বুধবারই খবর এসেছে বন্ধ হতে চলেছে ধুলোকণা ধারাবাহিক। সেই জায়গায় নাকি আসবে নীল-তিয়াসার বাংলা মিডিয়াম। এই নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদ করেছেন দর্শকরা। হাই টিআরপি দেওয়া ধারাবাহিক কীভাবে বন্ধ করতে পারে চ্যানেল। এদিকে চলতি সপ্তাহেও টপ ফাইভে রয়েছে লালন-ফুলঝুরি। নম্বর চার, পেয়েছে ৭.১। চার নম্বরে ধুলোকণার সঙ্গে রয়েছে গাঁটছড়া আর খেলনা বাড়ি। সেই হিসেবে গাঁটছড়ার নম্বর কাজে এসেছে। এতদিন ধরে খড়ির জ্যেঠুকে নিয়ে যে রহস্য তৈরি হয়েছিল সেই রহস্যের পরদা ফাঁস অবশেষে কাজে এল। যদিও খবর, ২০২২-এই ধারাবাহিক শেষ করে দেওয়ার কথা ভাবছে চ্যানেল।
এবারেও এক নম্বরে জগদ্ধাত্রী (৮.২)। আগেরবার সঙ্গে ছিল অনুরাগের ছোঁয়া। তবে এবার এই মেগার নম্বর কমেছে, ৭.৭ পেয়ে চলে এসেছে দু নম্বরে। তারপরেই আলতা ফড়িং।
মিঠাই কিন্তু এবারেও স্লট বদলের পরেও ধরে রেখেছে নিজের জায়গা সেরা দশে। সৌমিতৃষা-আদৃতরা রয়েছেন সাত নম্বরে। আসলে মিঠির ট্র্যাকটা সকলেরই বেশ ভালো লাগছে। বরং মিঠাই-ভক্তদের দাবি গল্প এখন অনেক বেশি টানটান। সঙ্গে মিঠাই কবে ফেরত আসবে সেই উত্তেজনা তো রয়েইছে। স্লট লিডও করেছে নবান নন্দিনীকে হারিয়ে দিয়ে।
এক নজরে দেখুন সেরা দশের তালিকা-
প্রথম- জগদ্ধাত্রী (৮.২)
দ্বিতীয়- অনুরাগের ছোঁয়া (৭.৭)
তৃতীয়- আলতা ফড়িং (৭.৪)
চতুর্থ- ধুলোকণা/ খেলনা বাড়ি/ গাঁটছড়া (৭.১)
পঞ্চম- গৌরী এলো (৬.৯)
ষষ্ঠ- নিম ফুলের মধু (৬.৭)
সপ্তম- মিঠাই (৬.৬)/ এক্কা দোক্কা (৬.৬)
অষ্টম- সাহেবের চিঠি (৬.৪)/ লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৪)
নবম- মাধবীলতা (৬.৩)
দশম- নবাব নন্দিনী (৫.৬)
খবর রয়েছে একগুচ্ছ ধারাবাহিক বন্ধ হবে। যেগুলোর টিআরপি এই সপ্তাহেও যথারীতি কম। যেমন উড়ন তুবরি, বোধিসত্ত্বের বোধবুদ্ধি-র মতো সিরিয়াল। এদিকে শেষ সপ্তাহে লালকুঠির টিআরপি ছিল ৩.৪।