সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক আসছে। এখবর তো বহু পুরনো। তবে কে অভিনয় করছে সৌরভের বায়োপিকে? এমন প্রশ্ন বহুদিন ধরেই ঘোরাফেরা করছে। পর্দার সৌরভ হয়ে ওঠার জন্য বহু নামই ঘোরাফেরা করছিল বহুদিন ধরে। শোনা যাচ্ছিল, রণবীর কাপুর, রণবীর সিং-এর মতো বড় নাম। তবে এখন শোনা যাচ্ছে এই ছবির জন্য ইতিমধ্যেই অভিনেতা বাছাই চূড়ান্ত হয়েছে।
সৌরভের ঘনিষ্ঠ সূত্রে খবর, পর্দায় 'দাদা'র চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা। এ নাম একপ্রকার নিশ্চিত। ইতিমধ্যেই ছবির চিত্রনাট্য লেখার কাজ নাকি শেষ। তবে এবার প্রশ্ন কবে শুরু হবে ছবির শ্যুটিং?
আরও পড়ুন-FTII-এর সভাপতি নির্বাচিত হলেন আর মাধবন, শুভেচ্ছা জানালেন অনুরাগ ঠাকুর
মিড-ডে-এর একটি প্রতিবেদন অনুসারে খবর, আগামী ডিসেম্বরে ঐশ্বর্য রজনীকান্তের পরিচালনায় এই ছবির শুটিং শুরু হবে। আগামী মাস থেকেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে বড় পর্দায় ফুটিয়ে তুলতে আয়ুষ্মান খুরানাও কঠোর প্রশিক্ষণ শুরু করবেন। তবে সৌরভের চরিত্রে অভিনয় করার জন্য আয়ুষ্মানের প্লাস পয়েন্ট হল, তিনিও সৌরভের মতো বাঁ-হাতি। তাই সৌরভকে পর্দায় ফুটিয়ে তুলতে এটা তাঁর কাছে অনেকটাই সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে। তবে পুরোপুরি সৌরভের মতো হয়ে উঠতে আরও অনেক কঠোর পরিশ্রম করতে হবে আয়ুষ্মানকে।
প্রসঙ্গত, তবে কেন রণবীর কাপুরকে সরিয়ে শেষপর্যন্ত আয়ুষ্মানকে বাছা হল, সেবিষয়টি অবশ্য স্পষ্ট নয়। একসময় শোনা গিয়েছিল রণবীর একপ্রকার এই বায়োপিকের জন্য চূড়ান্ত হয়ে গিয়েছেন। 'তু ঝুটি ম্যায় মক্কার'-এর জন্য কলকাতায় এসে সৌরভের সঙ্গে ইডেনে ম্যাচও খেলেছিলেন 'কাপুর' পুত্র। তারপর থেকেই সৌরভের বায়োপিকের জন্য শোনা যাচ্ছিল রণবীরের নাম। এদিকে আবার খবর ছিল, সৌরভের নিজের পছন্দ ছিল নাকি হৃত্বিক রোশন। তবে শেষপর্যন্ত হৃত্বিকের সঙ্গে এবিষয়ে কথাবার্তা আর এগোয়নি। তবে এখন একপ্রকার নিশ্চিত ভাবেই আয়ুষ্মান খুরানার নাম জানা যাচ্ছে। যদিও প্রযোজকদের তরফে এখনও এবিষয়ে কোনও ঘোষণা হয়নি।