'আয় তবে সহচরী' ধারাবাহিকে একের পর এক চমক এসেই চলেছে। সই-সমরেশ-দেবিনার ত্রিকোণ প্রেম অতীত। এখন সমরেশ শুধু সইতেই মজে। সইয়ের রেডিও জকির চাকরি বাঁচানোর চেষ্টা থেকে নতুনভাবে সইকে ইম্প্রেস করার পর আবার এল নতুন চমক। সোমবারই সামনে এসেছে 'আয় তবে সহচরী'র নতুন প্রোমো যেখানে দেখা যাচ্ছে বরফির জন্য সব নিয়মরীতি মেনে বৌমাষষ্ঠীর আয়োজন করেছে সই, সেখানেই দেখা যায় সমরেশ বরফির বৌমাষষ্ঠীর অনুষ্ঠানে আপত্তি জানায়। তবে এই আপত্তির কারণ অপছন্দ নয় , এর কারণ হিসেবে সমরেশ জানায় সে বরফিকে মেয়ে হিসেবে গ্রহণ করেছে।
সমরেশের এই পদক্ষেপে বরফিকেও তার 'বিগ অসুর'জির প্রতি অভিমান ঝেড়ে ফেলে 'বাবা' বলে সম্বোধনের করতে দেখা গিয়েছে এই প্রোমোয়। 'আয় তবে সহচরী'র নতুন এই প্রোমো দেখে উচ্ছ্বসিত দর্শকমহল। 'আয় তবে সহচরী' প্রথমদিকে টিঅরপি লিস্টে ভাল জায়গা করলেও বেশিদিন নিজের জায়গা ধরে রাখতে ব্যর্থ হয়।
ক্রমাগত গল্পের মূল চরিত্র সহচরীর খলনায়িকা দেবিনার কাছে হেরে যাওয়ায় দর্শকরা আগ্রহ হারাতে শুরু করে। কিন্তু দেবিনাকে হারিয়ে সইয়ের ঘুরে দাঁড়ানোয় দর্শকরা যেন নতুন উদ্যম খুঁজে পেয়েছেন। সেই উদ্যমে নতুন জোয়ার এনেছে 'আয় তবে সহচরী'র নতুন প্রোমো।