বাংলা নিউজ > বায়োস্কোপ > Viral Video: একসঙ্গে অন্তঃসত্ত্বা দুই বউ, তারমধ্যেই তৃতীয় বিয়ে সারলেন ইউটিউবার আরমান?

Viral Video: একসঙ্গে অন্তঃসত্ত্বা দুই বউ, তারমধ্যেই তৃতীয় বিয়ে সারলেন ইউটিউবার আরমান?

যত কাণ্ড আরমানের বাড়ি!

Armaan Malik & his two wives: এক ছাদের তলায় সুখে সংসার পেতেছেন দুই সতীন। একসঙ্গে অন্তঃসত্ত্বাও তাঁরা, এর মাঝেই তৃতীয় বিয়ে সেরে ফেলল কৃতিকা আর পায়েলের বর?

দুই স্ত্রীকে নিয়ে এক ছাদের তলাতেই বসবাস করেন জনপ্রিয় ইউটিউবার আরমান মালিক। এমনকী আরমানের দুই স্ত্রী কৃতিকা এবং পায়েল একইসঙ্গে প্রেগন্যান্ট। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে দারুণ জনপ্রিয় এই দুই সতীন পায়েল মালিক, কৃতিকা মালিকও। টলিউডের কোনও নায়িকারও ওতো ইনস্টা ফলোয়ার নেই যতজন এই দুই সতীনকে ফলো করেন ইনস্টাগ্রামে। গত ডিসেম্বরেই দুই স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে ব্যাপক ট্রোলড হয়েছিলেন আরমান। আরমান ও তাঁর প্রথম স্ত্রী পায়েলের এক পুত্র সন্তান রয়েছে নাম চিরাউ মালিক। চারজনের সুখী পরিবারে আরও দুই সদস্য আসতে চলেছে। কিন্তু এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিয়ো, সেখানে দেখা যাচ্ছে আরও এক স্ত্রী নিয়ে বাড়িতে হাজির আরমান। এবং তৃতীয় স্ত্রীর উপর রীতিমতো চরাও হয়ে তাঁকে বাড়ি থেকে বার করে দিচ্ছে অন্তঃসত্ত্বা পায়েল। অন্যদিকে কান্না জুড়েছেন দ্বিতীয় স্ত্রী কৃতিকা।

তবে কি সত্যি তিন নম্বর বিয়ে সেরে ফেলল আরমান? সোশ্যাল মিডিয়া যখন গালিগালাজ করতে ব্যস্ত এই ইউটিউবারকে। তখন জানান গেল আসল সত্যিটা। না, মোটেই তৃতীয় বিয়ে করেননি আরমান। পুরোটাই নাটক। দুই বউয়ের সঙ্গে প্র্যাঙ্ক করেছেন ইউটিউবার। বাড়ির পরিচারিকা থেকে সহকারী, সকলকেই এই প্র্যাঙ্কে শামিল করেছিলেন তিনি।

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে ড্রয়িং রুমের কাউচের উপর বসে রয়েছেন কৃতিকা ও পায়েল। পাশেই বসে তাঁদের পোষ্য এবং পুত্র চিরাউ। তখনই দরজা দিয়ে নিজের ‘ভুয়ো’ স্ত্রীকে নিয়ে বাড়িতে ঢোকেন আরমান। গলায় মালা, ভুয়ো বউয়ের হাতে মিষ্টির বাক্স এবং সঙ্গে দুটো ট্রলি ব্যাগ। প্রথমে পুরো ঘটনাটি আরমানের কাছে জানতে চান দুই স্ত্রী, আরমান জানান- ‘বিয়ে করে নিলাম, তোদের দুজনের খুব খেয়াল রাখবে ও’। এমনটা শুনেই তেলেবেগুনে জ্বলে উঠেন পায়েল। এবং বাড়ি থেকে স্বামী এবং তাঁর তৃতীয় স্ত্রীকে বার করে দিতে যান। তখনই আরমান বলে উঠেন, ‘আরে মজা করছি। আমি বিয়ে করিনি। এটা প্র্যাঙ্ক ছিল’।  ইউটিউবে এই ভিডিয়ো ‘আরও একটা বিয়ে করলাম’ এই শিরোনামে শেয়ার করেছেন আরমান। ইতিমধ্যেই ৫০ লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন এই ভিডিয়ো। 

ভিডিয়োর শুরুতেই আরমান স্পষ্টরূপেই বলে দিয়েছেন এটি প্র্যাঙ্ক ভিডিয়ো, তবুও এই ভাইরাল ভিডিয়ো ঘিরে ছিছিকার নেটপাড়ায়। অন্তঃসত্ত্বা স্ত্রীদের সঙ্গে এমনটা করা উচিত হয়নি আরমানের, জানিয়েছেন অনেকেই। যদিও স্বামীর পাশে দাঁড়িয়ে কৃতিকা ও পায়েল জানান, গোটা বিষয়টাই স্ক্রিপ্টেড এবং তাঁরা আগে থেকে সবটা জানতেন। 

আরমানের আসল নাম সন্দীপ, হরিয়ানার ছেলে সে। ২০১১ সালেই সাত পাকে বাঁধা পড়েছিলেন সন্দীপ-পায়েল। এরপর ২০১৮ সালে ধর্ম পালটে কৃতিকার সঙ্গে গাঁটছড়া বাঁধেন সন্দীপ। পায়েলের বান্ধবী কৃতিকাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেন আরমান। এবং ৬ দিনের মধ্যেই পায়েলের সম্মতিতেই বিয়ে করেন কৃতিকাকে। এখন দুই সতীন সুখে সংসার করলেও শুরুর দিকে বিষয়টা এতটা মসৃণ ছিল না।

পায়েলের পরিবার জামাইয়ের দ্বিতীয় নিয়ে আপত্তি তোলে, এবং সন্দীপের কথায় বাপের বাড়ির লোকজনের প্ররোচনায় পায়েল একটা সময় তাঁর সঙ্গে সম্পর্ক ভাঙতে চেয়েছিল। সেই সময় দিল্লির এক ছয় তলা বিল্ডিং-এ উঠে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন সন্দীপ ওরফে আরমান। ২০ ঘন্টা ধরে চলেছিল সেই হাই-ভোল্টেজ ড্রামা। এরপর দিল্লি পুলিশ এসে পরিস্থিতি সামলায়। ঘটনা ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের। এখন সব দ্বন্দ্ব ভুলে দুই সতীন সুখে সংসার করছেন।

বন্ধ করুন