বাংলা নিউজ > বায়োস্কোপ > জামিনের রায় সংরক্ষিত রাখল বম্বে হাইকোর্ট, জেলেই বন্দি পর্নকাণ্ডে গ্রেফতার রাজ কুন্দ্রা!

জামিনের রায় সংরক্ষিত রাখল বম্বে হাইকোর্ট, জেলেই বন্দি পর্নকাণ্ডে গ্রেফতার রাজ কুন্দ্রা!

রাজ কুন্দ্রা  (Anshuman Poyrekar/HT PHOTO)

পর্নকাণ্ডে রাজ কুন্দ্রার গ্রেফতারি কি অবৈধ? চলতি সপ্তাহেই রায় দেবে বম্বে হাইকোর্ট।

সোমবারও বম্বে হাইকোর্টে ঝুলেই থাকল পর্নকাণ্ডে গ্রেফতার কোটিপতি ব্যবসায়ী, রাজ কুন্দ্রার ভাগ্য। এদিন অবশেষে সম্পন্ন হয় অভিযুক্তর জামিনের আর্জির শুনানি। সওয়াল-জবাব পর্ব শেষে রাজ কুন্দ্রা ও তাঁর সহকারী রায়ান থর্পের জামিনের আবেদন রায় সংরক্ষিত রাখল বম্বে হাইকোর্ট। এদিন বিচারপতি এএস গডকরির এজলাসে চলছিল শুনানি পর্ব।

আদালত এদিন বাদী-বিবাদী দুই পক্ষের বক্তব্য শোনবার পর এই হাইপ্রোফাইল মামলার রায় সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নেন বিচারপতি। রাজ কুন্দ্রার আইনজীবীরা জানান, তাঁর গ্রেফতারি অবৈধ কারণ তাঁকে সিআরপিসি ৪১ (এ) নোটিশ নিয়মমাফিক দেওয়া হয়নি। যদিও সেই দাবি খারিজ করেছে মুম্বই পুলিশ। রাতারাতি রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেনি ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা।সরকারি পক্ষের আইনজীবী অরুণ পাই আদালতকে জানান, মামলার সঙ্গে সম্পর্কিত তথ্য-প্রমাণ নষ্ট করছিলেন রাজ কু্ন্দ্রা। তাঁর কথায়, ‘যখন অভিযুক্ত তথ্যপ্রমাণ নষ্ট করা শুরু করে দেয় তখন তদন্তকারী অফিসাররা ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকতে পারে না, সেটা আটকাতেই হয়। সেই কারণেই এই গ্রেফতারি’।

রাজ কুন্দ্রা ও তাঁর সহকারীদের দিকে অভিযোগের আঙুল তুলে মহারাষ্ট্র সরকারের আইনজীবী জানান, ইমেল, হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করা শুরু করেছিলেন রাজ কুন্দ্রা। তদন্ত প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছিল। 

খুব সম্ভবত আগামী বৃহস্পতিবার এই রাজ কুন্দ্রা ও রায়ান থর্পের জামিনের আর্জির রায় ঘোষণা করতে পারে আদালত। গত ১৯শে জুলাই রাতে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার হাতে গ্রেফতার হন রাজ কুন্দ্রা। তাঁর বিরুদ্ধে পর্ন ভিডিয়ো তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করবার পর রাজ কুন্দ্রাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। আপতত এই কোটিপতি ব্যবসায়ীর ঠিকানা আর্থার রোড জেল।

অন্যদিকে আজই রাজ কুন্দ্রার পর্নকাণ্ডে গ্রেফতারি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছেন অভিনেত্রী শিল্পা শেট্টি। তিনি জানান, ‘আমি এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করিনি এখনও, এবং আগামিতেও করব না কারণ এই মামলাটি আদালতে বিচারাধীন, তাই দয়া করে আমার নামে মিথ্যা কোনও বিবৃতি রটাবেন না’। রাজ কুন্দ্রা ঘরনি জানান, মুম্বই পুলিশ এবং ভারতীয় বিচারব্যবস্থার উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। তিনি যোগ করেন, ‘আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে মা হিসাবে আবেদন জানাচ্ছি, আমাদের গোপনীয়তার একটু খেয়াল রাখুন, অন্তত আমার দুই সন্তানের জন্য। দয়া করে কোনও অর্ধ-সত্য তথ্য ছড়িয়ে দেবেন না’।

বায়োস্কোপ খবর

Latest News

৫ রাশির জন্য চন্দ্রগ্রহণ খুব সৌভাগ্যের হবে, আয় বৃদ্ধি পাবে, ভাগ্য বদলাবে Video: পুজোর আগে মেট্রোর টিকিট কাটায় এল বড় সুবিধা! লঞ্চ হল অ্যাপ গণপতির সামনে সত্যি সত্যিই প্রার্থনায় করছে বাহন ইঁদুর! দেখুন কাণ্ড... ‘মির্জাপুর’-এ পঙ্কজ ত্রিপাঠী নয় এবার 'কালীন ভাইয়া' হৃতিক? ‘আপনাদের উচিত বনি কাপুরকে জিজ্ঞাসা করা’, কী নিয়ে প্রশ্ন এড়ালেন ফারদিন 'উৎসবে ফিরছি না' বলেও 'টেক্কা'র প্রচার স্বস্তিকার, ভিডিয়ো বার্তায় কী বললেন তথাগত মর্গের শবের সঙ্গে ‘ফূর্তি’ করত সঞ্জয়, মৃতদেহের সঙ্গে সঙ্গম? আরজি করে নয়া মোড় ইনি নাকি পাকিস্তানের প্রিয়াঙ্কা চোপড়া! অভিনেত্রীর ছবি ভাইরাল হতেই মত সকলের ‘মদ্যপ হয়ে এমন আচরণ করছিলেন, স্ত্রীও সামলাতে পারেননি’: অলোক প্রসঙ্গে হিমানি পিছিয়ে গেল মমতার সঙ্গে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল-ডিরেক্টরদের বৈঠক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.