বাংলা নিউজ > বায়োস্কোপ > Bobby Deol-Animal: কেন কান্নায় ভেঙে পড়েছিলেন অ্যানিম্যালের প্রশংসা শুনে, মনের কথা জানালেন ববি দেওল

Bobby Deol-Animal: কেন কান্নায় ভেঙে পড়েছিলেন অ্যানিম্যালের প্রশংসা শুনে, মনের কথা জানালেন ববি দেওল

অ্যানিম্যালের হাত ধরেই মিলল প্রত্যাশিত খ্যাতি, প্রকাশ্যে কান্নার পর ববি কী বললেন?

Bobby Deol: অ্যানিম্যাল ছবির হাত ধরে আবারও খ্যাতির শীর্ষে পৌঁছলেন ববি দেওল। ছবিতে তাঁর স্ক্রিন টাইম অল্প হলেও তাতেই নজর কেড়েছেন ধর্মেন্দ্র পুত্র। মুগ্ধ করেছেন অভিনয় দিয়ে।

অ্যানিম্যাল মুক্তি পাওয়ার পর থেকেই চর্চায় রয়েছে নানা কারণে কখনও এই ছবির গল্প, কখনও কোনও বিতর্ক কখনও আবার ববি দেওলের অভিনয়ের জন্য। সন্দীপ রেড্ডি ভাঙার এই ছবিটিতে ববি দেওলের অংশ মাত্র ১৫ মিনিটের। তাতেই তিনি নজর কেড়েছেন সবার। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শকরা। পেয়েছেন অভূতপূর্ব প্রসংশা। তারপরই অভিনেতাকে কেঁদে ফেলতে দেখা যায়। এবার সেই বিষয় নিয়েই মুখ খুললেন তিনি।

প্রকাশ্যে কেন কেঁদেছিলেন ববি?

কিছুদিন আগে দর্শকদের থেকে প্রশংসা পেয়ে পাপারাৎজিদের সামনেই কেঁদে ফেলেন ববি। অ্যানিম্যালের হাত ধরে ফের চর্চায় উঠে আসার আনন্দে, খ্যাতির শীর্ষে পৌঁছানোর আনন্দে কেঁদে ফেলতে দেখা যায় তাঁকে। তাঁর কান্নার সেই ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল। এই ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, 'আমি জানি না এটা কী করে আত্মস্থ করতে হয়। একজন অভিনেতা হিসেবে আপনি সবসময় এই স্বীকৃতির জন্য অপেক্ষা করে থাকেন, সেটা পূরণ হওয়াটা একটা স্বপ্নের মতো। ঈশ্বর আমার উপর সদয় আছেন।'

আরও পড়ুন: 'আমায় মাফ করো...' ফোন করে ডাঙ্কির জন্য ভিকির কাছে ক্ষমা চান শাহরুখ! কেন?

আরও পড়ুন: 'এবার সময় হয়েছে...' গাঁটছড়ার হাত ধরে এসেছে বহু পুরস্কার, ধারাবাহিকের শেষ লগ্নে মন খারাপ অনিন্দ্যর

ববি এই প্রসঙ্গে আরও বলেন, 'ধরুন আপনি এমন একটা সুযোগের জন্য বহুদিন ধরে অপেক্ষা করছেন, বহুদিন। আর সেই সুযোগ পাওয়ার জন্য আপনি যথেষ্ট পরিশ্রমও করেছেন। কিন্তু সুযোগ আসেনি। আমার জায়গায় অন্য কেউ থাকলে নিশ্চয় ভেঙে পড়ত। কিন্তু আমি আমার কাজকে, ইন্ডাস্ট্রিকে ভালোবাসি। তাই যখন সুযোগটা এল, স্বীকৃতিটা পেলাম তখন কান্নায় ভেঙে পড়েছি।'

অ্যানিম্যাল ছবিতে ববি দেওলের চরিত্র

এই ছবিতে ববি দেওলের চরিত্রের নাম আব্রার। সাড়ে তিন ঘণ্টার ছবিতে মাত্র ১৫ মিনিট স্ক্রিন টাইম ছিল তাঁর। কিন্তু হলে কী হবে, ওইটুকু সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত নিজের উপর দিয়ে নজর সরাতে দেননি ববি। কিন্তু কীভাবে এসেছিল এই কাজের সুযোগ? সেই স্মৃতি হাতড়ে অভিনেতা বলেন, 'আমি তখন বাড়িতেই ছিলাম, সেই সময় সন্দীপের থেকে একটা মেসেজ পাই। আমি শিওর ছিলাম না যে এটা ওই। আমি আমার ম্যানেজারকে বলি চেক করতে। তারপর ওকে কল করি, ও দেখা করতে চায়। সন্দীপ তখন এসে আমায় আমার কলেজের একটি ছবি দেখায় যখন আমি কলেজ লিগে খেলতাম। সেই সময়ের একটা ছবিই আমায় এই কাজটা দিল। আমার মাত্র ১৫ দিনের শুট ছিল।'

আরও পড়ুন: বলিউডের নিজের লোক করণের সামনেও মুখ খুলতে নারাজ সেলেবরা, আরেকটু হলেই ফায়ার হয়ে যাচ্ছিল র‍্যাপিড ফায়ার

অ্যানিম্যাল প্রসঙ্গে

অ্যানিম্যাল ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে রণবীর কাপুর এবং রশ্মিকা মন্দানাকে। এছাড়া আছেন অনিল কাপুর, তৃপ্তি দিমরি প্রমুখ। গত ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙার এই ছবিটি।

বায়োস্কোপ খবর

Latest News

অ্যাপ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিউ টাউনে মৃত্যু তরুণীর আমেরিকায় বিদেশি পড়ুয়াদের জন্য 'অটোমেটিক গ্রিন কার্ড' প্রতিশ্রুতি ট্রাম্পের করোনা ভ্যাকসিনই কি হার্ট অ্যাটাক বাড়িয়ে দিয়েছে? এবার স্পষ্ট করলেন দেবী শেট্টি আবিরের মেয়ের ন্যানির মেয়ে সারেগামাপাতে! আর্থিক সাহায্যের আশ্বাস দিলেন ইমন আভি আভি আয়া হ্যায়, আদা মারনে দে… কুলদীপের উদ্দেশ্যে রোহিতের টাপোরি জবাব ভাইরাল শঙ্কর মহাদেবনের গলায় নজরুল গীতি! প্রকাশ্যে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল ভিডিয়ো ‘‌মমতা বন্দ্যোপাধ‌্যায়ের বিরুদ্ধে কোনও জোরদার মুখ নেই’‌, সমালোচনা করল আরএসএস ৬ মাসে ১৫ কেজি ওজন কমিয়েছেন মোনা সিং, চাইলে এইভাবে আপনিও পারবেন ভেবেছিলাম চোট সারিয়ে খেলব,কিন্তু ভগবান চায়নি! এখনও কেন মন খারাপ হার্দিকের? সৎ মায়ের সঙ্গে সইতে হত বাবার অত্যাচারও, ঘর থেকে উদ্ধার হল ১৩ বছরের কিশোরের দেহ

T20 WC 2024

আভি আভি আয়া হ্যায়, আদা মারনে দে… কুলদীপের উদ্দেশ্যে রোহিতের টাপোরি জবাব ভাইরাল ভেবেছিলাম চোট সারিয়ে খেলব,কিন্তু ভগবান চায়নি! এখনও কেন মন খারাপ হার্দিকের? ক্যারিবিয়ানদের ডেরায় আদরের নাম পন্তকে! ‘পকেট রকেট’ বললেন ভিভ, সেরা ফিল্ডার সূর্য আফগান ক্রিকেটে ব্র্যাভো ম্যাজিক! ৬টি ম্যাচে ৪টিতেই প্রতিপক্ষকে অলআউট রশিদদের এই তো সবে শুরু! অস্ট্রেলিয়া-কে প্রথমবার হারিয়ে হুঙ্কার আফগান অধিনায়কের ‘আভি হামকো চাহিয়ে ফুল ইজ্জত’, অজিদের হারিয়ে মির্জাপুরের সংলাপ মনে করালেন রশিদরা AFG vs AUS: অজিদের হারিয়ে ইতিহাস আফগানদের, গ্রুপ ওয়ানের সেমিতে ওঠার অঙ্ক জটিল হল ‘পরপর উইকেট পড়া বন্ধ করত হবে…’ বঞ্চনার জবাব দিয়ে রোহিতদের সাবধান করলেন হার্দিক T20-তে শতরান, অর্ধশতরানের চেয়ে গুরুত্বপূর্ণ… নিজের উইকেট ছোড়ার অজুহাত রোহিতের? ভিডিয়ো-বল খুঁজতে খুঁজতে স্টেজের তলায় বিরাট কোহলি! ছোটবেলার স্মৃতি মনে করাল কোহলি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.