বাংলা নিউজ > বায়োস্কোপ > Virat-Anushka: ‘..কাজে আসবে আমার!’, ডেটিংয়ের আগেই বিরাটের কোন গুণ নিয়ে হিসেব কষেছিলেন অনুষ্কা

Virat-Anushka: ‘..কাজে আসবে আমার!’, ডেটিংয়ের আগেই বিরাটের কোন গুণ নিয়ে হিসেব কষেছিলেন অনুষ্কা

কী বলছেন অনুষ্কা?

Anushka-Virat Anniversary: আগুনকে সাক্ষী রেখে ঘোরার ছয় বছর পূর্ণ করে ফেললেন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। কিন্তু ক্রিকেটারের কী দেখে প্রেমে পড়েছিলেন অনুষ্কা?

আগুনকে সাক্ষী রেখে ঘোরার ছয় বছর পূর্ণ করে ফেললেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। তাঁদের প্রেমের শুরুটা ২০১৩ সালে হয়েছিল তাও একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের সেটে। প্রথম আলাপের পরই তাঁরা প্রেমে পড়েন। চার বছর জমিয়ে প্রেম করার পর ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন বিরুষ্কা। ইতালিতে বসেছিল তাঁদের বিবাহ বাসর। আত্মীয়, পরিবার এবং কাছের বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হয় তাঁদের। বিয়ের এই ছয় বছরে সমস্ত ওঠা পড়ায় একে অন্যের পাশে ছিলেন তাঁরা। কিন্তু বিরাটের কোন গুণ দেখে প্রেমে পড়েন নায়িকা?

বিরাটের কোন গুণে মুগ্ধ হন অনুষ্কা?

বলিউডের অন্যতম সেলিব্রিটি জুটি বিরুষ্কা, মাঝে মধ্যেই তাঁরা কাপল গোলের উদাহরণ দিয়ে থাকেন ভক্তদের। কিন্তু এত সবের মাঝে বিরাটের কী দেখে অনুষ্কা প্রেমে পড়েছিলেন জানেন? চলতি বছরের ইন্ডিয়ান স্পোর্টস অনার্সের রেড কার্পেটে এসে অভিনেত্রী সেই কথাই বলেছিলেন। জানিয়েছিলেন বিরাটের কোন গুণ তাঁকে মুগ্ধ করেছিল।

এই অনুষ্ঠানে বিরাটকে জিজ্ঞেস করা হয় যে তাঁদের মধ্যে কে সমস্ত জরুরি দিন মনে রাখেন। উত্তরে তিনি বলেন, 'আমার স্মৃতি একটু বেশিই ভালো, ও আমায় এত জরুরি দিন মনে রাখার জন্য দেয় যে কী বলব। তাও আমি সেসব দিন মনে রাখি। তারপরেও যদি আমি কোনও কিছু ভুলে যাই, কোনও দিন যদি মিস করে ফেলি ও সেটা মনে করিয়ে দেয় আগে ভাগেই।' এটার উত্তরে অনুষ্কা বলেন, 'আমরা সম্পর্কে জড়ানোর আগে ওর যে জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছিল সেটা হল ওর স্মৃতিশক্তি। আর সেটা দেখেই আমি মনে মনে বলেছিলাম এটা আমায় সাহায্য করবে।' বরের প্রশংসা করেই হেসে ওঠেন অভিনেত্রী।

বিরুষ্কার প্রসঙ্গে

২০১৭ সালে ইতালিতে বিয়ে সারেন বিরাট এবং অনুষ্কা। সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাক পরে তাঁরা রাজকীয় ভাবে বিয়ে করেন। এরপর ২০২১ সালে তাঁদের মেয়ে ভামিকার জন্ম হয়। কানাঘুষোয় শোনা যাচ্ছে বিরুষ্কার সংসারে নতুন সদস্য আসতে চলেছে। অনুষ্কা নাকি গর্ভবতী। যদিও এই বিষয়ে তাঁরা এখনও আনুষ্ঠানিক ভাবে কিছুই জানাননি। আগামীতে অভিনেত্রীকে চাকদা এক্সপ্রেস ছবিতে দেখা যাবে।

বায়োস্কোপ খবর

Latest News

ভেসে গেল বাবা-ছেলে, ভূমিধসের বলি মা-মেয়ে, গারো পাহাড়ের দুর্যোগে মৃত বেড়ে ১৫ প্রতীকী অনশনে উত্তরবঙ্গ মেডিক্যালের জুনিয়ররা, দাবি না মানলে আমরণ অনশন বিশ্বকাপে মারকাটারি ক্রিকেট ডটিনদের, স্কটিশদের খড়কুটোর মতো উড়িয়ে দিল ওঃইন্ডিজ 'কত ওষুধ খাই তাও ঘুমোতে পারি না…বাবারা চলে গেলে সব শেষ',বাবার স্মৃতিতে স্বস্তিকা কুলতলির ঘটনা পৌঁছে দেব বিশ্বজুড়ে, দাবি সিনিয়রদের, মৃত কিশোরীর বাড়িতে জুনিয়ররা ক্যাপ্টেন তিন নম্বরে ব্যাট করতে এলেন না কেন? হরমনপ্রীতের উপর চটলেন অঞ্জুম চোপড়া রান রেট মাথায় আছে, ঠুকঠুকে ব্যাটিংয়ের পরে সাফাই স্মৃতি মন্ধনার অবশেষে অনশনে হাজির আরজি কর হাসপাতালের ডাক্তাররা, ধর্মতলায় দু’‌জন কারা? সোমবারের মোদী-মুইজ্জু বৈঠক নিয়ে আশাবাদী জয়শংকর, তবে কি বরফ গলার ইঙ্গিত? Puja Skin Care: পিঠে ব্রণ বলে ব্যাকলেস এড়িয়ে চলছেন ? এই টোটকাতেই দূর হবে সমস্যা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.