Dev: সাম্প্রতিককালের একাধিক ছবিতে নিজেকে ভেঙে নতুন করে গড়ে তুলেছেন দেব। তাঁর অভিনয় করা চরিত্রগুলো সকলের নজর কেড়েছে। আসুন দেখে নেওয়া যাক সেই চরিত্রগুলোকে।
1/9চ্যালেঞ্জ থেকে আই লাভ ইউ, দুজনে থেকে রংবাজ, দেবের হাত ধরে একটা গোটা প্রজন্ম নতুন সুপারস্টার পেয়েছিল টলিউডে। তাঁর ভাষার সমস্যা থাকা সত্বেও তাঁর লুক, ছবি, গান সবটা মিলিয়েই সবার মন কেড়ে নিয়েছিলেন তিনি। কিন্তু একটা সময়ের পর অভিযোগ উঠতে শুরু করে, তিনি নাকি একই ধরনের ছবিতে অভিনয় করেন, কোনও রকমফের নেই, ইত্যাদি। কিন্তু সত্যি কী তাই? বিগত বেশ কয়েক বছরে নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন দেব। বারংবার নতুন নতুন ছবির মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন। আসুন দেখে নেওয়া যাক তাঁর করা তেমন কিছু হাটকে ধরনের চরিত্রের তালিকা।
2/9প্রথম থেকে শুরু করা যাক। দেবকে প্রথমবার দর্শকরা বুনো হাঁস ছবিতে একদম অন্য অবতারে পেয়েছিলেন। অনিরুদ্ধ রয়চৌধুরীর এই ছবি সকলের বেশ মনে ধরেছিল। সমরেশ মজুমদারের একটি উপন্যাসের ভিত্তিতে এই ছবি তৈরি করা হয়েছিল।
3/9এরপর দুই বছরের গ্যাপ দিয়ে এল জুলফিকার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্তর সঙ্গে দেবও এই ছবিতে বেশ নজর কাড়েন। একটিও কথা না বলে কেবল চোখের ভাষা এবং অভিনয়ের মাধ্যমে দুর্দান্তভাবে চরিত্রটিকে ফুটিয়ে তুলে ছিলেন।
4/9এবার বলা যাক ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত গোলন্দাজ ছবিটির কথা। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবিটি ২০২১ সালে মুক্তি পেয়েছিল। এই ছবিতে দেবকে ভারতীয় ফুটবলের আদিপুরুষ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করতে দেখা যায়।
5/9টনিক ছবিটিও ২০২১ সালে মুক্তি পায়। কমিক চরিত্রে তাঁকে দেখা যায় এখানে। যদিও এই ছবিতে তিনি পেশায় ট্যুর প্ল্যানারের ভূমিকায় অভিনয় করেছিলেন। সঙ্গে ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়।
6/9গত বছর মুক্তি পাওয়া কিশমিশ ছবিটিতেও তাঁকে একদম অন্যরকম চরিত্রে দেখা যায়। তাঁর সঙ্গে রুক্মিণী ছিলেন।
7/9কাছের মানুষ ছবিতে ফের তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেন। এখানেও তাঁরা দুজন মিলে একদম নতুন ধরনের চরিত্রকে ফুটিয়ে তোলেন। যদিও ছবির গল্প সেভাবে দর্শকদের মনে প্রভাব ফেলতে পারেনি। কিন্তু চরিত্র হিসেবে দেব নিজেকে নতুনভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।
8/9এবার আসা যাক সদ্য মুক্তি পাওয়া প্রজাপতি ছবিটির কথায়। মিঠুন চক্রবর্তীর সঙ্গে বাবা ছেলের রসায়ন তিনি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। শুধু তাই নয়, বাবা ছেলের খুনসুটি থেকে অভিমান সবটাই সুন্দরভাবে ধরা পড়েছে এই ছবিতে।
9/9সব শেষে বলা যাক দেবের আগামী ছবি বাঘাযতীনের কথা। অরুণ রায়ের বাঘাযতীন ছবিতে তাঁকে নাম ভূমিকায় দেখা যাবে। স্বাধীনতা সংগ্রামের এই অন্যতম মুখ্য চরিত্র তিনি কতটা ফুটিয়ে তোলেন এখন সেটাই দেখার পালা।