টাইগার ৩ এর হ্যাঙ্গোভার এখনও কাটেনি। মাত্র কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে টাইগার ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি। ছয় বছর পর আবারও টাইগার হয়ে পর্দায় ফিরলেন সলমন খান। বক্স অফিসে মোটের উপর ভালোই ব্যবসা করছে যশরাজ স্পাই ইউনিভার্সের নতুন ছবিটি। এর মধ্যেই এটির পরবর্তী ভাগ নিয়ে কথা বললেন সলমন খান। জানালেন টাইগার ৪ আসছে। আর সেখানেই টাইগার এবং জোয়া হয়ে ধরা দেবেন সলমন খান এবং ক্যাটরিনা কাইফ।
টাইগার ৪ নিয়ে কী বললেন সলমন?
রবিবার ১৯ নভেম্বর গোটা দেশ মজে ছিল ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে। এদিন প্রতিবেশী তথা ভারতীয় ক্রিকেট টিমের অন্যতম সদস্য বিরাট কোহলির তুমুল প্রশংসা করেন ক্যাটরিনা কাইফ। অন্যদিকে গোটা দেশ যখন বিশ্বকাপের ফাইনাল নিয়ে ব্যস্ত তখনই টাইগার ফ্র্যাঞ্চাইজির নতুন ছবির আভাস দিলেন ভাইজান। ক্যাটরিনা এদিন বিরাটের প্রসঙ্গে বলেন, 'রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য যবে থেকে বিরাট খেলা শুরু করেছে তবে থেকে আজ পর্যন্ত ওর গ্রাফটা দেখুন।' তখন অভিনেত্রীর কথার মাঝখানেই সলমন টাইগারের প্রসঙ্গ টেনে বলেন, 'আপনারা টাইগার ১ থেকে টাইগার ৩ দেখলেন তাও ৫৭ বছর বয়সে, এবার ৬০ বছর বয়সে টাইগার ৪ দেখার জন্য প্রস্তুত হন।' অর্থাৎ আর তিন বছর পরই সলমন ৬০ এ পা দেবেন যখন তখন টাইগার ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি আসবে। ভাইজান যখন এটি ঘোষণা করেন তখন তাঁর কথায় রীতিমত চমকে ওঠেন ক্যাটরিনা। অবাক হয়ে তাকান তাঁর দিকে।
আরও পড়ুন: সাফল্যের পর ব্যর্থতাতেও বিরাটের পাশে অনুষ্কা, অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর জড়িয়ে ধরলেন কোহলিকে
আরও পড়ুন: বিশ্বকাপের ফাইনালে আব্রামকে আদর দীপিকার, নেটপাড়া বলছে, 'যেন জওয়ানের ঐশ্বর্য আর আজাদ'
এদিন সলমন এবং বিরাটের প্রসঙ্গে কথা বলতে গিয়ে ক্যাটরিনা মুগ্ধতার সঙ্গে জানান তাঁরা দুজনেই দারুণ ফিট। অনেকের অনুপ্রেরণাও যে নিজেদের কীভাবে ফিট রাখা উচিত সেটা নিয়ে। এদিন বিশ্বকাপে পরাজয়ের পর অনুষ্কা জাপটে ধরেছিলেন বিরাটকে। দিয়েছিলেন ভরসা। সেই মুহূর্তের ছবি পোস্ট করে তাঁদের বাহবা দেন ক্যাটরিনা। বলেন, 'ওঁরা একে অন্যের সব থেকে বড় সাপোর্ট। যখনই বিরাট খেলে তখনই অনুষ্কার মুখের একটা অনাবিল আনন্দ দেখা যায়। এটা ভীষণ ভালো লাগে দেখতে।'
টাইগার ৩ প্রসঙ্গে
মণীশ শর্মা পরিচালিত এই ছবি ইতিমধ্যেই গ্লোবাল বক্স অফিসে ৩০০ কোটি পার করে গিয়েছে। তরণ আদর্শ জানিয়েছেন ভারতীয় বক্স অফিসে এই ছবিটি ২১৪.২৫ কোটি টাকা আয় করেছে।