বাংলা নিউজ > বায়োস্কোপ > নোরার ‘নাচ মেরি রানি নাচ’-এ উদ্দাম নাচ নব দম্পতির, বিয়ের পোশাকেই ঝড় তুললেন

নোরার ‘নাচ মেরি রানি নাচ’-এ উদ্দাম নাচ নব দম্পতির, বিয়ের পোশাকেই ঝড় তুললেন

নোরার গানে তুমুল নাচ নব দম্পতির

নোরা ফাতেহির ‘নাচ মেরি রানি নাচ’ গানের তালে নেচে উঠেছেন নব দম্পতি। নিখুঁত তাঁদের নাচের স্টেপ। নেটমাধ্যমে হু হু করে ভাইরাল ভিডিয়ো-

বিয়ে মানেই যে কোনও মানুষের কাছে বিশেষ মুহূর্ত। তেমনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক নব দম্পতির বিয়ের ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে নোরা ফাতেহির ‘নাচ মেরি রানি নাচ’ গানের তালে নেচে উঠেছেন নব দম্পতি। নিখুঁত তাঁদের নাচের স্টেপ। পেশায় নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার এবং ইউটিউবার তাঁরা। থাকেন ইউরোপে।

সাদা শেরওয়ানি-পাজামা এবং পাগড়ি মাথায় নতুন বর। কনের পরনে গোলাপী রঙের শাড়ি। দু'জনের গলায় জয়মালা। নোরার গানের তালে নিখুঁত ঠুমকা লাগাতে দেখা গিয়েছে তাঁদের। ২০২০ সালে গুরু রানধাওয়া এবং নিকিতা গান্ধীর প্রকাশিত এই মিউজিক ভিডিয়োতে অভিনয় করেছেন নোরা ফাতেহি। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে নব দম্পতি নাচের ভিডিয়ো।

আরও পড়ুন: অগস্টে সিনেমাহলে আসছে বক্সীবাবু, প্রকাশ্যে ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’র ফার্স্টলুক

নতুন বর এবং কনের নাচের মুভগুলি দেখুন:

নেটমাধ্যমে এক ওয়েডিং সংস্থার পেজ থেকে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ভিডিয়োটিতে প্রচুর ভিউ, লাইক এবং কমেন্টের বন্যা। নব বর-বধূর এই ভিডিয়ো দেখে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেন।

বন্ধ করুন