রাত জেগে ঠাকুর দেখায় যেমন মেতে উঠেছে আমজনতা, তেমনই ঠাকুর দেখার আনন্দে সামিল হয়েছেন তারকারাও। প্রেমিকের হাত ধরে, ভালোবাসায় মাখামাখি হয়ে রাত জেগে ঠাকুর দেখলেন বাংলার এক নম্বর খল নায়িকা মিশকা। গত কয়েক মাস ধরেই টিআরপি তালিকায় দুর্দান্ত ফল করে চলেছে ‘অনুরাগের ছোঁয়া’। বেশিরভাগ সপ্তাহেই বেঙ্গল টপার স্টার জলসার এই ধারাবাহিক। আর এই সিরিয়াল দিয়েই মিশকা হিসেবে বাংলার ঘরে ঘরে মানুষের মন জয় করে নিয়েছেন অহনা দত্ত।
সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় অহনা। খুব ছোট বয়সেই অবশ্য খ্যাতি এসেছিল ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শো-তে অংশ নিয়ে। যদিও বর্তমানে কাজের পাশাপাশি তিনি আলোচনায় আসেন প্রেমিক দীপঙ্কর দে-র সঙ্গে সম্পর্ক নিয়ে। কদিন আগেই অহনার মা সামাজিক মাধ্যমে লিখে জানিয়ে দেন, মেয়ের সঙ্গে দীপঙ্করের প্রেমে সায় নেই তাঁর। শুধু তাই নয়, জানান, তিনি এই সম্পর্কে মত না দেওয়ায় নিজের মেয়েই সম্পর্ক রাখে না মায়ের সঙ্গে। সঙ্গে ‘ঘর ভাঙানি’ তকমাও জুড়ে দেন অহনার সঙ্গে।
যদিও এসব বিতর্কে মন খারাপ করতে রাজি নন পর্দার মিশকা। বরং দীপঙ্করের সঙ্গে প্রথম পুজো কাটাতে চান আনন্দ করে। দীপঙ্করের বুকে মাথা রেখে ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখলেন, ‘‘সব ক্লান্তির অবসান ঘটে যখন ১৪ ঘণ্টা কাজ করার পরেও প্রিয় মানুষ টা বলে ‘চল সারারাত ঠাকুর দেখব’!’’
অহনা এর আগে জানিয়েছিলেন ভিড়ভাট্টায় ঠাকুর দেখা একেবারেই পছন্দ করেন না দীপঙ্কর। তবে অহনা আবার প্যান্ডেল হপিং নিয়ে পাগল। তাই প্রেমিকার ইচ্ছে রাখতে সেটাও করেন। অভিনেত্রীর কথায়, ‘আমার চক্করে পড়ে শ্রীভূমির ঠাকুর দেখেছে আগেরবার ৩ ঘণ্টা লাইন দিয়ে, ঘামতে ঘামতে। কিছু বলেনি যদিও, চুপচাপ ছিল। আর এবারে প্রেম করছি বলে ছেড়ে দেব, তা হবে না। ও নিজেও ইচ্ছুক আমার সঙ্গে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা নিয়ে।’
অহনা আর দীপঙ্করের ভালোবাসার রিল প্রায়ই ভাইরাল হয় সোশ্যালে। একে-অপরের প্রেমে যে ডুবে আছেন পুরোপুরি তা বুঝতে সমস্যা হয় না কারও। অহনাও চান, মা জলদি সম্মতি দিন তাঁদের সম্পর্কে। তাঁকে আর দীপঙ্করকে, আপন করে নিন দুজনকেই। অভিনেত্রী বরাবরই বলে এসেছেন, দীপঙ্করের আগের বিয়ে ভেঙে যাওয়ার অনেক পরে তাঁর জীবনে এসেছেন তিনি। তাই ঘর ভাঙার কোনও প্রশ্নই আসে না।