আর কিছুদিনের অপেক্ষা তারপরই মুক্তি পাচ্ছে শাহরুখ কন্যা অভিনীত প্রথম ছবি দ্য আর্চিজ। তবে বড় পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি। এখানেই একটি গান গেয়েছেন অরিজিৎ সিং। তবে সেটি এখনও মুক্তি পায়নি। কিন্তু আবু ধাবির একটি কনসার্টে প্রথমবার সেই গান গাইলেন গায়ক। অরিজিতের সেই কনসার্টের একাধিক ছবি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে।
দ্য আর্চিজ ছবির অপ্রকাশিত গান গাইলেন অরিজিৎ সিং
টুইটার অর্থাৎ যা বর্তমানে এক্স নামে পরিচিত সেখানে এক ব্যক্তি অরিজিৎ সিং দ্য আর্চিজ ছবির অপ্রকাশিত গানটি যখন গাইছিলেন সেটার ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'আবু ধাবির কনসার্টে অপ্রকাশিত গান ইন রাহো মে গাইলেন অরিজিৎ সিং। এখনও প্রকাশিত হয়নি এই গানটি।'
আরও পড়ুন: বিশ্বকাপের ফাইনালেই টাইগার ৪ এর ঘোষণা সলমনের, ক্যাটরিনাকে চমকে কী বললেন?
আরও পড়ুন: টুকটুক করে ৩৭৫ কোটির গণ্ডি পার 'টাইগার ৩'-এর, আটদিনে বিশ্বজুড়ে কত আয় করল সলমনের ছবি?
এই গান সম্পর্কে কী বললেন অরিজিৎ?
ভিডিয়োতে শোনা যাচ্ছে অরিজিৎ এই গান সম্পর্কে বলছেন 'এই গানটি কিন্তু এখনও মুক্তি পায়নি, এই প্রথমবার কোনও স্টেজে আমি গানটি গাইছি।' এরপর তাঁকে সেই গানটি গাইতে দেখা যায়।
কে কী বলছেন গানটি শুনে?
অনেকেই অরিজিৎ সিংয়ের নতুন গান শুনে মুগ্ধ হয়েছেন। তারিফ করেছেন। এক ব্যক্তি লেখেন, 'কী সুন্দর গানটি।' কে আবার লেখেন, 'গানটা শুনেই মন ভরে গেল।'
দ্য আর্চিজ প্রসঙ্গে
জোয়া আখতার পরিচালিত দ্য আর্চিজ আর মাত্র কয়েকদিন পরই মুক্তি পেতে চলেছে। এই ছবি আবর্তিত হবে আর্চি অ্যান্ড্রু এবং তাঁর বন্ধুদের ঘিরে। ১৯৬০ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। দ্য আর্চিজ ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করছেন সুহানা খান, অগস্ত্য নন্দা, খুশি কাপুর, প্রমুখ।