প্রকাশ্যে এল অ্যাটলির পরবর্তী ছবির নাম, বেবি জন। এই ছবিতে প্রধান ভূমিকায় আছেন বরুণ ধাওয়ান, কীর্তি সুরেশ, ওয়ামিকা গাব্বি প্রমুখ। সোমবার, ৫ ফেব্রুয়ারি প্রকাশ্যে আনা হল বেবি জন ছবির টিজার। জিও স্টুডিয়োজের তরফে এই টিজার প্রকাশ্যে আনা হয়। একই সঙ্গে জানানো হয় ছবি মুক্তির দিন।
বেবি জন ছবির টিজার
বেবি জন ছবিটির টিজারে জানানো হয়েছে এই ছবিটি ২০২৪ সালের সেরা অ্যাকশনে ভরপুর ছবি। এই ছবির প্রথম ঝলকে দেখা যায় বরুণ ধাওয়ান একটি চেয়ারে বসে আছেন এবং প্রস্তুত হচ্ছেন শত্রু নিধনের জন্য। একটা যুদ্ধক্ষেত্র বলেই মনে হচ্ছে জায়গাটিকে যেখানে চারপাশে আগুন চলছে। তিনি নিজে যে চেয়ারটিতে বসে সেখানে বন্দুক রাখা আছে। এক ঝলক দেখে গেম অব থ্রোনসের সেই আইকনিক চেয়ারটির কথা মনে পড়বে। এছাড়া এই টিজারে উঠে আসে দক্ষিণ ভারতের কথাকলি নৃত্যশিল্পীদের ঝলক।
এদিন এই টিজার ভিডিয়ো শেয়ার করে লেখা হয় 'বেবি জন, সেরা অ্যাকশন এন্টারটেনার ২০২৫।' এরপর জানানো হয় এই ছবিতে প্রধান ভূমিকায় দেখা যাবে বরুণ ধাওয়ান, ওয়ামিকা গাব্বি, কীর্তি সুরেশকে। আগামী ৩১ মে এই ছবিটি মুক্তি পাবে বড় পর্দায়।
কে কী বলছেন?
অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন বেবি জন ছবির টিজার প্রকাশ্যে আসার পর। এক ব্যক্তি লেখেন, 'পুরো গায়ে কাঁটা দিয়ে উঠল। বরুণের সোয়্যাগ দুর্দান্ত লাগল।' আরেকজন লেখেন, 'বরুণ ধাওয়ান দুর্দান্ত। কী মারাত্মক লাগছে। আগুন ঝরানো টিজার পুরো।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'বরুণ ধাওয়ান সঙ্গে আবার অ্যাটলি এই ছবিটি ব্লকবাস্টার হবেই।'
আরও পড়ুন: সারা - বিজয় - ডিম্পল সহ ৭ জনের মধ্যে খুনি কে? পঙ্কজ কি পারবেন ধরতে? প্রকাশ্যে মার্ডার মুবারকের ঝলক
বেবি জন প্রসঙ্গে
এই ছবিটির পরিচালনা করেছেন কলেশ, প্রযোজনা করেছেন অ্যাটলি এবং মুরাদ খেতানি। এই ছবির শুটিংয়েই আঘাত পেয়েছিলেন বরুণ। আগে এই ছবির নাম দেওয়া হয়েছিল ভিডি ১৮। পরে সেটা বদলে রাখা হয় বেবি জন।