বলিউড কেরিয়ারে সাফল্য পেয়েছেন সারা আলি খান। তাঁর গ্ল্যামারাস লুক, কথা বলার স্টাইল, সবই মন ছুঁয়ে যায় তাঁর ভক্তদের। সারা-র ঘনিষ্ঠরা দাবি করেন, তিনি নাকি মাটির মানুষ। নবাব পরিবারের অংশ হয়েও সিধেসাধা। তবে একসময় এই গ্ল্যামারাস মেয়েটাই ছিল ওভার ওয়েট। সারা অবশ্য তা লুকিয়ে রাখার চেষ্টা করেননি কোনওদিনই। বরং, নিজের বডি ও ওয়েট ট্রান্সফরমেশনের জার্নি নিজেই ভাগ করে নিয়েছেন সোশ্যালে।
তবে এবার ২০১৩ সালে হওয়া অভিনেত্রীর গ্র্যাজুয়েশন সেরিমনির একটা ভিডিয়ো ভাইরাল হল ইন্টারনেটে। আর দেখা গেল, কলেজের সেই প্রোগ্রামে স্টেজে ডাকার সময় সইফ-কন্যাকে স্টেজে ডাকা হল ‘সারা সুলতান’ নামে।
আরও পড়ুন: ‘এত মোটা টাকা…’! আরবাজ-সুরা বিয়ে করতেই, খোরপোশের অঙ্ক নিয়ে মুখ খুললেন মালাইকা
ভিডিয়োতে দেখা গেল গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নিলেন সারা নিতা আম্বানি ও আমির খানের থেকে। সারার পিছনে দেখা গেল তাঁর মা-বাবা সইফ আলি খান আর অমৃতা সিং-কেও। মেয়ে নতুন মাইলস্টোন ছোঁয়ায় গর্ব ও খুশির ছাপ মা-বাবার চোখেমুখে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও পলিটিক্যাল সায়েন্সে ডিগ্রি পান তিনি।
আরও পড়ুন: ‘আমাদের বিয়ে গোপনে…’, কে প্রপোজ করেছিল কোয়েল না অরিজিৎ? প্রকাশ্যে আনলেন গায়ক
আর এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বিষ্ময় ছড়িয়ে পড়ল সকলের মধ্যে। একজন কমেন্টে লিখলেন, ‘সারা আলি খান না বলে, সারা সুলতান লেখা হচ্ছে কেন?’ অপর একজন মন্তব্য করেন, ‘আমি এর আগে এক সাক্ষাৎকারে অনেক আগে সারাকে নিজের নাম বলতে শুনেছিলাম সারা সুলতান। তাহলে কি এই পরিবারের উপাধি, সুলতান? বাদবাকি সব সাক্ষাৎকারেই ও বলেছে, সারা আলি খান পতৌদি!’
আরও পড়ুন: দু' বছরে দুবার বিয়ে করায় হয় কটাক্ষ! বিরক্ত দুর্নিবার-মোহর এতদিনে সামনে আনলেন ছবি
ইস্ট ইন্ডিয়া কমেডির সঙ্গে একটি পুরানো সাক্ষাৎকারে, সারা আলি খান প্রকাশ করেছিলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় বিমানবন্দরের কর্মকর্তারা প্রায়ই তার বর্তমান চেহারা এবং তার ডকুমেন্টসে থাকা ফটোগুলির মধ্যে সম্পূর্ণ বৈপরীত্যের কারণে, অবাক হয়ে যান! বিশেষ কারণে সেই সময় তাঁর ওজন ছিল ৯৬ কেজি। তিনি আরও প্রকাশ করেছিলেন যে, তাঁর স্টুডেন্ট ভিসা এবং নিয়মিত ভিসা-সহ বিভিন্ন ভিসা সংক্রান্ত নানা কাগজ বিমানবন্দর কর্তৃপক্ষের মধ্যে সন্দেহের জন্ম দেয়। সারা তাঁর স্টুডেন্ট ভিসায় নিজের উপাধি হিসেবে 'সুলতান' থাকার কথাও উল্লেখ করেছেন। কিন্তু কোনো সম্ভাব্য সমস্যা এড়াতে এই ব্যাপারে বিস্তারিত কথা প্রকাশ করা থেকে বিরত থাকেন তিনি।