বেবি বাম্পের ছবি শেয়ার করেন অভিনেত্রী ইশিতা দত্ত! দু-সপ্তাহ আগেই পাপারাৎজিদের ক্যামেরায় লেন্সবন্দি হয়েছিল ‘দৃশ্যম’ খ্যাত অভিনেত্রী স্ফীতোদর, তবে আনুষ্ঠানিকভাবে প্রেগন্যান্সির খবর শেয়ার করেননি ইশিতা। এদিন অজয়ের অনস্ক্রিন কন্যা জানিয়ে দিলেন ‘বেবি অন বোর্ড’।
সাক্ষী থাকল সমুদ্র আর পড়ন্ত সূর্য। স্ত্রীর বেবি বাম্পে চুমু খেতে দেখা গেল অভিনেতা বৎসল শেঠকে। আলো-আঁধারি ছবিতে ইশিতার দেখা মিলল প্রিন্টেট সামার ড্রেসে। কাকতালীয় ভাবে ‘টারজন: দ্য ওয়ান্ডার কার’ ছবিতে অজয় দেবগণের ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন ইশিতার স্বামী বৎসল। পরবর্তীতে অজয়ের ‘রিল’ কন্যার প্রেমে পড়েন অভিনেতা।
বাঙালি অভিনেত্রী ইশিতার অভিনয় সফর শুরু হয়েছিল কালার্সের মেগা শো ‘রিস্তো কা সৌদাগর-বাজিগর’-এর সঙ্গে। অভিনয়ের সূত্রেই বৎসলের সঙ্গে আলাপ ইশিতার। অভিনেত্রী তনুশ্রী দত্তর ছোট বোন ইশিতা। ২০১৭ সালে মুম্বইয়ে চার হাত এক হয় বৎসল-ইশিতার।
ইশিতা-বৎসলের মেটারনিটি ফটোশুটের ছবির ঝলকে মুগ্ধ নেটিজেনরা। তাঁদের বলিপাড়ার বন্ধুরাও অভিনন্দন বার্তায় ভরিয়ে দিয়েছেন হবু বাবা-মা'কে। শাহির শেখ, রিদ্ধিমা পণ্ডিত, সোনালি সেহগেলের মতো তারকারা শুভেচ্ছা বার্তা দিয়েছেন ইশিতা-বৎসলকে।
‘দৃশ্যম’ ছবিতে অজয় দেবগণের দত্তক কন্যার চরিত্রে অভিনয় করেন ইশিতা। এই ছবিই তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। গত বছরই মুক্তি পেয়েছে ‘দৃশ্যম ২’, সেই ছবিতেও দেখা মিলেছে ইশিতার।
শরীরের ভিতর আরও একটা প্রাণের অনুভতি! প্রতি মুহূর্তে অনুভূতি অনুভব করছেন বাঙালি অভিনেত্রী। ই-টাইমসকে ইশিতা জানান, ‘আমরা দারুণ খুশি, তবে পুরোপুরি তৈরি নয়। তবে এই সফরটার দিকে দুজনেই তাকিয়ে রয়েছে। প্রত্যেকটা দিন, নতুন একটা দিন। শরীর প্রতিদিন একটা নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে’।
বৎসল জানান, ‘বিয়ের পাঁচ বছর অতিক্রান্ত। কেরিয়ার গুছিয়েই বাবা-মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। বিয়ে যেমন জীবনের একটা গুরুত্বপূর্ণ মাইলফলক, অভিভাবকত্বও ঠিক তাই। আমরা খুব এক্সাইটেড জীবনের নতুন অধ্যায়কে ঘিরে’।