নিত্যদিনই কোনও না কোনও কারণে খবরের শিরোনামে থাকে Bigg Boss। রোজই বিগ বসের ঘরে কোনও না কোনও কাণ্ড ঘটতে থাকেন এই শোয়ের এক একজন প্রতিযোগী। আর এমনই কিছু কাজকর্মের জন্য এবার প্রতিযোগী মান্নারা চোপড়া এবং মুনাওয়ার ফারুকীকে বেজায় কথা শোনালেন সঞ্চলক সলমন খান।
একটা সংক্ষিপ্ত বিরতির পরে চলতি সপ্তাহে উইকেন্ড কা ভার পর্বে, সঞ্চলনায় ফেরেন সলমন। এদিন সলমন কিছু প্রতিযোগীর মুখোমুখি হন, যাঁদের মধ্যে ছিলেন মান্নারা চোপড়া এবং মুনাওয়ার ফারুকি।
আরও পড়ুন-সেদিন সেটে এমন চিৎকার করি মহিলা ক্রিউ ভয়ে কাঁপছিল, শাহরুখ গিয়ে তাঁদের বাঁচায়: প্রহ্লাদ
মান্নারাকে সলমন বলেন, 'করণ জোহরের সঙ্গে আপনি যেভাবে কথা বলেছেন, তাতে আমি খুবই বিরক্ত। আপনার বাবা আপনাকে সবসময় সম্মান দিয়ে কথা বলতে বলেছেন। এই ইন্ডাস্ট্রিতে আপনার আরও দুই বোন আছে। তাঁরা খুব সম্মানেন সঙ্গে কাজ করছেন। ঘরের ভিতরে আর ঘরের বাইরে তৃতীয় বোনের এই হাল কেন? এত অসম্মান করে কেন কথা বলেন! বিগরা হুয়া বাচ্চা হওয়ারও আপনার বয়স নেই। এখানে সবটাই দেওয়া নেওয়া। এক হাত দিন, অপর হাতে নিন। শুধু নিয়ে যাবে আর পরিবর্তে কিছুই দেবেন না, এটা হয় না। কেউ পার পাবেন না।
এর পর সলমন সলমন তখন মুনাওয়ারের কাছে গিয়ে বলেন,'আপনি দেখেছেন কীভাবে দুনিয়া চলে? তাহলে আপনি কেন পিছিয়ে যান না? এটা কি আপনার দায়িত্ব নয়। আপনাকে দেখাতে হবে যে আপনি মহৎ। আপনি কী দেখাতে চান, যে আপনার কতটা ধৈর্য আছে? এটা কি আপনার অহংকার প্রদর্শনের জায়গা? এই আশায় রয়েছেন যে একদিন ও বুঝতে পারবে যে ও ভুল এবং আপনি ন্যায়পরায়ণ'
এর আগের পর্বে, সালমান খান ভাগ করে নিয়েছিলেন যে মান্নারা চোপড়া আত্মবিশ্বাসের সঙ্গে সমস্যার মোকাবিলা করেন না এবং তিনি 'বৈধতা' চান।