দীর্গ কয়েক মাসের লড়াইয়ে ইতি। চলে গেলেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক আকবর। রবিবার বিকালে প্রয়াত হন তিনি। ডায়াবেটিস, কিডনি, লিভার-সহ একাধিক জটিল রোগে আক্রান্ত ছিল, অবশেষে রবিবার ৩টে ০৫ মিনিটে না ফেরার দেশে পাড়ি দেন আকবর।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত কয়েকদিন ধরেই ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউ-তে রাখা হয়েছিল তাঁকে, ছিলেন ভেন্টিলেশন সাপোর্টে। মাস কয়েক আগে দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল তাঁর। এর জেরে শরীরে জল জমার কারণে তাঁর ডান পায়ে ক্ষত তৈরি হয়েছিল, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সেই গত মাসে সেই পা কেটে বাদ দেওয়া হয়। এরপর বাড়ি ফিরেছেন কয়েকদিনের জন্য। যদিও পা কাটার পর ফের বেড়ে যায় তাঁর কিডনি ও লিভারের সমস্যা। এর জেরে গত ৫ই নভেম্বর ফের ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রয়াত গায়কে।
দুই বছর আগে আকবরের শরীরে বাসা বেঁধেছিল জন্ডিস, সেই থেকেই নানান সমস্য়ায় ভুগছিলেন তিনি। চলতি বছর জানুয়ারি মাস থেকে একেবারে শয্যাশায়ী ছিলেন গায়ক। যশোরে নিজের গ্রামে কবরস্থ করা হয়েছে ‘তোমার হাত পাখার বাতাসে’ খ্যাত গায়ককে।
গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে যশোরে রিকশা চালাতেন আকবর। খুলনার পাইকগাছায় জন্ম হলেও আকবরের বেড়ে ওঠা যশোরে। গান শেখেননি কখনও। শুরুর দিকে স্টেজ শো হলে ডাক পেতেন। ধীরে ধীরে তাঁর কণ্ঠ জনপ্রিয়তা পেতে শুরু করে যশোরে। কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ নতুন করে গেয়েছিলেন আকবর আলি গাজী। পরে 'তোমার হাতপাখার বাতাসে' তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়।