সময়সীমা ২ মিনিট ১২ সেকেন্ড। টিজার বা ট্রেলার নয় নির্মাতারা বলছে এটা 'জওয়ান'-এর প্রিভিউ। আর তাতেই নানান অবতারে ধরা দিলেন কিং খান শাহরুখ। ঝলকেই আবারও বোঝালেন তিনিই আসল 'বাদশা'। যদিও প্রিভিউ ভিডিয়ো বলছে, ‘জওয়ান’ জানেন না তিনি আদতে কে, তাঁর পরিচয় কী, তিনি পাপ নাকি পূণ্য, ভালো না খারাপ, এসবের কোনও উত্তর তাঁর কাছে নেই।
তবে প্রিভিউতেই বেশ বোঝা গিয়েছে 'পাঠান'-এর পর বক্স অফিসে ফের আগুন লাগাতে আসছেন শাহরুখ। যেখানে ‘পাঠান’ -এর অনুভূতিও আরও একবার ফিরে এল। রয়েছে ভরপুর অ্যাকশন, হেলিকপ্টারে মারপিট থেকে ট্রেনের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স, কার চেজিং- কী না নেই! গোটা গায়ে ব্যান্ডেজ বেঁধে রণমূর্তিতে দেখা গেল তাঁকে। বাদ গেল না বলিউডি মশলাদার গান ও নাচের দৃশ্য। তবে শুধু শাহরুখ নন, রাফ অ্যান্ড টাফ লুকে দেখা গেল নয়নতারাকে, রয়েছেন দীপিকাও। দেখা গেল বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা এবং প্রিয়ামণির পাওয়ার-প্যাকড দৃশ্য। যা দেখে মুগ্ধ পরিচালক করণ জোহর থেকে সুজয় ঘোষ। নিজেদের অনুভূতি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে ভোলেননি করণ ও সুজয়।
করণ জোহর ইনস্টাগ্রামে শাহরুখ ও পরিচালক অ্যাটলিকে ট্যাগ করে করণ লিখেছেন, ‘ভাই! এটা ব্লকবাস্টার হতে চলেছে! অ্যাটলি আপনি আবারও দেখিয়ে দিতে চলেছে! বাহ, অপেক্ষা করতে পারছি না শাহরুখ!’ 'জওয়ান'-এর প্রিভিউয়ের শেষ অংশে মেট্রোর মধ্যে শাহরুখের নাচের অংশটি শেয়ার করে পরিচালক সুজয় ঘোষ লিখেছেন, ‘অসম্ভব ভালো’ সঙ্গে ক্যাপশানে লিখেছেন, ‘ঝুমে জো জওয়ান’। টুইটারে তিনি আরও লিখেছেন, ‘জওয়ানের ট্রেলারের (যদিও এটি ট্রেলার নয়) শেষ অংশটুকু দেখে আর কোনও কথা হবে না, শাহরুখ তোমার কাছে নতজানু!’
আরও পড়ুন-‘সৃজিতকে নিয়ে হেডলাইন নয়, আমার কাজ নিয়ে আলোচনা হোক’, বলছেন 'মায়া' মিথিলা
আরও পড়ুন-'হট্টগোল করবেন না, বাচ্চা উঠে যাবে', বিপদ কাটিয়ে সদ্যোজাতকে নিয়ে ফেরার পথে অনুরোধ দীপিকার
ইতিমধ্যেই প্রিভিউ ভিডিয়োর শেষ অংশটুকু টুইটারে ভাইরাল হয়েছে। বহু সিনেমাপ্রেমীরই শেষ অংশটুকুতে শাহরুখকে দেখে চোখ আটকে গিয়েছে। হুমা কুরেশি লিখেছেন, 'শাহরুখ এবার জ্বালিয়ে দেবেন, আর অ্যাটলি স্যার মেরেই ফেলবেন।'
প্রিভিউ ভিডিয়ো দেখে স্বঘোষিত ফিল্ম সমালোচক কামাল আর খান টুইটারে লিখেছেন, “Jawan-এর ট্রেলার দেখেছি! এই ট্রেলারটি প্রমাণ করে যে জওয়ান ছবিটি বড়মাপের এবং ১০০ শতাংশ দক্ষিণী স্টাইলে পূর্ণ হয়ে আসছে। ছবির ৮০ শতাংশ VFX। তাই #SRKকে দেখতে বছর ৩০-এর যুবক মনে হচ্ছে। পরিচালক #অ্যাটলি দক্ষিণের মতো একটি মশালা ছবি তৈরি করেছেন। ছবিটি শুরুর দিনেই ৫০ কোটির ব্যবসা করবে।