সিসিএল (সেলেব্রিটি ক্রিকেট লিগ)-এ পরপর দুটি ম্যাচে জয় হাসিল করল বাংলার তারকারা। শুক্রবারের পর শনিবারের ম্যাচও জিতে নিল যিশু সেনগুপ্ত-র বেঙ্গল টাইগার্স। আর এবার তাঁরা সোজা উঠে গেল সেমি ফাইনালে।
শনিবার বেঙ্গল টাইগার্স মুখোমুখি হয়েছিল মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন ভোজপুরি দাবাংস। সিসিএলের ম্যাচ খেলে হয় ১০-১০ ওভারের দুটি ইনিংসে। আর দুটোতেই এগিয়ে ছিল বেঙ্গল টাইগার্স।
প্রথম ইনিংসে ২ উইকেটে ১৩৪ রান করে যিশুর টিম। মনোজের টিমের রান ছিল ৭ উইকেটে ৯৮। আর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১২১ রানের লক্ষমাত্রা রেখেছিল বাংলা। তবে ৮৬ রানেই থেমে যায় ভোজপুকি দাবাংসের গাড়ি। ৭১ রানে জয় হয় বাংলার তারকাদের।
আরও পড়ুন: ‘অনেক দিন পর, এবার তো ভেঙে যাবে…!’, বিয়ের পর ভয়ে ভয়ে কাঞ্চন-পত্নী শ্রীময়ী
দলের সদস্য ও স্বামীদের উৎসাহ জানাতে এদিনও মাঠে উপস্থিত ছিলেন নীলাঞ্জনা, দর্শনা, কৌশানিরা। সেমি ফাইনালে ওঠার আনন্দে আফটার পার্টিও করে টিম। সেই ছবি-ভিডিয়োও আপাতত ভাইরাল সামাজিক মাধ্যমে।
আরও পড়ুন: পুরনো ভিডিয়োতে ‘সারা সুলতান’ নাম, ওজন ৯৬ কেজি, আর কী লুকিয়েছেন সারা আলি খান?
সিসিএল-এর অফিসিয়াল হ্যান্ডেল থেকে শেয়ার করা ভিডিয়োতে দেখা গেল, ট্রফি নিতে এলেন যিশু। মনোজ তিওয়ারিও ছিলেন। এরপর ট্রফি হাতে যোগ দেন নিজের টিমকে। সকলেই ভরিয়ে দিতে থাকে শুভেচ্ছায়। জড়িয়ে ধরতে থাকে ক্যাপ্টেনকে। এরপর পিছন ফিরে বউকে দেখেই ডেকে জড়িয়ে ধরেন যিশু। স্বামী-স্ত্রীর মিষ্টি মুহূর্ত কাড়ে মন। মাঠে বনির পাশে কৌশানি, আর সৌরভের পাশে দর্শণাকেও দেখা গেল জয়ের আনন্দে সামিল হতে।
আরও পড়ুন: ‘আমাদের বিয়ে গোপনে…’, কে প্রপোজ করেছিল কোয়েল না অরিজিৎ? প্রকাশ্যে আনলেন গায়ক
শনিবার ছিল ম্যাচ মুম্বই হিরোজ আর পঞ্জাব দ্য শেরের ম্যাচ। হাড্ডাহাড্ডি টক্করের শেষে ম্যাচ জিতল রীতেশ দেশমুখের মুম্বই। ফলে তাঁরা সেমি ফাইনালে পৌঁছলেও, সিসিএলের রেস থেকে বাদ যেতে হল পঞ্জাবকে। প্রসঙ্গত, শুক্রবার নিজেদের ঘরের মাঠে পঞ্জাব দ শের হেরেছিল বেঙ্গল টাইগার্সদের কাছে।
এরপর ১৫ মার্চ হবে সেমি ফাইনালের ২টি ম্যাচ। যাতে মুখোমুখি হবে চারটি দল। আপাতত সেই তালিকায় ঢুকে পড়েছে বেঙ্গল টাইগার্স আর মুম্বই হিরোজ। ১৭ মার্চ ফাইনালের ম্যাচও রয়েছে ভাইজ্যাগেই।
এবার দেখার, ট্রফি কি আসবে বাংলাতে?