বাংলা নিউজ > বায়োস্কোপ > Pori Moni: রাজকে ছাড়াই ছেলের প্রথম জন্মদিন পালন, পরীমনি বলছেন, ‘সবার ভাত মারতে আসছি…’

Pori Moni: রাজকে ছাড়াই ছেলের প্রথম জন্মদিন পালন, পরীমনি বলছেন, ‘সবার ভাত মারতে আসছি…’

রাজ্যের সঙ্গে পরীমনি

পরীমনি এদিন আরও বলেন, ‘আজ আমি খুব কেঁদেছি। ভেবেছি, এমনটা তো হওয়ার কথা ছিল না। মাস দুয়েকের বেশি হল রাজের কোনও খবর নেই। সে আসেও না, আমাদের খবরও নেয় না। আমি তো একাই সব সামাল দিচ্ছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, ছেলের জন্মদিনের আনন্দেও যেন ও না আসে। আমি আমার মতো করেই ছেলেকে উপহার দিতে চাই, আয়োজন করতে চাই।

মা হওয়ার পর ছেলেকে নিয়ে তুমুল ব্যস্ত পরীমনি। মাতৃত্বের পর নিজেকে সিনেমা থেকে সরিয়ে নিয়েছিলেন। তবে ফের কাজে ফিরছেন বাংলাদেশের ‘পরী’। কাজে ফিরতে ইতিমধ্যেই নিজেকে প্রস্তুত করছেন পরীমনি। মাতৃত্বকালীন বেড়ে যাওয়া ওজনও কমাচ্ছেন। 'পরী' বলছেন এখন তাঁর ওজন ৫৬ কেজি। তবে লক্ষ্য ৫২ কেজি করা। আগেও তাঁর ওজন ছিল ৫২-৫৩ কেজির মধ্যে। 

এদিকে বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছে  বাংলাদেশের পাশাপাশি এবার কলকাতার ছবিতেও কাজ করবেন পরীমনি। আজ, বৃহস্পতিবার ছেলের ১ বছরের জন্মদিনে বড় ঘোষণা করলেন অভিনেত্রী। এদিন ছেলের জন্মদিন উপলক্ষে ঢাকার পাঁচতারা হোটেলে রাজকীয় আয়োজন করেন অভিনেত্রী। এদিনই নিজের কাজে ফেরা প্রসঙ্গে বলেন, ‘এবার কলকাতা-বাংলাদেশ মিলিয়ে কাজ করব। বেশকিছু জায়গায় কথা হয়েছে। সেগুলো মোটামুটি চূড়ান্ত। আজ রাজ্যের জন্মদিনেই বেশকিছু প্রযোজক, এই কাজগুলি নিয়ে ঘোষণা করার কথা বলেছিলেন। তবে আমি রাজি হইনি। কারণ আজ আমার বাবুর প্রথম জন্মদিন। রাজ্যের প্রথম জন্মদিনের আনন্দ কোনওকিছুর সঙ্গেই ভাগ করে নিতে চাই না। তবে এরপরই সেই ঘোষণা হবে। সবার ভাত মারতে আসছি।’

আরও পড়ুন-Exclusive Rukmini Maitra: লোকে বলে ট্যালেন্টেড নই, অভিনয় পারি না, তবে আমি জানি আমি পরিশ্রমী: রুক্মিণী

আরও পড়ুন-Exclusive Raj Chakraborty: রকি অউর রানি বাংলায় হলে চলত না, আমরা হিপোক্রিট: রাজ

এদিকে এদিন ছেলের জন্মদিনের অনুষ্ঠানে পরীমনির পাশে ছিলেন না স্বামী শরিফুল রাজ। আইনত বিচ্ছেদ না হলেও রাজের সঙ্গে এখন আর থাকছেন না পরীমনি। গত ২০ মে রাজ নিজেই বাড়ি থেকে বের হয়ে যান। এবিষয়ে পরীমনি বাংলাদেশের সংবাদমাধ্যমকে বলেন, ‘কত স্বপ্ন ছিল, ছেলের প্রথম জন্মদিনে কতকিছুই করব। মা-বাবা এক ফ্রেমে ছেলেকে নিয়ে ছবি তুলব। সেসব আর হল কোথায়? বিধাতা সেসব আমার ভাগ্যে রাখেননি।’

পরীমনি এদিন আরও বলেন, ‘আজ আমি খুব কেঁদেছি। ভেবেছি, এমনটা তো হওয়ার কথা ছিল না। মাস দুয়েকের বেশি হল রাজের কোনও খবর নেই। সে আসেও না, আমাদের খবরও নেয় না। আমি তো একাই সব সামাল দিচ্ছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, ছেলের জন্মদিনের আনন্দেও যেন ও না আসে। আমি আমার মতো করেই ছেলেকে উপহার দিতে চাই, সব আয়োজন করতে চাই। ছেলের মামাদের নিয়ে একটা সুন্দর সন্ধে কাটাতে চাই।’

প্রসঙ্গত, খুব শীঘ্রই কলকাতায় এসে বাংলা ছবির শ্যুটিং শুরু করার কথা রয়েছে পরীমনির।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

বুমরাহকে ভয়! বর্ডার গাভাসকর ট্রফিতে ওপেনিং করবেন না! আগেই বোর্ডকে জানালেন স্মিথ! কলকাতার কোন রুটে কোন বাসের কী হাল? এক অ্যাপেই মিলবে সব প্রশ্নের জবাব! আন্দোলনে থেকেও অরন্ধনে সাড়া দিলেন না অনেকেই, যিনি রাঁধেন তিনি প্রতিবাদও করেন! বহু পুলিশ থাকলেও নারীদের সম্মান রক্ষা করতে পারবে না, পুরুষদের কী বার্তা কল্যাণের অনুরোধ করেও কাজ হল না! সোমবার ম্যাচ খেলল না DHFC…পিছিয়ে গেল ইস্টবেঙ্গলের ম্যাচ… কামিন্সের মতই ভারতীয় দর্শকদের চুপ করালেন ম্যাচের সেরা সোফি, জানালেন অভিজ্ঞতা বাবা সিদ্দিকির ম্যাজিকেই ঘুচেছিল দূরত্ব! শাহরুখ-সলমনকে এক করেও বলেছিলেন… ‘ডেটা লগার’ দিয়ে রোজ চেক করুন সব ঠিকঠাক আছে কিনা, সব জোনকে চিঠি রেল বোর্ডের ‘গণতন্ত্রের পক্ষে দুঃখজনক’, দিল্লিতে অনশনের সময় আটক নিয়ে মন্তব্য ওয়াংচুকের ভয়াবহ ফিল্ডিং, স্মৃতির ‘টেস্ট’- কোন ৫ কারণে T20 বিশ্বকাপে জঘন্য হাল হল ভারতের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.