রবিবার রাতে বসেছিল ৭৪তম বাফটা পুরস্কারের আসর। মূল অনু্ষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কার হাতছাড়া হল অভিনেতা আদর্শ গৌরবের। তবে এ বছর বাফটার শ্রদ্ধার্ঘ বিভাগে স্মরণ করা হল প্রয়াত দুই বলিউড তারকা ঋষি কাপুর ও ইরফান খানকে। গত বছর এপ্রিলে না ফেরার দেশে চলে যান এই দুই ভারতীয় অভিনেতা।
বাফটা পুরস্কারের মঞ্চে নিজেদের প্রিয় তারকার মুখ ভেসে উঠতে দেখে স্বভাবতই আবেগঘন ইরফান-ঋষি ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের সেই আবেগ উজাড় করে দিয়েছেন তাঁরা।
গত বছর ২৯শে এপ্রিল মারা যান ইরফান খান, নিউরোএন্ডোক্রাইন টিউমারের সঙ্গে দু বছর লড়াই করেন ‘আংরেজি মিডিয়াম’ অভিনেতা। এই ধাক্কা কাটিয়ে উঠবার আগেই পরের দিন প্রয়াত হন ঋষি কাপুর। ৬৭ বছরের এই অভিনেতার মৃত্যুর কারণ ছিল মারণরোগ ক্যানসার।
বাফটার মঞ্চে শ্রদ্ধার্ঘ বিভাগে স্মরণ করা হল জর্জ সেগাল, শন কোনেরি, বারবারা উন্ডসর, ওলিভিয়া ডে হ্যাভিল্যান্ড, অ্যালান পার্কার, ক্রিস্টোফার প্লুমের সহ একাধিক খসে পড়া তারকাকে। সোশ্যাল মিডিয়ায় বহু অনুরাগী ক্ষোভও প্রকাশ করেছেন ‘গেম অফ থ্রনস’ খ্যাত অভিনেত্রী ডিয়ানা রিগ এই তালিকায় জায়গা না পাওয়ায়। যদিও বাফটার তরফে সাফাই দিয়ে বলা হয়, ‘ডিয়ানা রিগ আমাদের অনলাইন রেকর্ডস-এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন। টেলিভিশনের পর্দায় ওঁনার অবদানের জন্য আমরা তাঁকে শ্রদ্ধার্ঘ জানাবো’।
মূল অনুষ্ঠানে পরিচালক ক্লোয়ে ঝাও-এর ‘নোমাডল্যান্ড’ বাজিমাত করেছে। চারটি পুরস্কার গিয়েছে এই ছবির ঝুলিতে। এদিন বাফটার মঞ্চে দ্বিতীয় মহিলা এবং প্রথম এশিয় মহিলা হিসাবে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন ক্লোয়ে ঝাও। সেরা অভিনেত্রীর পুরস্কারও গিয়েছে ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ডের ঝুলিতে। অন্যদিকে ‘দ্য ফাদার’ ছবির জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন অ্যান্থনি হপকিন্স।