ছবিতে দেখা যাচ্ছে বোনের সঙ্গে খাটে বসে একটি শিশু খেলছে। তাঁর পরনে স্ট্রাইপ কাটা শার্ট। বর্তমানে এই খুদেই টলিউডের জনপ্রিয় অভিনেতা। ছোট পর্দা, বড় পর্দায় জমিয়ে কাজ করছেন। তাঁর সঙ্গে আছে উত্তম কুমারের নিবিড় যোগ। এমনকি মহানায়কের সঙ্গে একই ছবিতে কাজ করেছেন তিনি। কে বলুন তো? চিনতে পারছেন? ইনি হলেন উত্তম কুমারের নাতি তথা অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: 'শেষ স্মৃতি...' থামল ওম - শ্রাবণের সফর, লাভ বিয়ে আজকালের শেষদিনের শ্যুটিংয়ে মন খারাপ তৃণা - ওমদের
গৌরব চট্টোপাধ্যায়ের ছোটবেলার ছবি
গৌরব চট্টোপাধ্যায়ের বোন মৌসুমী চট্টোপাধ্যায়ের জন্মদিন ছিল। বোনের জন্মদিন উপলক্ষে তিনি তাঁদের ছোটবেলার দুটো ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে একটি খাটে বসে বোনের সঙ্গে খেলতে দেখা যাচ্ছে। এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, 'শুভ জন্মদিন আমার ছোট মিষ্টি বোনটা।'
গৌরব চট্টোপাধ্যায়ের কাজ
গৌরব চট্টোপাধ্যায়কে ছোট পর্দায় শেষবার গাঁটছড়া ধারাবাহিকে দেখা গিয়েছে। তিনি এছাড়া ওয়েব মাধ্যম এবং বড় পর্দায় জমিয়ে কাজ করে চলেছেন। সদ্যই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি অতি উত্তম। সেখানে তাঁকে নায়ক অনিন্দ্য সেনগুপ্তর বন্ধুর চরিত্রে দেখা গিয়েছিল। তাঁদের সঙ্গে এই ছবিতে অন্যতম প্রধান চরিত্রে ছিলেন খোদ উত্তম কুমার।
আরও পড়ুন: রাজনীতিতে আসার নেপথ্যে স্রেফ জনসেবা, দাবি রচনার! বললেন, 'এতদিন অনেক পেয়েছি, এবার...'
হ্যাঁ, মৃত্যুর ৪৪ বছর পর তাঁর বিভিন্ন ছবি থেকে টুকরো টুকরো মুহূর্ত কেটে প্রযুক্তির সাহায্যে তাঁকে এই ছবিতে নতুন করে তুলে ধরা হয়েছিল। দর্শকদের থেকে তুমুল সাড়া পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিটি।