এতদিন সেটা প্রাইভেট ছিল। বলিউড তারকার সঙ্গে বিয়ে হতেই সেটা পাবলিক করলেন জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সুরা খান। আর তাঁর সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই ধরা পড়ল তাঁদের বিয়ে সংক্রান্ত একাধিক পোস্ট। আর এসবের মধ্যেই নজর কাড়ল তাঁর করা তাঁদের নিকাহ সম্পর্কিত নতুন পোস্ট।
আরবাজ-সুরার প্রপোজাল ভিডিয়ো
রবিবার, ৩১ ডিসেম্বর বছর শেষ হওয়ার আগে সুরা তাঁর অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে একটি পার্টিতে আরবাজ এবং সুরাকে দেখা যাচ্ছে। আচমকাই সেখানে মাটিতে বসে হাঁটু গেঁড়ে সুরাকে প্রপোজ করেন আরবাজ খান। একেবারে ফিল্মি কায়দায় ফুলের তোড়া দিয়ে তাঁকে প্রপোজ করেন সলমন খানের ভাই।
ফুল দিয়ে প্রপোজ করার পরই তাঁকে আংটি পরিয়ে দিতে দেখা যায়। তবে এই পার্টিতে আরবাজ একা নন, তাঁর পরিবারের একাধিক ব্যক্তিকেও দেখা যাচ্ছে। অর্পিতা খান, আরবাজ খানের ছেলে আরহান খানকেও দেখা যাচ্ছে। সুরা খান এই ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, '১৯ তারিখে হ্যাঁ বলার থেকে ২৪ তারিখ বিয়ে সবটাই খুব দ্রুত হয়ে গেল।'
আরও পড়ুন: বিতর্কের পর রাজ্য সঙ্গীত নিয়ে নয়া বিজ্ঞপ্তি সরকারের, অপরিবর্তিত থাকছে বাংলার মাটির লিরিক্স
সুরা এই ভিডিয়ো পোস্ট করতেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। আরবাজ স্ত্রীর পোস্টে লেখেন, 'হাঁটু গেঁড়ে বসেও নিজেকে কতটা উঁচুতে মনে হচ্ছে।' এক ব্যক্তি লেখেন, 'দুজনে ভালো থাকবেন খুব।' টিনা দত্ত লেখেন, 'কারও যেন নজর না লাগে। দুজনে খুব ভালো থাকবেন।'
আরবাজ এবং সুরা খানের বিয়ে
২৪ ডিসেম্বর পরিবারের উপস্থিতিতে নিকাহ পড়েন আরবাজ এবং সুরা। দুজনকেই প্যাস্টেল রঙের পোশাকে দেখা যায়। একটি ছবির সেটে তাঁদের আলাপ। সেখান থেকেই প্রেম এবং সম্পর্ক। আরবাজ খান এর আগে মালাইকা আরোরা খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন। ২০১৭ সালে সেটা ভেঙে যায়। মালাইকা এখন অর্জুন কাপুরের সঙ্গে প্রেম করছেন।