রবিবার, ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০২৩ এর প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ভারত। আর প্রথম ম্যাচেই ক্যাঙ্গারুর দেশকে পরাজিত করল টিম ইন্ডিয়া। এরপরই বলিউড তারকা অনুষ্কা শর্মা এবং আথিয়া শেট্টি তাঁদের বরেদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। বাহবা জানান তাঁদের। প্রকাশ করেন উচ্ছ্বাস।
বিরাটকে নিয়ে অনুষ্কার পোস্ট
সোমবার সকালে কেএল রাহুল আর বিরাট কোহলির রান নেওয়ার সময়কার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন অনুষ্কা। না, সেখানে তিনি কোনও বার্তা লেখেননি। কেবল একটি নীল রঙের হৃদয়ের ইমোজি দিয়েছেন। এটুকুর মাধ্যমেই তিনি ভারতীয় দলের প্রতি সমর্থন বুঝিয়েছেন, বুঝিয়েছেন তিনি এই জয়ে কতটা খুশি।
তবে স্বামীর প্রশংসা করলেও বিরাটের যে এদিন একটুর জন্য সেঞ্চুরি মিস হয়ে গেল সেটা নিয়ে কিছুই বলেননি তিনি। এদিন প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া। তাঁরা ১৯৯ রান স্কোর করে। এরপর ভারত সেই স্কোর চেজ করতে নেমে মাত্র ৬ উইকেট খুইয়ে ৪১.২ ওভারেই ম্যাচ বের করে নেয়। তবে এদিন বিরাট ১১৬ বলে মাত্র ৮৫ রান করেন। তিনি তাঁর নিজের এই রানে যে মোটেই খুশি ছিলেন না সেটা তাঁকে দেখেই বোঝা যাচ্ছিল। কারই বা ভালো লাগে একটুর জন্য সেঞ্চুরি মিস করতে!
কেএল রাহুলকে নিয়ে আথিয়ার পোস্ট
এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাহুল ৯৭ নট আউট থাকেন। এমনকি তাঁর মারা ৬ দিয়েই ভারত জয়লাভ করে। ফলে এই গোটা বিষয়টা যে তাঁর স্ত্রীর কাছে ভীষণই গর্বের সেটা বলাই বাহুল্য। এদিন আথিয়াও বিরাট কোহলি আর কেএল রাহুলের সেই রান নেওয়ার ছবিটি পোস্ট করেন। সঙ্গে ভারতীয় পতাকা, স্যালুট করার ইমোজি পোস্ট করেন। এরপর আরও একটি স্টোরিতে রাহুলের ব্যাট করার মুহূর্ত পোস্ট করে লেখেন, 'বেস্ট গাই এভার...'
আরও পড়ুন: অরিন্দম শীলের ব্রাঞ্চ পার্টিতে হাজির সস্ত্রীক রাজ, শুভশ্রীকে জড়িয়ে আদুরে চুমু পরিচালকের
আরও পড়ুন: সুস্থ হয়েই বাজিমাত! পল্লবীর সঙ্গে জুটি বেঁধে দাদাগিরির পর্বে ছক্কা রুবেলের
তবে অনুষ্কা বা আথিয়াই নন, আয়ুষ্মান খুরানা সহ একাধিক তারকাই এদিন টিম ইন্ডিয়ার প্রশংসা করেছে। প্রথম ম্যাচের এই জয় যে দলের মনোবল বাড়াতে অনেকটাই সাহায্য করবে সেটা নিঃসন্দেহে বলা যায়।