ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডের (বাফটা) মঞ্চে হাজির হয়েছিলেন কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম। ৭৭তম বাফটার সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডেভিড বেকহ্যাম, কেট ব্ল্যানচেট, দুয়া লিপার সঙ্গে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
এ দিন কালো টাক্সেডোর সঙ্গে সাদা শার্ট এবং কালো বো পরেছিলেন বেকহ্যাম। রেড কার্পেটে পৌঁছে পাপারাৎজ্জি দেখে খুশি খুশি পোজও দেন ফুটবল কিংবদন্তি। বেকহ্যামের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আরও পড়ুন: রামচরণের সঙ্গে তেলুগু ছবি করছেন জাহ্নবী, মেয়েকে নিয়ে বড় খবর দিলেন বনি
একটি ছবিতে দেখা গিয়েছে প্রিন্স উইলিয়ামের সঙ্গে হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করছেন বেকহ্যাম। দেখুন সেই ছবি-
১৯ ফেব্রুয়ারি লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত হয় ২০২৪ সালের বাফটা অ্যাওয়ার্ড। ভারতে এই পুরস্কারের বিশেষ ইভেন্ট লায়ন্সগেট প্লেতে দেখা গিয়েছে।
অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা ডেভিড টেন্যান্ট। এদিনের অনুষ্ঠানে ভারত থেকে প্রেজেন্টার হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। 'বেস্ট ফিল্ম নট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ' বিভাগের পুরস্কার প্রদান করেন তিনি। 'পুওর থিংস', 'ওপেনহাইমার' অনুষ্ঠানের সমস্ত লাইম লাইট কেড়ে নেয়। ক্রিস্টোফার নোলানের ছবি এবার 'বাফটা'য় ৭টি পুরস্কার পেয়েছে। সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা সহ অভিনেতার মতো প্রধান সারির পুরস্কার পেয়েছে ‘ওপেনহাইমার’। এমা স্টোনের 'পুওর থিংস' ৫টি পুরস্কার পেয়ে তালিকায় দ্বিতীয় স্থানে।
'বাফটা ২০২৪' সালের সম্পূর্ণ তালিকা
বেস্ট ফিল্ম - ওপেনহাইমার
লিডিং অ্যাকট্রেস - এমা স্টোন, পুওর থিংস
লিডিং অ্যাক্টর - কিলিয়ান মারফি, ওপেনহাইমার
ডিরেক্টর - ক্রিস্টোফার নোলান, ওপেনহাইমার
বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস - ডা'ভাইন জয় রানডলফ, দ্য হোল্ডওভার্স
বেস্ট সাপোর্টিং অ্যাক্টর - রবার্ট ডাউনি জুনিয়র, ওপেনহাইমার
মেকআপ অ্যান্ড হেয়ার - পুওর থিংস
কস্টিউম ডিজাইন - পুওর থিংস
আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম - দ্য জোন অফ ইন্টারেস্ট
ব্রিটিশ শর্ট অ্যানিমেশন - ক্র্যাব ডে
ব্রিটিশ শর্ট ফিল্ম - জেলিফিশ অ্যান্ড লবস্টার
প্রোডাকশন ডিজাইন - পুওর থিংস
সাউন্ড - দ্য জোন অফ ইন্টারেস্ট
অরিজিন্যাল স্কোর - ওপেনহাইমার
ডকুমেন্টারি - ২০ ডেজ ইন মারুইপোল
অ্যাডপ্টেড স্ক্রিনপ্লে - আমেরিকান ফিকশন
সিনেম্যাটোগ্রাফি - ওপেনহাইমার
এডিটিং - ওপেনহাইমার
কাস্টিং - দ্য হোল্ডওভার্স
ফিল্ম নট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ - দ্য জোন অফ ইন্টারেস্ট
আউটস্ট্যান্ডিং ডেবিউ বাই এ ব্রিটিশ রাইটার, ডিরেক্টর অর প্রোডিউসার - আর্থ মামা, সাভানা লিফ, শার্লি ও'কোনর, মেড রিওর্ডান
ইই রাইজিং স্টার অ্যাওয়ার্ড - মিয়া ম্যাককেনা - ব্রুস
অ্যানিমেটেড ফিল্ম - দ্য বয় অ্যান্ড দ্য হেরন
স্পেশাল ভিস্যুয়াল এফেক্টস - পুওর থিংস
অরিজিন্যাল স্ক্রিনপ্লে - অ্যানাটমি অফ এ ফল