ভারতে তারকাখচিত ভোট নতুন খবর নয় আর। বলিউড হোক দক্ষিণের তারকারা, সম্প্রতি টলিউডের নায়ক-নায়িকারাও ভোটে দাঁড়িয়ে পেয়েছেন জনগণের সমর্থন। তবে বাংলাদেশের দুই তারকা মাহিয়া মাহি ও হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেছে সেই দেশ। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মাহি। অন্য দিকে, বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের দলীয় প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন হিরো আলম। জানা গিয়েছে, দুজনের মনোনয়নপত্রই বাতিল হয়ে গিয়েছে।
বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধে উঠেছে জাল সই-এর অভিযোগ। এই অভিনেত্রী প্রথমে চেয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে লড়তে। উপনির্বাচনেও তাঁকে প্রার্থী করেনি আওয়ামী লীগ। এবারেও ওই আসনের প্রার্থী হতে চেয়ে আওয়ামী লীগের কাছে আবেদন ফর্ম জমা দেন। কিন্তু এবারেও মাহিকে খালি হাতে ফেরায় আওয়ামী লীগ। আর তারপরেই রাজশাহী ১ আসলে লড়ার জন্য নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি।
রবিবার সেই মনোনয়নপত্র বাতিল ঘোষণা করলেন রিটার্নিং আধিকারিক ও জেলাশাসক শামীম আহমেদ। মনোনয়নপত্র খতিয়ে দেখার সময় মাহি উপস্থিত ছিলেন সেখানে। তারপর চলে যান তিনি। পরে সেখান থেকে জানানো হয়, শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহি-র মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হচ্ছে। কারণ জাল সই করেছেন তিনি। মাহি তাঁর সামর্থক হিসেবে যাদের স্বাক্ষর জমা দিয়েছেন, সেই হিসেবে গোলমাল পাওয়া গিয়েছে। এমন অনেকে আছেন ।যারা সেই অঞ্চলের ভোটারই নন। আর এসব কারণেই বাতিল হয় মাহির মনোনয়নপত্র।
প্রসঙ্গত, নির্দল প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে সমর্থনের প্রমাণ হিসেবে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সই জমা দিতে হয়।
শুধু মাহি নয়, বাতিল করা হয়েছে হিরো আলমের মনোনয়নপত্রও। চারটি অভিযোগ উঠেছে বাংলাদেশের এই নায়ক-গায়কের নামে। এমনকী মনোনয়নের হলফনামাতে স্বাক্ষরও করেননি হিরো আলম।
হিরো আলম করেছে আরও বড় গোলমাল। দলীয় প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিলেও মনোনয়নপত্রে উল্লেখ করেননি কোনও দলের নামই। সঙ্গে দলীয় মনোনয়নের মূল কপি জমা না দিয়ে ফটোকপি জমা দিয়েছেন। এদিকে স্বতন্ত্রভাবে নির্বাচন লড়তে হলে মনোনয়নপত্রের সঙ্গে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়, সেটাও ছিল না।
এদ্কে স্বাক্ষর জালি করার অভিযোগ মানতে নারাজ মাহি। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, রিটার্নিং আধিকারিকের এই সিদ্ধান্ত সঠিক নয়। তিনি এর বিরুদ্ধে অ্যাপিল করবেন।