বছরশেষে শেষ হচ্ছে জি বাংলার ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। ৩১ ডিসেম্বর সম্প্রচারিত হওয়ার কথা শেষ পর্বের। চলতি বছরের শেষ কয়েকমাসে একাধিক ধারাবাহিক শেষ হয়েছে। এমনকী, টিআরপি তালিকায় বেশ উপরের দিকে থাকা ‘ধুলোকণা’-কেও রাতারাতিই বন্ধ করে দেওয়া হয়। ২০২২-এর ১৪ ফেব্রুয়ারি শুরু হল পথ চলা। আর যা বন্ধ হয়ে গেল ১ বছর হতে না হতেই।
বহুদিন পর টিভিতে ফেরত আসেন অপরাজিতা আঢ্য। তাই অভিনেত্রীর অনুরাগীদের উৎসাহও ছিল দেখার মতো। ভালো টিআরপিও পেয়ে আসছিল। কিন্তু শেষ হল যেন বড্ড বেশি জলদিই। এক সমবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখও খুললেন অপরাজিতা। বললেন, ‘আমার সঙ্গে সুশান্তর (ধারাবাহিকের প্রযোজক সুশান্ত দাস) এমনটাই কথা হয়েছিল। যে এক বছরেই ধারাবাহিক শেষ হয়ে যাবে। আগে তো এক-একটা ধারাবাহিক দু বছর চলত। এখন অবশ্য চিত্রটা আলাদা।’
তবে অপরাজিতা জানালেন যেভাবে এগিয়েছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এর গল্প, তাতে পুরোপুরি খুশি নন তিনি। কারণ গল্পের যেভাবে ডানা মেলা উচিত ছিল সেভাবে হয়নি। অনেক দিক আছে যার উপর ফোকাস করা হয়নি। অপরাজিতার মতে, ‘গল্পটা নিয়ে যদি আর একটু ভাবা যেত তা হলে আরও বেশ কিছু দিন চলত। ২৬ বছরের অভিজ্ঞতা আমার। লোকে জানে আমি কী করতে পারি। নতুন করে প্রমাণ করার কিছু নেই।’
তবে ধারাবাহিকের কাজ শেষ হলেও অপরাজিতা আঢ্যর হাতে রয়েছে বেশ কিছু সিনেমা। কিছুদিন পরেই মুক্তি পাবে ‘দিলখুশ’। আর তারপর আসবে ‘লাভ ম্যারেজ’।
প্রসঙ্গত, রাত সাড়ে আটটার স্লটে দেখানো হত এই সিরিয়াল। তবে রাঙা বউ আসলে তা সরিয়ে দেওয়া হয় রাত দশটায়। এই নিয়েও যথেষ্ট ক্ষোভ দেখিয়েছিলে দর্শকদের একটা অংশ সোশ্যাল মিডিয়ায়।