বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে ভারত। আর এরপর বহু বাংলাদেশিকে ভারতের হারে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। খেলা শেষ হওয়ার পর বেশকিছুদিন পার হলেও এখনও ভারতের হার নিয়ে কিছু বাংলাদেশের নাগরিক মজা-মশকরা করতে ছাড়ছেন না। সম্প্রতি এই প্রসঙ্গেই মুখ খুলেছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। আর তাতেই নিজের দেশের নাগরিকদের কাছেই আক্রমণের মুখে পড়েছেন চঞ্চল।
ঠিক কী বলেছেন চঞ্চল চৌধুরী?
ভারতের হারে কিছু বাংলাদেশির অতিরিক্ত উচ্ছ্বাস নিয়ে বাংলা আজতক ডট ইন-কে চঞ্চল বলেন, 'খেলাকে মানুষ মাঠের মধ্যে সীমাবদ্ধ রাখছেন না, সেটা খারাপ লাগার জায়গা। খেলায় হারজিতের কারণে হিংসার ছবি প্রকাশ্যে আসা ঠিক নয়। বাংলাদেশে অনেক ভারত বিদ্বেষী আছেন, এটা অস্বীকার করার জায়গা নেই। তবে সকলে এক নন। বাংলাদেশের বহু মানুষ এখনও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন, আবার অনেকে সমর্থনও করেন। আবার ভারত-পাকিস্তান খেলা হলে অনেকে পাকিস্তানকে সমর্থন করেন। তবে এর অর্থ এমন নয় যে বাংলাদেশের ২০ কোটি মানুষই ভারত বিরোধী। এটা রাজনীতি বা খেলা সর্বত্রই হতে পারে। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় চত্ত্বরে যাঁরা ছিল তাঁরা হয়ত ভারত বিদ্বেষী। তাই এহেন আচরণ করেছেন।'
আরও পড়ুন-'পরমপিয়া' এখন আইনত বিবাহিত, গোপন না রেখে এবার নিজেই বিয়ের ছবি দিলেন পরমব্রত চট্টোপাধ্যায়
আরও পড়ুন-তাঁর প্রাক্তন পিয়া-ই আজ পরমের বর্তমান, অনুপমের পোস্টে শুধুই একাকীত্ব, দূরে যাওয়ার কথা…
আরও পড়ুন-‘ছেলের বিয়ে দিয়ে শাশুড়ি কবে হবি?’ রচনাকে এ কেমন প্রশ্ন মানসীর! উত্তর এল…
আরও পড়ুন-ইঞ্জিনিয়ারিং ছেড়ে হঠাৎই অভিনয়ে, 'মেয়েবেলা'র মৌ এবার প্রসেনজিতের 'আলো', স্বীকৃতি বলছেন...
তবে চঞ্চল চৌধুরী আরও বলেন, ‘তবে বাংলাদেশের সকলে এমন নন। প্রচুর মানুষ আছেন, যাঁরা মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা মনে রেখেছেন। যাঁরা মুক্তিযুদ্ধের সমর্থক নয়, তাঁরা পরিবার পরম্পরায় পাকিস্তানের পক্ষে। তবে যাঁরা ভারতের সমর্থক নন, তাঁদের প্রত্যেকের কাছে গিয়ে তো আর আমার পক্ষে বলা সম্ভব নয় যে ভারতকে সমর্থন করো। ’
চঞ্চল চৌধুরীর এমন মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় নিজের দেশের বহু নাগরিকের কটাক্ষের মুখে পড়তে হয়। কেউ লেখেন, ‘আজকাল ভারতে কাজে যাচ্ছেন বলে নিজের দেশের সমালোচনা করবেন।’ কেউ কেউ আবার চঞ্চল চৌধুরীর সিনেম বয়কটের ডাক দিয়েছেন। যদিও এনিয়ে চঞ্চল চৌধরী পাল্টা কোনও মন্তব্য করেননি। প্রসঙ্গত সম্প্রতি এরাজ্যের অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও ভারতের হারে বাংলাদেশের উচ্ছ্বাস নিয়ে কড়া কথা শুনিয়েছিলেন।