে বারবার সুশান্তের নাম। কী বলছেন অঙ্কিতার মা বন্দনা লোখান্ডে?

বিগ বস ১৭-এর প্রতিযোগী অঙ্কিতা লোখান্ডে ক্রমশ জায়গা করে নিচ্ছেন সংবাদের শিরোনামে। কখনও স্বামী ভিকি জৈনর সঙ্গে ঝগড়া করে, তো কখনও আবার প্রাক্তন প্রেমিক, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে চর্চা করে। অনেকেই সমালোচনা করছেন অঙ্কিতার এভাবে বারবার সুশান্তের নাম মুখে নেওয়া নিয়ে। এমনকী পারিবারিক সপ্তাহে যখন অঙ্কিতার মা এসেছিলেন বিগ বসের ঘরে, তখনও মেয়েকে সাবধান করেছিলেন বারবার অতীত নিয়ে যাতে সে চর্চা না করে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বন্দনা জানান, অঙ্কিতা কীভাবে প্রয়াত অভিনেতাকে 'সত্যিই ভালোবাসতেন'। সঙ্গে জানালেন অঙ্কিতা এখনও সুশান্তের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন। এমনকী সুশান্তের বাবার সঙ্গেও কখনও কখনও কথা হয় তাঁর। 

সুশান্তের পরিবারের সঙ্গে অঙ্কিতার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে বন্দনা লোখান্ডে জানান, 'একদমই আছে। রানী দিদি ওকে ফোন করে। পাপা-র সঙ্গে কথা হয়, আর কি চাই! ও সম্পর্ক তৈরি করলে তা কখনও ছাড়ে না। ও সম্পর্ক তৈরি করলে তার জন্য জান লড়িয়ে দিতে পারে... নিজের মনে কখনও কারও জন্য বিদ্বেষ রাখে না 

অঙ্কিতার মা আরও বলেছেন যে, তাঁর মেয়ে সুশান্ত সিং রাজপুতকে খুব ভালোবাসতেন। তিনি তাদের সঙ্গে থাকার কথাও স্মরণ করেছিলেন। বিগ বস ১৭-তে তাঁর মেয়ের মুখে সুশান্ত সিং রাজপুতের প্রসঙ্গ ওঠাতেও রয়েছে তাঁর সমর্থন। বলেন, ‘সুশান্তের নামে ও সবসময় ভালো কথাই বলে’। 

বন্দনা আরও বলেন, ‘সুশান্ত সিং রাজপুতের ব্যাপারে কিন্তু অঙ্কিতা নিজে থেকে আগ বাড়িয়ে কখনও কিছু বলেনি। কখনও মুনাওয়ার ওকে জিজ্ঞাসা করেছে, তো কখনও অভিষেক। ও সেগুলোরই জবাব দিয়েছে। আর সবসময় সত্যি কথা বলেছে। কখনও নিন্দে করেনি। কখনও ওর মুখে সুশান্তের নিন্দে শুনিনি। মা হিসেবে কখনও কখনও আমি রেগে যেতাম। আর ও আমাকে ঠান্ডা করার জন্য বলত, ‘মা বোলো না’।’

সম্প্রতি অঙ্কিতার শাশুড়ি এবিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, তিনি বিশ্বাস করেন যে অঙ্কিতা জনসাধারণের সহানুভূতি অর্জনের জন্য তাঁর প্রাক্তন প্রেমিক সুশান্তের নাম ব্যবহার করেন। অঙ্কিতা এবং সুশান্ত টিভি শো পবিত্র রিস্তার সেটে করেছিলেন বন্ধুত্ব। তারপর প্রেম। এবং বিচ্ছেদের আগে দীর্ঘ সময় ধরে ছিলেন লিভ ইনে। ২০২০ সালের জুন মাসে মুম্বইয়ের বাড়িতে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার যায়। অঙ্কিতা ২০২১ সালের ডিসেম্বরে ব্যবসায়ী ভিকি জৈনকে বিয়ে করেছিলেন।

বায়োস্কোপ খবর

Latest News

‘‌জল ঢুকেছে আমার বাড়িতেও’‌, বন্যা দুর্গতদের পাশে নিয়ে কালীঘাটের কথা মমতার মুখে ‘খেলার খুশি,তবে স্ট্রাইকারদের গোল করতে হবে’! বলছেন মোলিনা!রেফারি নিয়ে অখুশি দিমি গম্ভীরের কোচিংয়ে সাফল্য পাবে টিম ইন্ডিয়া- গৌতিকে নিয়ে দ্রাবিড়ের ভবিষ্যদ্বাণী অস্ত্রোপচারের দু'সপ্তাহ পরই ৩৩ বছরের আমলার মৃত্যু, কারণ খুঁজতে শুরু তদন্ত ২০১২ সালে উদ্ধার হয় বোনের কঙ্কাল! নৃশংস সেই হত্যার কথা আজও দিদিকে বলেননি বিজয়েতা আগামিকাল কি কোনও সুখবর আনবে? কালকের কথা আজই জানুন, রইল ২০ সেপ্টেম্বরের রাশিফল কলকাতা হাইকোর্টে জামিন পেলেন কলতান, আদালতের দৌলতে জুটল রক্ষাকবচ অযোধ্যা নয়, রাম মন্দির দেখতে পাবেন হুগলিতেই! দুর্গাপুজোয় আসতে চলেছে বিশাল চমক ‘ভয়ংকর সুন্দর’, সাদা সিংহের সঙ্গে মহিলার ভালোবাসার ভিডিয়ো দেখে হতবাক নেটিজেনরা ২৩৫ বলে অপরাজিত ১২২ রান! অংশুলের আগুনে বোলিংয়ের সামনে রুখে দাঁড়ালেন শাশ্বত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.