বাংলা নিউজ > বায়োস্কোপ > Anushka Sharma-Virat Kohli: 'মিসেস কোহলি যে', বিরাটের পদবী ধরেই ডাকা হল অনুষ্কাকে, শুনে…

Anushka Sharma-Virat Kohli: 'মিসেস কোহলি যে', বিরাটের পদবী ধরেই ডাকা হল অনুষ্কাকে, শুনে…

মিসেস কোহলি অনুষ্কা শর্মা

হঠাৎই একজন তাঁকে 'মিসেস কোহলি' বলে ডেকে উঠলেন…। কিন্তু তারপর? অনুষ্কার বদলে 'মিসেস কোহলি' বলে ডাকায় অভিনেত্রী কি রেগে গেলেন? নাহ, রাগ প্রকাশ করেননি, হেসেই ফেলেছিলেন অনুষ্কা। তবে এরপরই কথা না বাড়িয়ে ভিতরে চলে যান অনুষ্কা শর্মা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

হাই স্লিট গাউনে ব্ল্যাক লেডি হয়ে হাজির হয়েছিলেন একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। নিয়ম মতোই অনুষ্ঠানে ঢোকার আগে রেড কার্পেটে ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন অনুষ্কা শর্মা। কালো গাউনের সঙ্গে হালকা মেকআপ আর হীরের নেকলেসে বেশ দেখাচ্ছিল অনুষ্কাকে। তাঁকে ঘিরে ঝলসে উঠছিল পাপারাৎজির ক্যামেরা। অনুষ্কাও হাসি মুখে সকলের অনুরোধ রাখছিলেন। কিন্তু অতিরিক্ত চিৎকার চেঁচামিচিতে কারোর প্রশ্নেরই ঠিক মতো উত্তর দিতে পারছিলেন না। উচ্ছ্বাস দেখে হাসিমুখেই বলে ফেললেন, আস্তে কানে তালা লেগে যাবে তো!

এই পর্যন্ত তো ঠিকই ছিল। হঠাৎই একজন তাঁকে 'মিসেস কোহলি' বলে ডেকে উঠলেন…। কিন্তু তারপর? অনুষ্কার বদলে 'মিসেস কোহলি' বলে ডাকায় অভিনেত্রী কি রেগে গেলেন? নাহ, রাগ প্রকাশ করেননি, হেসেই ফেলেছিলেন অনুষ্কা। তবে এরপরই কথা না বাড়িয়ে ভিতরে চলে যান অনুষ্কা শর্মা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

আরও পড়ুন-বয়স মাত্র ২৬, নতুন গান আসার খবর দিয়ে কেন চলে গেলেন অভিনেত্রী! আত্মহত্যা নাকি…

আরও পড়ুন-সুশান্তকে বলেছিলাম নিজেকে শেষ করো না, ও তো একটিবার আমায় ফোন করতে পারত : স্মৃতি

আরও পড়ুন-বাবা মাত্র ৯ বছর বয়সে লোকের বাড়িতে কাজ করতেন, বলতে লজ্জা পাই না: সুনীল শেট্টি

ভিডিয়োর নিচে বিভিন্ন মন্তব্য করেছেন অনুরাগীরাও। তাঁরাও মা হওয়ার পর অনুষ্কাকে এভাবে ফিরতে দেখে মুগ্ধ। কিন্তু কারোর কারোর প্রশ্ন অনুষ্কা কি ধীরে ধীরে পরিচয় হারাচ্ছেন? বারবারই তাঁর নামে পাশে বড় বেশি জুড়ে যাচ্ছে স্বামী, ক্রিকেট তারকা বিরাটের নাম। এর আগেও বিরাটের সাফল্য ও ব্যর্থতায় বারবার তাঁর সঙ্গে জুড়েছেন স্ত্রী অনুষ্কার নাম। আর আর এবার তাঁর পরিচয়ের সঙ্গে জুড়ে গেল বিরাটের পদবী। যদিও মাতৃত্বকালীন অবসরের পর শীঘ্রই 'চাকদা এক্সপ্রেস'-এর হাত ধরে পর্দায় ফিরছেন অনুষ্কা শর্মা। আপাতত সেই অপেক্ষাতেই রয়েছেন অভিনেত্রীর অনুরাগীরা।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন