২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মঙ্গলবার ভারতের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই দলে জায়গা পাননি রিঙ্কু সিং। যা নিয়ে নানা বিতর্কও তৈরি হয়েছে। টি২০-তে গত এক বছরের মধ্যে ভারতের সেরা ফিনিশার নিঃসন্দেহে রিঙ্কু সিং। তবে তাঁকে ১৫ সদস্যের দলে রাখা হয়নি। তাঁকে রিজার্ভ দলে রাখা হয়েছে। তবে টিমের সঙ্গেই থাকবেন রিঙ্কু। যদি কোনও খেলোয়াড় প্রতিযোগিতা থেকে বাদ পড়েন, তবে তিনি নির্বাচনের জন্য উপলব্ধ থাকবেন। সেক্ষেত্রে অবশ্য কোন বিভাগের ক্রিকেটার বাদ পড়ছেন, সেই পরিপ্রেক্ষিতে কাকে প্রয়োজন, তার উপর সবটা নির্ভর করবে। রিঙ্কু ভারতের হয়ে ১৫টি টি২০ খেলেছেন। বিশেষ করে ১৬ থেকে ২০ ওভারে তাঁর পারফরম্যান্স ছিল নজর কাড়া।
আরও পড়ুন: দিল্লির টসে জেতাই বুমেরাং হল? ২১ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল নাইটরা
রিঙ্কু ভারতীয় দলে জায়গা না পাওয়ার বড় কারণ হল, বিরাট কোহলি ফিরে এসেছেন এবং নির্বাচকেরা চতুর্থ স্পিন বিকল্প হিসেবে যুজবেন্দ্র চাহালকে দলে রেখেছেন। ঋষভ পন্তকে প্রথম পছন্দের রক্ষক হিসেবে দলে নেওয়া হয়েছে। যা বেশ বিস্ময়কর। কারণ পন্ত গত দেড় বছরে কোনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। নির্বাচকেরা ব্যাকআপ কিপার, ব্যাকআপ স্পিনার এবং হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে দুই ফাস্ট বোলিং অলরাউন্ডারকে দলে রেখেছেন। আর দলে দুই অভিজ্ঞ - রোহিত শর্মা এবং বিরাট কোহলিও রয়েছেন। যে কারণে রিঙ্কুর মতো একজন যোগ্য খেলোয়াড়কে বঞ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: ICC Champions Trophy 2025-এর জন্য সম্ভাব্য তিনটি জায়গা শর্টলিস্ট করল PCB
রিঙ্কুকে বাদ দেওয়া নিয়ে তীব্র ভাবে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান অম্বাতি রায়ডু। এবং এই সিদ্ধান্তের নিন্দা করে তিনি নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘রিংকু সিংয়ের দল থেকে বাদ পড়ায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে, পরিসংখ্যানকেই ক্রিকেটবোধের ঊর্ধ্বে রাখা হয়েছে… এই নির্বাচিত ভারতীয় দলের মধ্যে গত দু' বছরে একটি টি-টোয়েন্টি ম্যাচে ১৬তম এবং ১৭তম ওভারে ব্যাট করতে এসে কোন প্লেয়ার উচ্চ স্ট্রাইকরেটে সাবলীল ভাবে খেলেছেন এবং দলকে জিতিয়েছেন, রবীন্দ্র জাদেজাকে ছাড়া… রিঙ্কু সিংয়ের দলে না থাকাটা বড় ক্ষতি… সংখ্যার চেয়ে গুণমানকে এগিয়ে রাখা উচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ক্রিকেট খেলার ক্ষমতা এবং দক্ষতাকে ইনস্টাগ্রামে লাইক করার উপর মাপা না হয়।’
রায়ডু নিজেও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের দলে নির্বাচিত হননি। বঞ্চনার শিকার হয়েছিলেন। চার নম্বর স্থানে ভারতের হয়ে প্রায় দুই বছর নিয়মিত ব্যাটিং করার পরেও, বিজয় শঙ্করকে তাঁর জায়গায় দলে রাখা হয়েছিল। তৎকালীন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ এই সিদ্ধান্তের প্রেক্ষিতে দাবি করেছিলেন, বিজয় শঙ্কর একজন থ্রিডি (3D) খেলোয়াড়। কারণ তিনি বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং তিনই করতে পারেন।
আরও পড়ুন: ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত, ভাইরাল হল সেই ভিডিয়ো
সেই সময়ে টুইট করে প্রসাদের দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়ে রায়ডু লিখেছিলেন, ‘বিশ্বকাপ দেখার জন্য একটি নতুন সেট থ্রিডি (3D) চশমা অর্ডার করেছি।’
আসলে এবার আইপিএলে রিঙ্কুর ব্যাট হাতে খুব একটা ভালো ছন্দে নেই। সেটাই সম্ভবত তাঁর বাদ পড়ার বড় কারণ। তবে রিঙ্কু ভক্তরা আশা করেছিলেন, ২০২৩ সালের আইপিএলে যেভাবে রিঙ্কু ব্যাটিং করে বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন, এবং পরবর্তীতে টিম ইন্ডিয়ার হয়েও নজর কেড়েছিলেন, তাতে হয়তো টি২০ বিশ্বকাপের ভারতীয় দলে তাঁকে একজন ফিনিশারের ভূমিকায় দেখা যেতে পারে।