আরবাজ খানকে সম্প্রতি একটি টক শো দ্য ইনভিনসিবলসের সঞ্চালনার দায়িত্ব সামলাতে দেখা যাচ্ছে। সেখানে একটি পর্বে তাঁর সঙ্গে হট সিটে বসেছিলেন ভারতের অন্যতম সেরা ড্যান্সার তথা অভিনেত্রী হেলেন। তবে বিষয়টা কিন্তু মোটেই সহজ হয়নি। হেলেনকে এই পর্বের জন্য রাজি করানো হোক বা নানা বিষয়ে তাঁর থেকে উত্তর পাওয়া, গোটা বিষয়টি কিন্তু আরবাজের কাছে বেশ চাপের বিষয় ছিল।
হেলেন এই পর্বের জন্য ভীষণই কুণ্ঠিতবোধ করছিলেন বলেই জানান আরবাজ। ব্যক্তিগত কথা তিনি সাধারণত কারও সামনে প্রকাশ্যে আনেন না, সেখানে এভাবে আরবাজের সঙ্গে বসে নানা বিষয়ে খোলাখুলি আলোচনা করতে তিনি মোটেই স্বচ্ছন্দ ছিলেন না। শত হলেও তিনি তাঁর বাবার দ্বিতীয় পত্নী বলে কথা। মাতৃস্থানীয়। কিন্তু তবুও সমস্ত প্রতিকূলতাকে জয় করে গোটা বিষয়টা অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে হ্যান্ডেল করেন আরবাজ। জেনে নেন হেলেনের জীবনের নানা অজানা কথা।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে আরবাজ বলেন, 'আমাকে বাবার সঙ্গে একটি পাইলট এপিসোড শুট করতে হয়েছে আগে ওঁকে দেখানোর জন্য। ওঁকে দেখাতে হয়েছে আমি কি করতে চাইছি। আসলে ওঁদের দুজনেরই ব্যক্তিগত কারণ ছিল এই শো না করার। তাঁরা আবার লাইম লাইটে উঠে আসতে চাননি কেউই। তবে বাবা এখনও বেশি উচ্ছ্বসিতবোধ করেন যখন কেউ তাঁকে বলেন যে পর্বটা তাঁর ভালো লেগেছে। ওঁর ভালো লাগে সবাই যখন বলে যে এই কথোপকথনটি ভীষণ সুন্দর হয়েছে। একই ভাবে হেলেন আন্টিও খুব খুশি হচ্ছেন যখন সবাই তাঁর সেই পর্বের প্রশংসা করছেন। উনি আমায় ফোন করে জানিয়েছেন।'
একই সঙ্গে তিনি জানান আগামীতে হয়তো সেলিম খান এবং হেলেনকে তিনি একত্রে এই শোতে নিয়ে আসবেন। সঙ্গে আভাস দেন যে এই টক শোয়ের দ্বিতীয় সিজন আসতে পারে। এই শোয়ের বিষয়ে তিনি বলেন, 'বর্তমান সময়টা এমন যেখানে সবাই নিজেকে আড়াল করতে, ছদ্মবেশ ধরতে ব্যস্ত। সবাই একে অন্যকে ম্যানুপুলেট করছে। তাঁরা যেটা নন সেটাই যেন দেখাতে চাইছেন পৃথিবীকে। সোশ্যাল মিডিয়ায় এসে ব্যক্তিগত তথ্য শেয়ার করছেন, কাঁদছেন। সবটাই যেন এখন ছেলেখেলা হয়ে গিয়েছে। কিন্তু মজার কথা হল দর্শকরা এখন সবটাই বুঝতে পারে। আর সেখানে দাঁড়িয়ে যখন আমার শোতে এই মানুষগুলো আসেন, নিজেদের অজানা কথা সবার সামনে তুলে ধরেন, নিজেদের মন থেকে কথা বলেন তখন সেটা সবার মনকে ছুঁয়ে যায়।'