এক ছেলেকে নিয়ে দুই বোনের দড়ি টানাটানির গল্পকে পাত্তা দিল না দর্শক! মাত্র আট মাসেই নিভলো সন্ধ্যাতারার ম্যাজিক, জল্পনা টেলিপাড়ায়। মার্চের শুরুতেই নাকি শেষ হচ্ছে অন্বেষা হাজরা অভিনীত এই মেগা সিরিয়াল। গত কয়েকদিন ধরেই এমন কানাঘুষো শোনা যাচ্ছিল, সেই গুঞ্জনে ঘি ঢালল চ্যানেল কর্তৃপক্ষ। শুক্রবার ‘বঁধুয়া’ সম্প্রচারের দিনক্ষণ জানিয়ে দিল স্টার জলসা।
৪ঠা মার্চ থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় অর্থাৎ সন্ধ্যাতারা স্লটে আসছে এই মেগা। হ্য়াঁ, জি বাংলার ‘ফুলকি’র বিপরীতে আসছে রেজওয়ান রব্বানি শেখ এবং জ্যোতির্ময়ী অভিনতী বঁধুয়া। দীর্ঘ কয়েকমাস যাবত স্লটহারা সন্ধ্যাতারা, শত চেষ্টা করেও এঁটে উঠতে পারছিল না, তাই কঠিন সিদ্ধান্ত চ্যানেলের। যদিও এই মেগা বন্ধ হচ্ছে কিনা, তা পাকাপাকিভাবে জানায়নি চ্যানেল। যদিও টেলিপাড়ার সূত্র বলছে, স্লট বদল নয় শেষ হচ্ছে সন্ধ্যাতারা।
এই ব্যাপারে জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে অভিনেত্রী অন্বেষার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আজ আমাদর ছুটি ছিল, আগামিকাল শ্যুটিংয়ে গেলে হয়ত বিষয়টা স্পষ্ট করে জানতে পারব। সিরিয়াল বন্ধ হওয়ার ব্যাপারে আপতত চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফে আমাকে কিছু জানানো হয়নি’। ২০২৩ সালের জুন মাসে শুরু হয়েছিল এই মেগা। ‘এই পথ যদি না শেষ হয়’-এর সাফল্যের পর সন্ধ্যাতারা-র সঙ্গে জলসার পর্দায় ফিরেছিলেন অন্বেষা। চর্চ কম টিআরপি-র জেরেই কোপ পড়ছে এই মেগায়। তবে রেটিং নিয়ে কোনওদিনই মাথা ঘামান না অভিনেত্রী। মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেত্রী বললেন, ‘টিআরপি-র দৌড় নিয়ে সবাই কথা বলে। এই প্রতিযোগিতা তো মূলত দুটো লিডিং চ্যানেলের মধ্যে। আমার শুরুটা কিন্তু কালার্স, আকাশ এই সব চ্যানেলে। শুরু হয়েছিল ‘কাজললতা’ দিয়ে। আমার প্রথম বড় কাজ (চুনী পান্না) স্টার জলসাতেই। আমার প্রথম ডিরেক্টর অনুপমদা আমাকে বলেছিল টিআরপি-র নিরিখে সবকিছু হয় না। আজ টিআরপি ৬.৪ হল, যদি কোনওদিন ১৬.৪ হয় বা -০.৪ হয়। যে কাজটা ১৪ ঘন্টা আমাকে ফ্লোরে এসে করতে হয় সেটা বদলাবে না। টিআরপি আমার কাজকে ভালো বা খারাপ করে দেবে না… কোনওদিন টিআরপি আমাকে এফেক্ট করতে পারেনি'।
প্রসঙ্গত, নতুন বছরের একদম গোড়ার দিকেই সামনে এসেছিল ‘বঁধুয়া’র প্রোমো। এই শো-এর সঙ্গে দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরছেন রেজওয়ান ওরফে সানি। নবাব নন্দিনীর পর ফের নতুন ভূূমিকায় তিনি। দেড় মাস যাবত ভক্তরা হা-পিত্যেশ করে বসেছিল এই সিরিয়ালের সম্প্রচারের দিনক্ষণ জানতে, অবশেষে অপেক্ষার অবসান। এই সিরিয়ালের প্রোমো দেখে অনেকে মিল পেয়েছেন কার্তিক-কিয়ারার ‘সত্য়প্রেম কি কথা’র সঙ্গে। যদিও সেই প্রসঙ্গে নিজের পক্ষ রেখেছেন রেজওয়ান। নায়ক জানান, ‘সোশ্যাল মিডিয়ায় মানুষ খোলাখুলিভাবে নিজের মতামত রাখতে পারে। ফেক অ্যাকাউন্ট থেকেও প্রচুর ওপিনিয়ান ধেয়ে আসে। মানুষ আজকাল বড্ড জাজমেন্টাল, এতো বেশি বুঝে ফেলে আগে থেকে… আমি তো বুদ্ধিমান নয়! কারুর যদি মনে হয়ে থাকে, সেটা তার মত। আমি বলতে পারব না।’