বাংলা নিউজ > বায়োস্কোপ > OMG 2-Pankaj Tripathi: বউ চটেছে, আমি নাকি বাড়িই থাকি না, এবার তাই ছুটি চাই: পঙ্কজ ত্রিপাঠি

OMG 2-Pankaj Tripathi: বউ চটেছে, আমি নাকি বাড়িই থাকি না, এবার তাই ছুটি চাই: পঙ্কজ ত্রিপাঠি

পঙ্কজ ত্রিপাঠি

ত্রিপাঠি বলেন, ‘আমি একজন সংবেদনশীল শিল্পী এবং এদেশের একজন আইন মান্যকারী নাগরিক। তাই এই ছবি না দেখেও কেন সবাই বিষয়টি নিয়ে এত হইচই করছে জানি না! সেন্সর বোর্ড তো অনেক পরে আসে কিন্তু তার আগে আমি নিজেও একজন সেলফ সেন্সর অভিনেতা। কাজের মাধ্যমে কখনও ইচ্ছাকৃতভাবে কারও অনুভূতিতে আঘাত করিনি আর করবও না।'

OMG-2 তৈরির পিছনে অক্ষয় কুমারের কতটা ভূমিকা রয়েছে সম্প্রতি সেবিষয়ে মুখ খুলেছেন পরিচালক অমিত রাই। পরিচালক জানিয়েছেন OMG বানানোর পিছনে আক্কির ভূমিকা নাকি অনেকটাই, ছবির শুরু থেকেই জড়িয়ে ছিলেন তিনি। এবার ঠিকই একই কথা বলললেন সিনেমার আরও এক মুখ্য অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি।

পঙ্কজ ত্রিপাঠির কথায়, তাঁর চরিত্রটির জন্য তাঁকে নিয়েছিলেন আক্কি নিজেই। এমনকি চিত্রনাট্য যখন তিনি শুনেছিলেন, প্রথমে সেটি পরিচালক তাঁকে শোনালে পরে অক্ষয়ের সবকিছু তাঁকে বর্ণনা করেন। ছবির সমস্তকিছু তাঁর নখদর্পনে ছিল। পঙ্কজের কথায়, ছবিতে লম্বা লাইন, ডায়ালগ থাকলে তাঁর একটু সমস্যা হয়। আর এই ছবিতেও আদালতের দৃশ্য তাঁর লম্বা ডায়ালগ ছিল। তাই তিনি একটু উদ্বিগ্ন ছিলেন, তবুও অক্ষয়-ই তাঁকে রাজি করান।

আরও পড়ুন-গদর-২ ব্লকবাস্টার, এদিকে সানি দেওলের ৫৫ কোটি ধার বাকি, জুহুর বাংলো বেচে দিচ্ছে ব্যাঙ্ক

আরও পড়ুন-দীর্ঘ তিক্ততা ভুলে কাছাকাছি দেওল পরিবারের সৎ ভাইবোনেরা, সানি-ববিকে রাখি পরাবেন এষা!

OMG-2 নিয়ে বিতর্ক, হইচই প্রসঙ্গে পঙ্কজ ত্রিপাঠি বলেন, ‘আমি একজন সংবেদনশীল শিল্পী হওয়ার পাশাপাশি এদেশের একজন আইন মান্যকারী নাগরিক। তাই এই ছবি না দেখেও কেন সবাই বিষয়টি নিয়ে এত হইচই করছে জানি না! সেন্সর বোর্ড তো অনেক পরে আসে কিন্তু তার আগে আমি নিজেও একজন সেলফ সেন্সর অভিনেতা। একজন অভিনেতা হিসাবে, আমি আমার কাজের মাধ্যমে কখনও ইচ্ছাকৃতভাবে কারও অনুভূতিতে আঘাত করিনি আর করবও না। অমিত একটি ভাল গবেষণা করে চিত্রনাট্য লিখেছএন, এখানে বিতর্কের কিছুই দেখিনি। পরিচালক অমি রাই নিজেও শিবের বড় ভক্ত। আর ভালো চিত্রনাট্য হলে তবেই আমি আগ্রহী হই। এটা আমার ক্ষেত্রে একটি ভালো চিত্রনাট্য।এমনকি আমি প্রথম OMG-ও দেখিনি। এই OMG 2 আমার জন্য একটি মৌলিক ছবি।’

পঙ্কজ ত্রিপাঠি বলেন, তিনি কাজ থেকে এবার সাময়িক বিরতি নিতে চান। তাঁর কথায়, 'আমি বছরে ৫-৬টি ছবি করতে পারি। এদিকে আমার স্ত্রী অভিযোগ করেন যে আমি কখনই বাড়িতে থাকি না। তাই আমি একটু বিরতি চাই যেহেতু আমি টানা কাজ করে চলেছি। আগামী বছরে তাই একটু বেছে ছবি করব, নিজের স্বাস্থ্যেরও যত্ন নেব। আমার দুটি কাজের মধ্যে কয়েক দিনের ব্যবধান দরকার। তবে পরের মাস থেকে সুশৃঙ্খল ভাবেই কাজ করব, যেহেতু আমার পরবর্তী ছবি ফুকরে মুক্তি পাচ্ছে ৩ ডিসেম্বর।

বন্ধ করুন