ছাবার সেটে শ্যুটিং করতে গিয়ে গুরুতর আঘাত পান হাতে। বেশ কয়েকদিন নড়াতে পারেননি হাত। নিতে হয়েছে বিশ্রামও। আঘাত ঠিক হতেই পুনরায় কাজে ফিরলেন ভিকি। শুরু করলেন ছাবার বন্ধ হয়ে যাওয়া শ্যুটিং।
ছাবার শ্যুটিং শুরু করলেন ভিকি
ভিকি কৌশল এদিন তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেখানেই তিনি জানান আবার শুরু হয়েছে ছাবা ছবিটির শ্যুটিং। তিনি আবারও কাজে ফিরেছেন একটু সুস্থ হতেই। চালু হয়ে গিয়েছে অ্যাকশন। তিনি এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে যে ছবিটি পোস্ট করেছেন সেখানে গোধূলির আলোয় বেশ কিছু মেকাপ ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এই ছবিটি পোস্ট করে ভিকি লেখেন, 'আবার অ্যাকশন শুরু। ছাবা।'
আরও পড়ুন: 'একটা মানুষ কুকুর হয়ে গেল...' রিসেপশনে মিডিয়া - ড্রাইভারদের অপমান! সাফাই দিয়ে কী বললেন শ্রীময়ী?
এই ছবির সঙ্গে তিনি ডলবি ওয়ালিয়া গানটি যোগ করেছিলেন। এই গানটি নাগেশ মোরওয়েকার এবং আর্ল এডগারের। সূত্রের তরফে জানানো হয়েছে এই পিরিয়ড ফিল্মের অ্যাকশন দৃশ্যের শ্যুটিং ৯ মার্চ থেকে পুনরায় শুরু হবে। তবে গত ২৮ ফেব্রুয়ারি থেকে পুনরায় এই ছবির শ্যুটিং চালু হয়ে গিয়েছে। মাঝে ভিকি হাতে আঘাত পাওয়ার দরুন কাজ বন্ধ ছিল। ২০ দিন বিশ্রামের পর আবার শুরু হল ছাবার শ্যুটিং। এমনটাই পরিচালক লক্ষ্মণ উটেকর ইটাইমসকে জানিয়েছেন।
প্রসঙ্গত এর মাঝে ভিকি কৌশলকে স্ত্রী ক্যাটরিনার সঙ্গে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছিল। আর সেখান থেকেই স্পষ্ট হয়েছে যে অভিনেতা এখন পুরোপুরি সুস্থ।
আরও পড়ুন: ডিসলেক্সিয়ার পর এবার ডাউন সিনড্রোম, আবারও রোগ নিয়ে সচেতনতা ছড়াবেন আমির, আসছে সিতারে জমিন পর
ছাবা প্রসঙ্গে
ছত্রপতি শিবাজীর ছেলে ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন অবলম্বনে বানানো হচ্ছে এই ছবি। এটি একটি পিরিয়ডিক ফিল্ম। এই ছবিতে ভিকি কৌশল ছাড়াও থাকবেন রশ্মিকা মন্দানা, প্রমুখ।