সেলেবদের ঝগড়া থেকে শুরু করে তাঁদের হাঁড়ির খবর জানার জন্য অনেকেই বিগ বস দেখতে পছন্দ করেন। কেউ কেউ তো এই রিয়েলিটি শো শেষ হয়ে গেলে কবে আবার সেটা শুরু হবে তার জন্য অপেক্ষা করেন। এই বছরও এই শো শুরু হতে না হতেই তার জনপ্রিয়তার তুঙ্গে। বিগ বসে দিওয়ালি উপলক্ষ্যে এদিন অতিথি হয়ে এসেছিলেন ভারতী সিং। তাঁকে হাউজের সদস্যদের সঙ্গে মজা করতে দেখা যায়। কিন্তু সেটা করতে গিয়েই তিনি বাঙালিদের নিয়ে মজা করলেন, থুড়ি ভ্যাঙালেন। আবার কথায় বুঝিয়েও দিলেন বাংলা ভারতের বাইরে। সেটা শুনেই রেগে গিয়েছেন অনেকেই।
বিগ বসে বাঙালিদের নিয়ে কী বললেন ভারতী?
সম্প্রতি ভারতী সিংয়ের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে তাঁকে ঐশ্বর্য শর্মার সঙ্গে কথা বলতে দেখা যায়। ভারতী এসেই তাঁকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে জিজ্ঞেস করেন তাঁর পছন্দের মিষ্টি কী? উত্তরে তিনি বলেন, 'বাঙালি মিষ্টি, সন্দেশ।' সেটা শুনেই তাঁকে ভেঙিয়ে ওঠেন কমেডিয়ান। তারপর ঐশ্বর্যকে বলেন, 'ভারতীয় একটা মিষ্টির নাম বলো।' উত্তরে তিনি জানান, 'এটা তো ভারতীয় মিষ্টিই।' বর্তমানে এই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা রীতিমত রেগে গিয়েছেন তাঁর কথায়।
আরও পড়ুন: ছবি ছিঁড়ে সম্পর্ক থেকে মুক্তি পান অঙ্কিতা! বিচ্ছেদের পর কত বছর সুশান্তের জন্য অপেক্ষা করেছিলেন?
আরও পড়ুন: স্রেফ বাচ্চার জন্য সইফকে বিয়ে করেছিলেন করিনা? বললেন, 'আমরা তো লিভ ইন করতামই...'
কে কী বলছেন?
ভারতীর এই ভ্যাঙানো এবং বাংলাকে ভারতের বাইরে বলায় অনেকেই রীতিমত রেগে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন। এক ব্যক্তি ভিডিয়ো শেয়ার করে লেখেন, 'অনেক অবাঙালি কাছেই বাংলা ভারতের বাইরের জায়গা।' তাতে একজন কমেন্ট করেন, 'অশিক্ষিত কী আর এমনই বলে!' কেউ আবার লেখেন, 'কিছুদিন আগে ড্রাগস কেসে নাম জড়িয়েছিল না? এখন আবার অশিক্ষিতের মতো কথা বলছে!'