আলিয়ার সঙ্গে ছবি শেয়ার করলেন অনুপম খের। সিদ্ধার্থ কিয়ারার মুম্বইয়ের রিসেপশন তাঁদের দেখা হয়েছিল। সেখানেই আলিয়া অনুপমের কাঁধে হাত রেখে একটি ছবি তোলেন। ছবিতে তাঁদের দুজনকেই হাসতে দেখা যাচ্ছে। সোমবার এই ছবি ইনস্টাগ্রামে একটি মিষ্টি ক্যাপশন দিয়ে পোস্ট করেন অভিনেতা।
আলিয়াকে অনুপম জন্মগত অভিনেত্রী হিসেবে আখ্যা দেন। যখন অ্যাক্টিং স্কুলে ছিলেন আলিয়া তখনকার কথা মনে করে তিনি আলিয়াকে জন্মগত অভিনেত্রী বলেন।
আলিয়ার সঙ্গে অনুপমকে এই ছবি পোস্ট করতে দেখেই ভক্তরা বেশ মজা পেয়েছেন। তাঁরা জানান যে কঙ্গনার প্রতিক্রিয়া কী এই ছবি দেখে সেটা তাঁর জানতে চান। অনুপম আলিয়ার প্রশংসা করছেন, আর সেখানে কঙ্গনার প্রতিক্রিয়া না জানলে হয়! বিশেষ করে যেখানে সবাই জানেন যে সুযোগ পেলেই কঙ্গনা আলিয়াকে বিদ্রুপ করতে ছাড়েন না।
অনুপম এই ছবির ক্যাপশনে লেখেন, 'আদরের আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানির রিসেপশনে বহুদিন পর তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগল। তুমি যখন স্কুলে পড়াশোনা করতে সেই সময়কার স্মৃতি মনে করে আমাদের যে কথোপকথন হল সেটা খুব ভালো লাগল। তুমি মনে করিয়ে দিলে কীভাবে সেই সময় আমি তোমার সঙ্গে মজা করতাম। তোমায় তখন আমি জন্মগত অভিনেত্রী বলে খ্যাপাতাম। তোমার কাজ আমার খুব ভালো লাগে। বিশেষ করে গাঙ্গুবাই কাঠিয়াওয়াডিতে দারুণ কাজ করেছ। অনেক ভালোবাসা আর শুভকামনা রইল।'
অনুপমের একটি অভিনয়ের স্কুল আছে। সেই স্কুলটির নাম অ্যাক্টর প্রিপেয়ারস। এখানে বহু তারকারা নিজেদের গ্রুম করেছেন, ট্রেনিং নেন। দীপিকা পাড়ুকোন, বরুণ ধাওয়ান এই স্কুলের ছাত্র ছিলেন।
অনুপম এই ছবিটি পোস্ট করার পরই অনেকেই বেশ মজা পেয়েছেন। তাঁদের মুখে একজনকে নিয়েই প্রশ্ন, কঙ্গনা রানাওয়াত। এই ক্যাপশন পড়ার পর এক ব্যক্তি লেখেন, 'কেউ দেখুন প্লিজ কঙ্গনা ঠিক আছেন তো?' আরেক ব্যক্তি লেখেন, 'কঙ্গনার প্রতিক্রিয়া জানার জন্য তর সইছে না। অনুপম আপনি কিন্তু পরবর্তী টার্গেট।' আরেক ব্যক্তি লেখেন, 'এ বাবা, কঙ্গনা এবার ওঁকেও আক্রমণ করবে। ও আলিয়াকে যা হিংসা করে!'
তবে ভক্তরা মজা করে যাই বলুন না কেন, আদতে কিন্তু কঙ্গনার সঙ্গে অনুপমের একটি বেশ ভালো সম্পর্ক আছে। কঙ্গনার আগামী ছবি এমারজেন্সিতে অভিনেতাকে দেখা যেতে চলেছে একটি মুখ্য ভূমিকায়। তাঁদের এই ছবির শ্যুটিং কিছুদিন আগেই শেষ হল।
তবে একদিকে কঙ্গনা যেমন সুযোগ পেলেই আলিয়াকে বিদ্রুপ করতে, ব্যঙ্গ করতে ছাড়েন না তেমনই অন্যদিকে আলিয়া কিন্তু প্রকাশ্যে তাঁকে নিয়ে কিছুই বলেন না। উল্টে তাঁর আগের কিছু সাক্ষাৎকারে অভিনেত্রীর বেশ প্রশংসাই করেছিলেন আলিয়া। এই তো কিছুদিন আগেই নাম না করে আলিয়া এবং রণবীরকে আক্রমণ করেছিলেন পর্দার ইন্দিরা গান্ধী। রণবীরকে ক্যাসানোভা বলেও আখ্যা দেন তিনি। তবে তাঁর সেই পোস্টে তিনি নাম না নিলেও এমন একাধিক তথ্য দেন তাঁদের ব্যক্তিগত জীবনের ব্যাপারে যে কারও বুঝতে নাকি থাকে না যে কঙ্গনা আদতে কাদের নিয়ে এই পোস্টে কথা বলছেন।
সেই পোস্টে কঙ্গনা রণবীর এবং আলিয়ার বিরুদ্ধে অভিযোগ করেন যে তাঁরা নাকি ওঁর উপর নজরদারি চালাচ্ছেন। টাকা দিয়ে লোক রেখেছেন। তিনি কী করছেন না করছেন সেটা পাপারাৎজিদের কানে পৌঁছে দিচ্ছেন।