বাংলা নিউজ > বায়োস্কোপ > Arbaaz Khan: 'সলমনের ভাই শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছিলাম', এখন কী মনে হয় আরবাজ খানের

Arbaaz Khan: 'সলমনের ভাই শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছিলাম', এখন কী মনে হয় আরবাজ খানের

আরবাজ খান

Arbaaz Khan: আরবাজ খান জানান যখন তাঁকে একটা সময় সলমন খানের ভাই বলে সম্বোধন করা হতো, বা পরিচয় দেওয়া হতো তাঁর সেটা মোটেই ভালো লাগত না। আর কী জানান অভিনেতা?

আরবাজ খান যখন তাঁকে লোকে সলমন খানের ভাই বলে পরিচয় দিত বা ডাকত তাঁর সেটা মোটেই ভালো লাগত না। জিনিসটা তাঁকে যথেষ্ট চিন্তায় ফেলে দিয়েছিল। এমনকি কেউ যদি তাঁকে মালাইকা আরোরা খানের স্বামী বলে পরিচিত দিত তাঁর একই রকমের অনুভূতি হতো। কিন্তু তারপর সময়ের সঙ্গে ধীরে ধীরে তিনি বুঝেছেন তাঁর কাউকে কিছু প্রমাণ করার নেই।

অভিনেতা তথা চিত্রনাট্যকার সালিম খান এবং সালমা খানের ছেলে হলেন আরবাজ খান। তাঁরা তিন ভাই, সলমন, আরবাজ এবং সোহেল খান এবং দুই বোন, অর্পিতা এবং আলবীরা। আরবাজ খানের সঙ্গে মডেল তথা অভিনেত্রী মালাইকা আরোরা খানের বিবাহ হয়েছিল। যখন আরবাজ খানকে প্রশ্ন করা হয় তিনি নিজের আলাদা পরিচিতি তৈরি করার জন্য কী করেছেন, তখন তিনি জানান, লোকে কী ভাবল তাঁকে নিয়ে সেটা নিয়ে তিনি ভাবিত নন, বদলাতেও চান না।

ইটি টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা তথা প্রযোজক আরবাজ খান জানান, 'একটা সময় পর্যন্ত এই জিনিসগুলো নিয়ে ভাবতাম, আমার অস্বস্তি হতো, চিন্তা হতো। এখন যখন ফিরে তাকাই তখন এগুলোর আর কোনও মানে খুঁজে পাই না। যখন কেউ আমাকে সলমন খানের ভাই বলে পরিচয় দিত, বা সেলিম খানের ছেলের পরিচয় দিত তখন খারাপ লাগত। এমনকি একবার তো মালাইকা আরোরা খানের স্বামী বলেও পরিচয় দেওয়া হয়েছিল।'

আরবাজ খান জানান, অন্যদের কাছে নিজেকে প্রমাণ করতে যাওয়া বোকামি। এতে এনার্জি নষ্ট ছাড়া আর কিছুই হয় না। তাঁর মতে এই ক্ষেত্রে একজন মানুষের নিজেকে বেছে নেওয়া উচিত, নিজেকে গুরুত্ব দেওয়া উচিত, অন্যরা কী ভাবল, কী করছে সেটার থেকে। তিনি বলেন, 'যেদিন নিজেকে নিজের যোগ্য মনে হবে, সেদিন তুমি ভালো থাকতে শিখে যাবে।' একজন আজীবন ধরে সাফল্য পাবে এমনটা হতে পারে না। 'আমি অভিনেতা হিসেবে বেশ কয়েকটি ভালো ছবি করেছি, এর মধ্যে দাবাং অন্যতম।' জানান আরবাজ খান। তাঁর মতে ছবি হিট না করলেই যদি রিটায়ার করে যেতে হয় তাহলে তিনি কবেই রিটায়ার করতেন। বর্তমানে তাঁকে তানাভ ওয়েব সিরিজে দেখা যাচ্ছে। এই ওয়েব সিরিজটি আদতে ইজরায়েলি ছবি ফাউদার হিন্দি রিমেক। সুধীর মিশ্র এবং সচিন কৃষ্ণ এই ওয়েব সিরিজের পরিচালনা করেছেন। এই ওয়েব সিরিজে আরবাজ খানের সঙ্গে দেখা যাচ্ছে রজত কাপুর, মানব ভিজ, প্রমুখকে।

বন্ধ করুন