ভুল ভুলাইয়া ২ ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা গিয়েছিল কিয়ারা আডবানিকে। বক্স অফিসে হিট হয়েছিল ছবিটি। তবে এবার আগেই আভাস পাওয়া গিয়েছিল যে ভুল ভুলাইয়া ৩ -এ সিদ্ধার্থ ঘরণী থাকছেন না। কিছু ঘণ্টা আগেই কার্তিক রহস্যজনক মেয়ের শন আলাপ করিয়েছিলেন ভুল ভুলাইয়া ৩ থেকে। তারপরই প্রকাশ্যে আনলেন তাঁর পরিচয়। এই মেয়েটি আসলে তৃপ্তি দিমরি যাঁকে কিয়ারা আডবানির জায়গায় দেখা যাবে।
ভুল ভুলাইয়া ৩ -এ এবার কিয়ারার জায়গায় তৃপ্তি
বুধবার ইনস্টাগ্রামে কার্তিক আরিয়ান একটি পাজল পোস্ট করেন সেখানে একটি মহিলার মুখ দেখা যাচ্ছিল। সেই পাজলের টুকরোর সঙ্গে টেবিলে কিছু মোমবাতি এবং একটি লন্ঠন দেখা যাচ্ছে। পাশে রাখা আছে তালা ছবি। আর সঙ্গে থাকা কার্ডে সেই মেয়েটির নাম দেখা যাচ্ছে। বুধবার সকাল সকাল এই ছবিটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই মেয়েটির পরিচয় প্রকাশ্যে আনেন কার্তিক। জানান এই মেয়েটি আর কেউ নন, তৃপ্তি দিমরি। তাঁকে শেষবার রণবীর কাপুরের সঙ্গে অ্যানিম্যাল ছবিতে দেখা গিয়েছিল।
আরও পড়ুন: বিশ্বজুড়ে ৩৫৬ কোটি আয়, ২০২৪-এর সর্বোচ্চ ব্যবসা করা ছবির তকমা হৃতিক-দীপিকার 'ফাইটার'-এর
এদিন তৃপ্তির ছবি পোস্ট করে কার্তিক লেখেন, 'ভুল ভুলাইয়ার দুনিয়ায় স্বাগত তৃপ্তি দিমরি।'
প্রথম ছবিটি পোস্ট করে কার্তিক লিখেছিলেন, 'একটি ঠান্ডা হাসি যা সবার মনে আতঙ্ক তৈরি করবে।' তার সঙ্গে তিনি আরও লেখেন, 'এই ভুল ভুলাইয়াকে সলভ করুন। ভুল ভুলাইয়া ৩ মিস্ট্রি গার্ল। দীপাবলি ২০২৪।' সেই পোস্ট দেখেই ভক্তরা অনুমান করে নেন যে মেয়েটি আর কেউ নন তৃপ্তি। এক ব্যক্তি তাতে লেখেন, 'অক্ষয় কুমারকে কে আর চায় যখন তৃপ্তি আছে।' কেউ আবার জিজ্ঞেস করেন, 'এবার মঞ্জুলিকা কি তৃপ্তি হচ্ছে?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'রুহ বাবার জীবনে বৌদি ২ এর এন্ট্রি।'
আরও পড়ুন: ঋতুরাজ সিংয়ের শেষ যাত্রায় বলিউডের তারকাদের ভিড়, শ্রদ্ধা জানালেন আরশাদ ওয়ার্সি-নকুল মেহেতারা
ভুল ভুলাইয়া ৩ নিয়ে
ভুল ভুলাইয়া ৩ এ আসল মঞ্জুলিকা অর্থাৎ বিদ্যা বালান মঞ্জুলিকা হয়ে পুনরায় ফিরছেন। তাঁর সঙ্গে আরেকটি পেত্নী হয়ে থাকবেন মাধুরী দীক্ষিত। এই ছবিটির পরিচালনা করবেন আনিস বাজমি। মুখ্য ভূমিকায় থাকবেন কার্তিক আরিয়ান। ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ২০০৭ সালে মুক্তি পেয়েছিল। সেখানে অক্ষয় কুনর বিদ্যা বালান প্রমুখ ছিলেন।