বড়দিনের ছুটিতে বিশেষ করে তুলতে সিনেমা হলে যেন ছবির মেলা বসেছে। দর্শকদের অবস্থা কোনটা ছেড়ে কোনটা দেখি। একদিকে যেমন আছে শাহরুখ খানের ডাঙ্কি আর প্রভাসের সালার তেমনই অন্যদিকে বাংলায় আসছে কাবুলিওয়ালা এবং প্রধান। বক্স অফিসে টক্কর জমবে কাঁটায় কাঁটায়। তার আগেই দুই বাংলা ছবির জন্য বিশেষ বার্তা দিলেন অঙ্কুশ হাজরা।
প্রধান-কাবুলিওয়ালা নিয়ে কী লিখলেন অঙ্কুশ?
২১ ডিসেম্বর প্রিমিয়ার হচ্ছে কাবুলিওয়ালার, অন্যদিক ২২ ডিসেম্বর প্রিমিয়ার হবে প্রধানের। ইতিমধ্যেই হলে এসে গিয়েছে ডাঙ্কি আর সালার। ফলে বক্স অফিসে এখন কেমন টক্কর জমবে বোঝাই যাচ্ছে। তার মধ্যেই অঙ্কুশ এই দুই বাংলা ছবিকে নিয়ে বিশেষ মনোভাব ব্যাখ্যা করলেন। জানালেন তিনি যতই প্রিমিয়ারের টিকিট পান না কেন, সেই টিকিটে তিনি ছবি দেখবেন না। অভিনেতা এদিন তাঁর পোস্টে লেখেন, 'অনেক অনেক শুভকামনা রইল এই দুটো অসাধারণ বাংলা ছবির জন্যে। এই দুটো ছবি আমি প্রিমিয়ারে না, নিজের পকেটের টাকা খরচা করে সিনেমা হলে দর্শকদের মাঝে বসে দেখব। আসলে আমরা বাংলার সেলিব্রিটিরাও বেশিরভাগ পকেটের টাকাটা অন্য ভাষার ছবির জন্যে খরচা করি, কারণ বাংলা ছবিগুলোতে প্রিমিয়ারের ডাক পড়ে, তো তাই ফ্রিতেই দেখা হয়ে যায়।'
তারপর তিনি ডাঙ্কির প্রসঙ্গ টেনে এনে লেখেন, 'অন্যদিকে রাজকুমার হিরানি, শাহরুখ খান, প্রভাসের কাজ যখন পয়সা খরচ করে দেখতে যাব তখন দেব, মিঠুন চক্রবর্তী, সোহম, মমতা শঙ্কর, পরাণ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ, অভিজিতের ছবিও টাকা খরচ করেই দেখব। আমার সকল প্রিয় মানুষগুলোকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।' তিনি তাঁর পোস্টের সঙ্গে দুই ছবির পোস্টার শেয়ার করেছেন।
কে কী বলছেন?
অনেকেই অঙ্কুশের এই পোস্টে তাঁকে বাহবা দিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'তোমার এই গুণটা খুব ভালো লাগে দাদা। অন্যের কাজকে তুমি এভাবেই সাপোর্ট করো।' আরেকজন লেখেন, 'দারুণ বলেছ দাদা কথাটা।' কেউ আবার লেখেন, 'আপনার মির্জার জন্য অপেক্ষা করে আছি। জলদি সেই ছবিকে নিয়ে আসুন।'