বাংলা নিউজ > বায়োস্কোপ > Arbaaz Khan on Helen: দ্য ইনভিনসিবলস করতে চাননি হেলেন! রাজি করাতে আরবাজ কী করেছিলেন জানেন?

Arbaaz Khan on Helen: দ্য ইনভিনসিবলস করতে চাননি হেলেন! রাজি করাতে আরবাজ কী করেছিলেন জানেন?

আরবাজের সঙ্গে হেলেন

Arbaaz Khan on Helen: আরবাজ খানের শো দ্য ইনভিনসিবলসে নাকি আসতে চাননি হেলেন। কিন্তু আরবাজ তাঁকে কীভাবে বোঝান এবং ক্যামেরার সামনে আনেন জানেন?

আরবাজ খানকে সম্প্রতি একটি টক শো দ্য ইনভিনসিবলসের সঞ্চালনার দায়িত্ব সামলাতে দেখা যাচ্ছে। সেখানে একটি পর্বে তাঁর সঙ্গে হট সিটে বসেছিলেন ভারতের অন্যতম সেরা ড্যান্সার তথা অভিনেত্রী হেলেন। তবে বিষয়টা কিন্তু মোটেই সহজ হয়নি। হেলেনকে এই পর্বের জন্য রাজি করানো হোক বা নানা বিষয়ে তাঁর থেকে উত্তর পাওয়া, গোটা বিষয়টি কিন্তু আরবাজের কাছে বেশ চাপের বিষয় ছিল।

হেলেন এই পর্বের জন্য ভীষণই কুণ্ঠিতবোধ করছিলেন বলেই জানান আরবাজ। ব্যক্তিগত কথা তিনি সাধারণত কারও সামনে প্রকাশ্যে আনেন না, সেখানে এভাবে আরবাজের সঙ্গে বসে নানা বিষয়ে খোলাখুলি আলোচনা করতে তিনি মোটেই স্বচ্ছন্দ ছিলেন না। শত হলেও তিনি তাঁর বাবার দ্বিতীয় পত্নী বলে কথা। মাতৃস্থানীয়। কিন্তু তবুও সমস্ত প্রতিকূলতাকে জয় করে গোটা বিষয়টা অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে হ্যান্ডেল করেন আরবাজ। জেনে নেন হেলেনের জীবনের নানা অজানা কথা।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে আরবাজ বলেন, 'আমাকে বাবার সঙ্গে একটি পাইলট এপিসোড শুট করতে হয়েছে আগে ওঁকে দেখানোর জন্য। ওঁকে দেখাতে হয়েছে আমি কি করতে চাইছি। আসলে ওঁদের দুজনেরই ব্যক্তিগত কারণ ছিল এই শো না করার। তাঁরা আবার লাইম লাইটে উঠে আসতে চাননি কেউই। তবে বাবা এখনও বেশি উচ্ছ্বসিতবোধ করেন যখন কেউ তাঁকে বলেন যে পর্বটা তাঁর ভালো লেগেছে। ওঁর ভালো লাগে সবাই যখন বলে যে এই কথোপকথনটি ভীষণ সুন্দর হয়েছে। একই ভাবে হেলেন আন্টিও খুব খুশি হচ্ছেন যখন সবাই তাঁর সেই পর্বের প্রশংসা করছেন। উনি আমায় ফোন করে জানিয়েছেন।'

একই সঙ্গে তিনি জানান আগামীতে হয়তো সেলিম খান এবং হেলেনকে তিনি একত্রে এই শোতে নিয়ে আসবেন। সঙ্গে আভাস দেন যে এই টক শোয়ের দ্বিতীয় সিজন আসতে পারে। এই শোয়ের বিষয়ে তিনি বলেন, 'বর্তমান সময়টা এমন যেখানে সবাই নিজেকে আড়াল করতে, ছদ্মবেশ ধরতে ব্যস্ত। সবাই একে অন্যকে ম্যানুপুলেট করছে। তাঁরা যেটা নন সেটাই যেন দেখাতে চাইছেন পৃথিবীকে। সোশ্যাল মিডিয়ায় এসে ব্যক্তিগত তথ্য শেয়ার করছেন, কাঁদছেন। সবটাই যেন এখন ছেলেখেলা হয়ে গিয়েছে। কিন্তু মজার কথা হল দর্শকরা এখন সবটাই বুঝতে পারে। আর সেখানে দাঁড়িয়ে যখন আমার শোতে এই মানুষগুলো আসেন, নিজেদের অজানা কথা সবার সামনে তুলে ধরেন, নিজেদের মন থেকে কথা বলেন তখন সেটা সবার মনকে ছুঁয়ে যায়।'

বায়োস্কোপ খবর

Latest News

আনোয়ার আলির পরিপূরক পেয়েছেন মোহনবাগানের নতুন কোচ! মুম্বই ম্যাচ ড্র করে কী বললেন? অডিয়ো ক্লিপের সত্যতা নিশ্চিত করা গিয়েছে, কলতানের গ্রেফতারির পর জানাল পুলিশ জারি আন্দোলন, তবে কাজে ফেরা নিয়ে দ্বিধাবিভক্ত জুনিয়র ডাক্তাররা: রিপোর্ট শনিদেব আবার বদলাচ্ছেন ঘর, বড় বদল আসবে জীবনে! কোন ৫ রাশিকে থাকতে হবে সতর্ক আন্দোলনরত চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় জিনিস চাওয়ায় 'ভিক্ষা'র পরামর্শ অগ্নিকে! ‘অভিনয় করি চাননি, ১৮তেই বিয়ে দিতে চেয়েছিলেন বাবা’, ধর্মেন্দ্রকে নিয়ে বলছেন এষা বোটানিক্যাল গার্ডেনের বটগাছ হারালো ‘সম্মান’? মানতে নারাজ কর্তৃপক্ষ ISL অভিযানের আগেই ‘ফেভারিট’ খেলোয়াড়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন ইস্টবেঙ্গলের হাসপাতালের নিরাপত্তায় নজর নবান্নের, নজরে আন্দোলনে অনড়রাও অন্য ডিগ্রি দেওয়া থাকলেও হবে! ২০২২-র প্রাথমিক টেট নিয়ে বড় নির্দেশ দিল হাইকোর্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.