রান্না হোক বা প্রেম সবেতেই নাকি মিশে আছে রসায়নবিদ্যা! আর এবার সেই কেমিস্ট্রি ক্লাস নিতে আসছেন খোদ কেমিস্ট্রি মাসি দেবশ্রী। প্রকাশ্যে এল তাঁর এই নতুন সিরিজের প্রথম ঝলক।
কেমিস্ট্রি মাসির প্রথম ঝলক
হইচই প্ল্যাটফর্মে আসছে কেমিস্ট্রি মাসি। আর সেই ওয়েব সিরিজের প্রথম ঝলক এদিন প্রকাশ্যে আনা হল। হইচইয়ের ইনস্টাগ্রামে এদিন এই ঝলক পোস্ট করে লেখা হয় 'কেমিস্ট্রি আর মিস্ট্রি থাকবে না। এসে গিয়েছে কেমিস্ট্রি মাসি। এবার পরীক্ষা থেকে জীবন সবেতেই ১০০/১০০।'
আরও পড়ুন: 'আমার ছবি যেভাবে হিট করছে...' মণি রত্নমের সঙ্গে কাজের আশায় ভরা মঞ্চে প্লেন কেনার ইঙ্গিত শাহরুখের!
আরও পড়ুন: আওগে জব তুম গাইতেই চাননি রাশিদ খান! কাঠখড় পুড়িয়ে কীভাবে রাজি করান ইমতিয়াজ?
অনেকেই রসায়নবিদ্যা পড়তে ভয় পান বা মাথায় ঢোকে না জটিল কুটিল ফর্মুলা। এবার সেটাকে সহজ করে তুলবেন কেমিস্ট্রি মাসি দেবশ্রী। আর তারই প্রথম ঝলকে দেখা গেল তিনি চিকেন কষা দিয়ে পড়াচ্ছেন রসায়নবিদ্যার ল-জ অব কেমিক্যাল কম্বিনেশন চ্যাপ্টার। মাংস ম্যারিনেট করার জন্য কত কী দেওয়া হয়, কিন্তু সেগুলোর সব কিছুর ওজন আর আসল তৈরি হওয়া চিকেন কষার ওজন কী এক হয়? না হলে গরমিল কোথায় হয়? কোথায় হিসেব মেলে না আর কেন? অর্থাৎ খাবার, রান্না এবং পেটপুজোতেও লুকিয়ে আছে কেমিস্ট্রি। যা তিনি চিকেন কষার রেসিপির পাশাপাশি শেখাবেন সবাইকে।
দেবশ্রীকে ক্লাস নিতে নিতে বলতে শোনা যায়, 'পরীক্ষা, প্রেম বা পেটপুজো কেমিস্ট্রি কিন্তু মাস্ট। নমস্কার আমি কেমিস্ট্রি মাসি। খুব শীঘ্রই আসছি।' প্রসঙ্গত এই সিরিজটির পরিচালনা করেছে সৌরভ চক্রবর্তী।
আরও পড়ুন: 'ওঁর ভালোবাসার ক্ষমতা দেখাল আজ...' জন্মদিনে নিজের জন্য নয়, কার উদ্দেশ্যে হৃতিক লিখলেন এই কথা?
কে কী বলছেন?
এখনও এই সিরিজ কবে আসবে সেটার দিনক্ষণ প্রকাশ্যে আনা হয়নি। কিন্তু টিজার দেখেই দারুণ উৎসাহ বোধ করেছেন দর্শকরা। একজন লেখেন, 'দারুণ এক্সাইটেড। কবে আসবে?' আরেকজন লেখেন, 'অধীর আগ্রহে অপেক্ষা করে আছি।'